এক বিরল ঘটনা

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

ট্রেনে সেদিন অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়ে রইলাম। যা বৰ্তমান সময়ে খুবই কম দেখা গেলেও প্রয়োজন খুব বেশি। সহজ ভাবে ঘটনাটা বলি। লোকাল ট্রেনে চেপে আমি এক জায়গায় কাজে যাচ্ছিলাম। যাত্রা বেশ দূরে, তা ঘন্টা দুয়েক লাগবে আমার গন্তব্যে পৌঁছতে। কলকাতাতে লোকাল ট্রেনের একটা বিষয় হলো প্রচুর হকাররা সমস্ত ধরনের জিনিসপত্র নিয়ে বিক্রি করতে ওঠেন। সে আপনি খাবার-দাবার, শাড়ি, মেয়েদের প্রসাধনের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছুই পাবেন। মূলত পুরুষেরদের হাতেই এই হকারের কাজকর্মগুলো তবে ইদানিং বেশ কিছু মহিলা বিশেষ করে বৃদ্ধা হকার এর কাজকর্ম করছেন। এমনই এক ঠাকুরমার বয়সী মানুষ চালের পাপড় বিক্রি করছিলেন। আমি তো আবার ভাজা বিশেষ একটা খাই না তবুও তাকে দেখে দুটো চালের পাপড় নিয়ে নিলাম দাম বেশি না মাত্র ৫ টাকা।

hands-gcff900f7b_1280.png

Copyright free Image Pixabay

ঘটনা হলো এক জংশনে গিয়ে যখন ট্রেনটা দাঁড়িয়ে পড়লো। সুযোগ বুঝে সেই ঠাকুরমাটাও আমাদের ট্রেনের বগি থেকে নেমে পড়লেন। জানলা দিয়ে তখন আমার পাশে বসে কাকুটি ঠাকুরমার কাছে একটা পাপড় কিনতে চাইলেন, হাতে ৫০ টাকা। ঠাকুরমাটি সেটা দেখে আগেই বলে দিলেন 5 টাকার জন্য ৫০ টাকার খুচরো উনি দিতে পারবেন না। লোকটি তবুও জোড়াজড়ি করে পাঁপড় নিলেন, একটি মাত্রই পাপড়। তারপর ঠাকুর মার হাতে ৫০টি টাকা দিয়ে উনি বললেন পুরোটাই রেখে দিতে।

pexels-lalesh-aldarwish-167964.jpg

Copyright free Image Pexels

ঘটনাক্রম দেখে আমি একটু হকচকেই গেলাম। আসলে ইদানিং সময়ে লোকাল ট্রেনের যাত্রীরা যে এরকম কাজ করতে পারেন সেটা আমার জন্যই একদমই নতুন। সারাক্ষণ মানুষের অমানবিক দৃষ্টান্তগুলো চোখের সামনে উঠলেও চোখের সামনে ঘটে যাওয়া ছোট এই মানবিক দিকের ঝলক পেয়ে আশ্চর্য হলাম সাথে ভালোও লাগলো।

ট্রেন ছেড়ে দিল তবে এক অদ্ভুত ভালো লাগার রেশ নিয়ে আমি এগোলাম। জানিনা আবার কবে এমন দৃষ্টান্তের সম্মুখীন হবো তবে হ্যাঁ যা দেখলাম বেশ ভালো লাগলো।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 last year 

সেই লোকটি সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। তাই তো সেই বৃদ্ধাকে সাহায্য করতে চেয়েছিলেন। আসলে বৃদ্ধ বয়সেও অনেককে নিজের খরচ যোগাতে হয়। নিজের উপার্জনের টাকা দিয়ে চলতে হয়। এসব দৃশ্য সত্যি খুব কম দেখা যায়। ভালো লাগলো দাদা আপনার পোস্ট পড়ে।

 last year 

এসব তো আর দেখা যায় না। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো স্বাভাবিক হলেও বর্তমান সময়ে তা খুবই বিরল হয়ে চলেছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62339.62
ETH 2444.37
USDT 1.00
SBD 2.62