পুজো পরিক্রমা ২০২৩ : সন্তোষ মিত্র স্কোয়ার

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার বন্ধুরা,

কলেজ স্কোয়ার সার্বজনীনে মহীশূর প্যালেসের ঝলক দেখে হাটা দিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। মধ্য কলকাতার আরেক ঐতিহ্যবাহী ও সুপরিচিত পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। কলেজ স্কোয়ার থেকে বেশ অনেকটা পথ হাঁটার পর পৌঁছালাম সন্তোষ মিত্র স্কোয়ারে। ৮৮ তম বছরে পদার্পণ করা সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে পুজোর থিম অযোধ্যার শ্রী রামমন্দির। অযোধ্যায় নির্মিতমান শ্রী রামমন্দির নিয়ে সারা পৃথিবীর সনাতনীদের মধ্যে এক অন্যরকম উন্মাদনা রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে অযোধ্যায় নবনির্মিত শ্রী রামমন্দির শুভ উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত। তারপর মন্দির খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। শ্রী রামমন্দির সম্পূর্ণ হতে এবং জনসাধারণের সম্মুখে খুলে দেওয়ার আর অল্প সময়ের অপেক্ষা তার আগেই সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী মানুষদের শ্রী রাম মন্দিরের এক ঝলক পাইয়ে দিলো।

PXL_20231019_170417691_copy_1011x782.jpeg

PXL_20231019_170844114_copy_1209x907.jpg

মহালয়ার দিন থেকেই সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষের ঢলের কথা শুনছিলাম এবং পঞ্চমীর গোধূলি বেলাতে সেই অভিজ্ঞতাই হলো। মণ্ডপের আলোকসজ্জা এবং প্রবেশ তোরণ মূল মণ্ডপের অনেক আগে থেকে বানানো। প্রবেশ তোরণ পেরিয়ে মণ্ডপের যত কাছে এগোতে থাকলাম ভীড় ততই বাড়তে থাকলো। কিছুটা হাঁটতে হাঁটতে যখন মন্ডপের কাছাকাছি পৌঁছে গেলাম তখন চারপাশের আলোকসজ্জা সন্ধ্যের আঁধারীতে সুন্দর ভাবে ফুটে উঠেছে।

PXL_20231019_171051674_copy_1209x907.jpg

ভীড় এতটাই বেশি যে মূল মণ্ডপের সামনে পৌঁছতেই চলার গতি খুব কমে এলো। মণ্ডপের বাইরেই তখন মানুষ গিজগিজ করছে। ভীড়ের গতির সাথে ধীরে ধীরে মণ্ডপের দিকে এগোতে থাকলাম। মণ্ডপের কারুকার্য তাজ্জব করে দিলো। শিল্পীদের হাতের কাজে মন্ডপ অবিকল শ্রী রাম মন্দির হয়ে উঠেছে। তার উপরে আলোর রোশনাইয়ে এতো সুন্দর লাগছিলো যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মণ্ডপে অন্দরে ঢুকতেই বেশ কিছুটা সময় লেগে গেলো।

PXL_20231019_171353719_copy_1209x907.jpg

PXL_20231019_171304926_copy_907x1209.jpg

PXL_20231019_171256820_copy_1209x907.jpg

PXL_20231019_171744391_copy_1209x907.jpg

মণ্ডপের অন্দরের কাজ এতটাই নিখুঁত যে সত্যিকারের শ্রী রাম মন্দির বলেই ধারণা হবে। মণ্ডপের কারুকার্য সাথে আলোকসজ্জার মিশেলে কলকাতার বসেই শ্রী রাম মন্দির দেখে নিলাম। আহা! আলো ঝলমলে মণ্ডপে ভগবান শ্রী রামের অকাল বোধনে সারা দিয়ে ধরাধামে অবতীর্ণ হওয়া স্বয়ং মহিষাসুরমর্দিনী মা দুর্গা।

PXL_20231019_171719696_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 7 months ago 

দাদা এতো সুন্দর আয়োজন দেখতে তো প্রচুর মানুষ যাবেই, আর সেজন্য এতো ভিড় হওয়াটা স্বাভাবিক। তাদের লাইটিং, প্রতিমা এবং সম্পূর্ণ আয়োজন এককথায় দুর্দান্ত হয়েছে। সব মিলিয়ে বেশ উপভোগ করালাম সম্পূর্ণ পোস্টটি। যাইহোক সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন দাদা। ফটোগ্রাফি গুলো একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67079.94
ETH 3266.85
USDT 1.00
SBD 2.64