এলোমেলো আলোকচিত্র
নমস্কার বন্ধুরা,
পুরো শীত চলে গেল অথচ আমি কোনো ফটোগ্রাফি পোস্ট করতে পারলাম না। ফটোগ্রাফি বলতে শুধুমাত্র ফুলের ফটোগ্রাফি নিয়ে পোস্ট করতে পারিনি। আমার হাতে তোলা বছরের বিভিন্ন সময়ের পছন্দের সবচেয়ে সুন্দর ছবিগুলো আপনাদের সাথে ভাগ করে নিয়েছি বটে শুধুমাত্র ফুলের ছবি বাদ দিয়ে। তার মানে কি আমি ফুলের ছবি তুলিনি। হ্যাঁ তুলেছি সেগুলোই আপনাদের সাথে ধীরে ধীরে ভাগ করে নেবো। ফেব্রুয়ারির শীতে আমি কিষানগঞ্জ গিয়েছিলাম সেখানে গিয়েই আমি খুব সুন্দর কয়েকটি ফুলের বাগানে ঘুরেছিলাম। আজ সেখানকারই এক বাগানের কিছু ফুলের ছবি আপনাদের সাথে ভাগ করে নেবো।
আমার প্রথম যে ছবিটি ভাগ করে নিচ্ছি সেটির সাথে আমরা সবাই সুপরিচিত, নাম জবা ফুল। তবে এত ছোট মাপের জবা গাছ আমি আগে দেখিনি। জবা গাছ মূলত লম্বা দেখেছি, সাত আট ফুটের সেখানে এক দেড় ফুটের টবের জবা যাওয়া আমার প্রথম। তবে গাছটা ছোটো হলে কি হবে ফুলটা পুরোপুরি ফুটে ছিল যেটা আরো বেশি করে আমার নজর কেড়েছে।
পরের যে ফুলটি আপনাদের সাথে করে নেব সেটির নাম কাঁটা মুকুট। ইংরেজি নাম ইউফরবিয়া মিলি। নামে কি যায় আসে ভাববেন না, ছোট ছোট গাছ কাটায় ভর্তি। যেমন নাম তেমনি কাঁটা। তবে ফুলগুলি রক্তের মতো গাঢ় লাল।
আমাদের সকলের বাড়িতেই মোটামুটি সন্ধ্যামালতী ফুল ছড়িয়ে-ছিটিয়ে দেখতে পাওয়া যায় তবে পূর্ণ পাপড়ির সন্ধ্যামালতি আমি এই প্রথম দেখলাম। কারণ বাড়ির ফুলের পাপড়ি গুলো সব পোকাতে খেয়ে ফেলে, তাই ফুলটা আরো বেশি সুন্দর লেগেছে।
পাথরকুচির ফুল হয় সেটা কি আপনারা জানতেন? নাম লাল পাথরকুচি ফুল। আমার বাড়িতে পাথরকুচি গাছের অভাব না হলেও ফুল আমার নজরে কখন আসেনি তাই এটাও যেন একদমই অন্যরকম ছিল। লাল পাথরকুচির মধ্যে এক খানি গোলাপী ফুলও ছিলো।
Device: LGE LM-G850
Location: Bihar, India
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কিষানগঞ্জ গিয়ে ফুলবাগানে ঘুরে আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফিতে ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ পাথরকুচির ফুল আছে সেটা আমার জানা ছিল না। আজকে আপনার পোস্ট থেকে জেনে গেলাম ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
বাপরে বাপ শীতের ফটোগ্রাফি এখন। শীতে কিষানে গিয়ে তো বেশ সুন্দর আর রং বে রং এর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এমনই হয় মাঝে মাঝে আমাদের মোবাইলে এমনই সুন্দর সুন্দর ফটোাগ্রাফি রয়ে যায় যেগুলো পোস্ট করতে দেরী হয়ে যায়। বেশ সুন্দর অসাধারন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
কোথাও ঘুরতে গেলে আমরা সকলেই এই ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি আর সেখানে যদি ফুল থাকে তাহলে তো আর কোন কথাই নেই। কিশানগঞ্জে গিয়ে সেখানকার বাগান থেকে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমি সত্যিই মুগ্ধ। বর্তমান সময়ের কমিউনিটিতে প্রায় সকলেই অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যেগুলো দেখে প্রতিনিয়ত অনেক কিছু শিখছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
শীতকালের তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। বিশেষ করে পাথরকুচি ফুল আসলে জানতাম না যে পাথরকুচি গাছের কখনো ফুল হয়। তবে ফুল গুলো দেখতে কিন্তু বেশ আকর্ষণীয়। অসংখ্য ধন্যবাদ দারুন দারুন কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্রিয় দাদা আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যদিও ফটোগ্রাফি গুলো এলোমেলো তবে চমৎকার করে সাজিয়েছেন। তবে হা এত ছোট জবা ফুল আমি সত্যি আগে কখনো দেখিনি। আমি আগে জানতাম না পাথরকুচি গাছে ফুল ফোটে বিষয়টি আমার কাছে নতুন।
তবে সন্ধ্যা মালতী ফুল হিসেবে যে ফুলটি আমাদের মাঝে নিয়ে এসেছেন সেই ফুলটি আমাদের অঞ্চলে নয়ন তারা ফুল বলা হয়ে থাকে।
ভালো ছিল ফটোগ্রাফি গুলো
দাদা আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে জবা ফুল আর পাথরকুচি ফুল গোলাপিটা। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
ধন্যবাদ আপনাকে দাদা সুন্দর কিছু ফুলের ফটো আমাদের সংগে শেয়ার করার জন্য। অনেক বিশেষ করে কাটামুকুট ফুলের ছবিটি দেখে মুগ্ধ হলাম।
দাদা আপনি এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফুল আমার কাছে অসাধারণ লেগেছে। পাথরকুচি গাছ আমারও ছাদে লাগানো আছে দাদা কিন্ত, এখনো ফুল আসেনি। অসংখ্য ধন্যবাদ দাদা দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কিষানগঞ্জ থেকে আপনার তোলা ফুলের ছবিগুলো দারুণ হয়েছে দাদা।ফুলের ছবিগুলো বরাবরই আমার কাছে একটু বেশিই ভালো লাগে।দাদা আপনি যাকে সন্ধ্যামালতী ফুল বলছেন আমরা তাকে নয়নতারা ফুল বলি।পাথরকুচির ফুলগুলি আমার কাছে ভারী সুন্দর লেগেছে।আমাদের বাড়িতে আলাদা জাতের পাথরকুচির ফুল ধরে।ধন্যবাদ দাদা।