অভিনন্দন @RME দা এবং আমার বাংলা ব্লগ | Thank you @Steemitblog
নমস্কার,
বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালোই আছি।
আজকের ব্লগের শুরুটা কিভাবে করলে ঠিক হবে সেটা নিয়ে অনেক ভেবেছি কিন্তু কোনো কিছুই ঠাহর করতে পারিনি। আসলে কি বিশেষণ ব্যবহার করলে ঠিক হবে তা আমার জানা নেই। তবে একটা কথা নিশ্চিত ভাবে বারবার আসবে, সেটা হলো "ডেডিকেশন"।
আপনারা সকলেই জানেন Steemit Inc প্রতিবছর বেস্ট ব্লগার, বেস্ট কমিউনিটি ও বেস্ট কনট্রিবিউটর আওয়ার্ড প্রদান করে থাকে। আর খুশির খবর এবছর আমাদের প্রিয় RME দা বেস্ট কনট্রিবিউটর এবং আমাদের ভালবাসার আমার বাংলা ব্লগ বেস্ট কমিউনিটি হিসেবে নির্বাচিত হয়েছে। RME দার টানা দুবছরের অক্লান্ত পরিশ্রম স্টিমিট টিম অবশেষে স্বীকৃতি দিলো। সাথে স্বীকৃতি পেলো আমার বাংলা ব্লগ। আর আজকের এই কৃতিত্বের সম্পূর্ন দাবীদার যে মানুষটা সেটা হলেন আমাদের সকলের প্রিয় দাদা।
দেড় বছর আগেও স্টিমিট নামক সমুদ্রে বাঙালিদের কোনো জায়গা ছিল না। বাংলায় ব্লগিং করার উপায় ছিল না। সেই সময়ে RME দার হাত ধরে আমার বাংলা ব্লগের যাত্রা শুরু হয়। কমিউনিটি গঠনের উদ্দেশ্যই হলো, বাংলা ভাষাভাষী মানুষদের একটা প্ল্যাটফর্ম দেওয়া। যেখানে খুব সহজেই বাঙালিরা মাতৃ ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে। আর তার পুরো সাপোর্টই দেওয়া হয় আমার বাংলা ব্লগের ফাউন্ডার তথা RME দাদার তরফ থেকে। মাতৃ ভাষায় ব্লগিংয়ের সুযোগ পেয়ে ঝড়ের গতিতে কমিউনিটি বাড়তে শুরু করলো। আমার বাংলা ব্লগ হয়ে উঠলো স্টিমিটে বাঙালিদের একমাত্র জায়গা। নতুন নতুন ব্লগার আসার কারণে বাড়তে থাকলো কমিউনিটি সংক্রান্ত কর্মকান্ড ও চাপ। সব চাপ দাদা হাসিমুখে নিজেই নিয়ে নিলেন।
বছরের শুরুতে দাদা কোভিড আক্রান্ত হলেন। বাড়ির বাকি সদস্যরাও কোভিডে আক্রান্ত হলো। RME দার দাদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এসব কিছুর মধ্যেও দাদা কাজ করে গেলেন। জীবনের ঝড় ঝঞ্ঝাটের মাঝেও নিজের দায়িত্ব পালন করে গেলেন। আমরা ব্লগাররা মাঝে মধ্যে ছুটি নিই কিন্তু দাদা ছুটি নিয়েও ছুটি পান না। এই ধরুন সপরিবারে ঘুরতে গিয়ে সেখান থেকেও প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে চলেছেন অথচ আমরা সবাই জানি সেখানে ইন্টারনেট স্পিড খুবই কম। দু বছর ধরে ঠিক এভাবেই সব ঝঞ্ঝাটের মধ্যেও দাদা আমাদের সাপোর্ট দিয়ে চলেছেন। দাদা বলেই হয়তো সম্ভব। তার ডেডিকেশন বলেই সম্ভব।
তাই আজ যখন ২০২২ সালের স্টিমিটের বেস্ট কন্ট্রিবিউটরের মধ্যে দাদার নাম জ্বলজ্বল করছে। আমার বাংলা ব্লগ বেস্ট কমিউনিটি হিসেবে শিরোপা পেয়েছে। তখন গর্ব হয়। সত্যি বলতে আমার কাছে এটা খুবই বড় স্বীকৃতি। দাদার অক্লান্ত পরিশ্রমের প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ স্টিমিট টিমকে। ধন্যবাদ RME দাকে। ধন্যবাদ আমার বাংলা ব্লগের সমস্ত অ্যাডমিন, মডারেটর ও সদস্যদের।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবকিছু মিলিয়ে যে কথাটা দাঁড়ায় সেটা হল, দাদার কষ্ট সার্থক হয়েছে এবং আমরা প্রত্যেকে খুব খুশি, দাদার এই সফলতার জন্য।
দাদার পরিশ্রম সত্যিই সার্থক হয়েছে। টানা কমিউনিটিতে এতো কাজ করে চলে, বলে বোঝানো সম্ভব নয়।