হাতিবাগানের রথ
নমস্কার বন্ধুরা,
গত বছরের রথের দিনের তুলনায় এ বছরের রথের দিন আমার জন্য একদমই অন্যরকম ছিল। যেখানে গত বছরে রথের দিনে আমি এক অত্যন্ত নামকরা মন্দিরের রথের মেলায় গিয়েছিলাম সেখানে যেমন দেখার মতো রথ তেমনি ছিল রথ দেখার জন্য মানুষের ভিড়। তাছাড়া যে জিনিসটা বিশেষ করে আমার নজর কেড়েছিল তা হল রথের মেলা। একদিনের জন্য যে এত বড় অস্থায়ী মেলা বসতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না।
যাক বিগত বছরে অন্যরকম ভাবে কাটলেও এ বছরের রথের মেলাটা কাটলো শহর কলকাতায় এবং সারাদিন ব্যস্ততার মাঝে। কলকাতার এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের বহু জায়গাতেই অনেকগুলো বড় বড় রথ টানা হয়। তার পাশাপাশি হয় কদিন জুড়ে রথের মেলা। সেসব জায়গায় যাওয়ার সুযোগ হবে না তাই বেরিয়ে পড়েছিলাম হাতিবাগানের দিকটায়।
আসলে হাতিবাগানের কাছে পিঠে বেশ কিছু সংগঠন রয়েছে যারা বেশ কয়েকটা রথ টানেন এবং তাদের রথ আয়তন যথেষ্ট বড় হয় তার সাথে তারা যেটা করেন তা হলো বিভিন্ন ধরনের পথ চলতি সাংস্কৃতিক অনুষ্ঠান। যখন পৌঁছালাম পুরো হাতিবাগানের রাস্তাটাই ছিল রথের জন্য আটকানো। সেখানেই দাঁড়িয়ে আছি হঠাৎ করে একদল ভিড় যেন কোথা থেকে চলে এলো তার সাথে সাথে এলেন, জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম।
সেই রথ যাওয়ার পরে আরো আর একখানি রথ দেখতে পেলাম যেটার আয়তনে আরো বড় ছিল এবং সেই সাথে মানুষের প্রচুর ভিড়। রথের দড়ি ধরবার জন্য রীতিমতো হুড়োহুড়ি।
সবকিছুর মাঝে বাচ্চাদের হাতে ছোট ছোট রথ যা আরো সুন্দর আবহাওয়া তৈরি করেছিল।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আসলেই দাদা এ ধরনের রথের মেলা ভ্রমন করার মজাই আলাদা। আমাদের এদিকে এ ধরনের মেলা হয় না যার কারণে আমরা দারুণভাবে এই ধরনের রথের মেলা মিস করি। আসলে এ ধরনের ধর্মীয় উৎসবগুলো সকল মানুষই অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করে। যাহোক, অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।