পুজো পরিক্রমা ২০২৩ : বালিগঞ্জ সমাজ সেবী সংঘ

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা,

দুর্গাপুজো বর্তমানে শুধুমাত্র একটি ধার্মিক উৎসবে থেমে নেই। পাঁচ দিন ধরে চলা বাঙালির সবচেয়ে বড় উৎসব আজ ধার্মিক মাহাত্যের সাথে এক বিশাল আর্থিক কর্মযজ্ঞ হয়ে উঠেছে। পুজোর সাথে যে আর্থিক দিকটা জড়িয়ে আছে সেটাকে মাথায় রেখে বালিগঞ্জ সমাজ সেবী সংঘ এবারে তাদের থিম সাজিয়েছে। মা দুর্গার হাত ধরে বাঙালির যে বিশাল অংশ আর্থিকভাবে সহায়তা পাচ্ছে সেই দিকটাকে তুলে ধরে ৭৮ বছরে পদার্পণ করা ঐতিহ্যশালী বালিগঞ্জ সমাজ সেবী সংঘের পুজোর থিম "শ্রী শ্রী দুর্গা সহায়"।

PXL_20231018_195453793_copy_1093x712.jpg

PXL_20231018_195526104_copy_1209x907.jpg

বেশ কয়েক বছর পিছিয়ে গেলে জানা যায় সেই সময় দুর্গাপূজো শুধুমাত্র আর্থিকভাবে সচ্ছল মানুষদের মধ্যে দেখা যেতো। যেটা ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সাথে সাথে বারোয়ারি রূপ নেয়। বারোয়ারি পুজোর হাত ধরে দুর্গাপুজো ছড়িয়ে পড়ে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে। বর্তমানে যা সারা বিশ্বে বাঙালির হাত ধরে ছড়িয়ে পড়েছে। আর এই বিশাল ধার্মিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক প্যারালাল অর্থনীতি যা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে ও শিল্পীদের কর্মসংস্থান জুগিয়েছে। মা দুর্গা আজ শুধু ধার্মিক ভাবে আমাদের কাছে পূজনীয় নন তিনি আর্থিকভাবেও এক স্তরের মানুষকে কর্মসংস্থান জুগিয়েছেন। সেই ভাবনা নিয়েই এবারের বালিগঞ্জ সমাজ সেবী সংঘের পুজো "শ্রী শ্রী দুর্গা সহায়"।

PXL_20231018_195556858_copy_1209x907.jpg

শিবমন্দির সার্বজনীনের পুজো পরিক্রমা শেষ করে বেশ অনেকটা হেঁটে বালিগঞ্জের মধ্যিখানে পৌঁছে গেলাম। বালিগঞ্জে পৌঁছে গুটি গুটি সমাজ সেবী সংঘের পুজোতে ঢুকে পড়লাম। পুজোর সাথে অর্থনীতির যে ভাগটা চক্রাকারে জড়িত আছে সেটা বোঝানোর চেষ্টা মণ্ডপ সজ্জাতে। পুজো আসলেই আমরা সকলেই নানা ধরনের জামাকাপড় জিনিসপত্র কেনাকাটা করি সেই দিকটা তুলে ধরা হয়েছে।

PXL_20231018_195624726_copy_1209x907.jpg

মন্ডপে ঢুকে দেখতে পেলাম মন্ডপটিকে আরো দুটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে মাটি দিয়ে বানানো ছোট ছোট সমাজের অর্থ সামাজিক দিক তুলে ধরা হয়েছে যা আমাদের পুজোর অর্থনীতির সাথে জড়িয়ে। তার ঠিক পাশে আরেকখানা স্ট্যান্ড তৈরি করা হয়েছে যেখানে ভারতের ৫০০ টাকার অনুকরণে অনেকগুলো নোট সাজানো, সেই নোটে সমাজের নানান স্তরের মানুষের মুখের ছবি সাঁটানো।

PXL_20231018_195634182_copy_1209x907.jpg

PXL_20231018_195612241_copy_1209x907.jpg

ধীরে ধীরে ঢুকে পড়লাম মন্ডপের গর্ভগৃহে যেখানে স্বয়ং মা দুর্গা বিরাজ করছেন।

PXL_20231018_195656235_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 11 months ago 

আসলেই দূর্গা পূজার সময় বাঙালিরা প্রচুর আনন্দ করে থাকে। তবে দূর্গা পূজা উপলক্ষে এতো এতো আয়োজন করতে প্রচুর টাকা ব্যয় হয়। যাইহোক বালিগঞ্জ সমাজ সেবী সংঘের পূজার থিম শ্রী শ্রী দূর্গা সহায়, এটা দারুণ লেগেছে আমার। এককথায় দুর্দান্ত আয়োজন করেছে তারা। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 11 months ago (edited)

বালিগঞ্জ সমাজ সেবী সংঘের পুজোপরিক্রমায় আজ আপনি বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন দেখছি। সেই সাথে দারুন করে পুজোর যাবতীয় বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। দারুন লাগলো আপার আজকের পুজোর পোস্টটি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75924.44
ETH 2901.21
USDT 1.00
SBD 2.67