জয় দিয়ে শুরু ভারতের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ অভিযানsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার বন্ধুরা,

জয় দিয়ে শুরু হল ক্রিকেট বিশ্ব কাপ ২০২৩ পর্বে ভারতের যাত্রা। যদিও দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ নড়বড়েই ছিল। শুরুর কয়েক ওভার মনে হচ্ছিলো ভারত অস্ট্রেলিয়ার করা ১৯৯ রানটা তুলতে পারবে কিনা। শেষমেষ ছয় দিয়ে ভারতের জেতার রানটা আসে।

Cric_.png

Image Credit : Star Sports

ভারত ও অস্ট্রেলিয়ার কাছে আজ ছিল ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর প্রথম ম্যাচ। খেলা ছিল চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। মাঠ ভর্তি দর্শকের মাঝে টসে জিতে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিনস ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা দারুন করে ভারত। তৃতীয় ওভারে বুমরার বলে স্লিপে অসাধারণ একটা ক্যাচ ধরে কোহলি অস্ট্রেলিয়ার ওপেনার মিচেল মার্সকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। প্রথম উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের হাল শক্ত হাতে চেপে ধরে ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ১৭ তম ওভারে কুলদীপ যাদবের বলে ওয়ার্নার আউট হতেই ম্যাচের কিছুটা স্থিতি বদলায়। রানের গতিবেগ অনেক কমে যায়। স্মিথ ও লেবাসন জুটি বাঁধলেও রানের গতি বাড়াতে পারেনি। ২৭ তম ওভারে জুটি ভেঙে দেয় রবীন্দ্র জাদেজার বল। তারপর ২৯ তম ওভারে পর পর দুই উইকেট পেয়ে জাদেজা রীতিমতো অস্ট্রেলিয়াকে বেকায়দায় ফেলে দেয়। পর পর বিরতিতে উইকেট পতনের জন্য অস্ট্রেলিয়ার রানের গতি কমতেই থাকে। ১৫০ রানের ভিতরে ৭ উইকেট চলে যায় অস্ট্রেলিয়ার। একসময় মনে হচ্ছিলো ২০০ রান পেরোতে পারবে কিনা। শেষ মুহূর্তে স্টার্কের ২৮ রান অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরার প্রয়োজনীয় অক্সিজেন জোটায়। ৫০ তম ওভার শেষ হওয়ার আগেই ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

ব্যাটিং বিপর্যয় হলেও দ্বিতীয় ইনিংসে বল নিয়ে শুরুটা দারুন করে অস্ট্রেলিয়া। লড়াই ছাড়া তারাও যে ম্যাচ হাতছাড়া করতে রাজি নয় সেটা প্রথম ওভারে ঈশান কিশানকে শূন্য রানে প্যাভিলিয়নে পাঠিয়ে বুঝিয়ে দেয়। তারপর দ্বিতীয় ওভারে রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ারের উইকেট পড়ে গেলে ভারত এক সময় ২ রানে ৩ উইকেট হয়ে যায়। তারপর শুরু হয় বিরাট কোহলি ও কেএল রাহুলের পাহাড় প্রমাণ টার্গেটের দিকে এগিয়ে যাওয়ার যুদ্ধ। সপ্তম ওভারে হেজেল উডের বলে কোহলির ক্যাচ মিস করে মিচেল মার্স, কোহলি তখন ১২ রানে।

Cric_2.png

Image Credit : Star Sports

প্রথম দশ ওভার ভারতের খাতায় আসে মাত্র ২৭ রান। খেলার পরিস্থিতিযতে বদল আসে পরের দশ ওভারে যখন ভারত রানের খাতায় আরো উইকেটে না হারিয়ে ৫৩ রান জুড়ে নেয়। অস্ট্রেলিয়ার বোলিংয়ে তারপর পেসাররা ফিরে আসার সাথে সাথে ভারতে রানের গতি একটু কমতে থাকে। যদিও ৩০ তম ওভার পেরোতেই বিরাট কোহলি ও কে এল রাহুল জুটি চালিয়ে খেলা শুরু করে। চালিয়ে খেলতে গিয়ে ৩৮ তম ওভারে হেজেল উডের বলে কোহলি (৮৫ রান) উইকেট দিয়ে বসে ততক্ষণে ভারত যথেষ্ট শক্ত পজিশন চলে এসেছে। স্কোরবোর্ডে ১৬৭ রানে ৪ উইকেট।

Cric_4.png

Image Credit : Star Sports

কোহলির উইকেটে চলে যাওয়ার পরে হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামে। তারপর প্রথম কয়েকটা বল মেপে খেললেও ৪০ তম ওভারে ছক্কা মেরে হার্দিক পান্ডিয়া বুঝিয়ে দেয় যে ভারত তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে নিতে চায়। তখন স্কোর ১৮২ রানে ৪ উইকেট। ভারত জেতার থেকে মাত্র ১৯ রান দূরে ছিলো। ম্যাক্সওয়েলের ৪১ তম ওভারে কে এল রাহুল ছয় ও চার মারতেই ভারত আরো এগিয়ে আসে লক্ষ্যের কাছে। ৪২ তম ওভারে রাহুলের ব্যাট থেকে আরেকটা ছয় যেতেই ভারত প্রয়োজনীয় ১৯৯ রান করে ফেলে। জিতে নেয় বিশ্বকাপ ২০২৩ এর প্রথম ম্যাচ।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 10 months ago 

সত্যি সেদিন ভারতের জয়টা নিঃসন্দেহে একটি স্মরণীয় যায়। বিশেষ করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে লোকেশ রাহুল এবং বিরাট কোহলি যেভাবে ভারতকে জয় এনে দিয়েছে এটা নিঃসন্দেহে মনে রাখার মতো। অনেক অনেক শুভকামনা রইল আমার প্রিয় টিম ইন্ডিয়ার জন্য।

 10 months ago 

হট ফেভারিট দল গুলোর মধ্যে ভারত অন্যতম এবারের বিশ্বকাপে।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে।
আশা করছি এবার অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে।
গতকালকের ম্যাচটা খুব ভালো উপভোগ করেছি।

 10 months ago 

অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি। প্রথমে ভেবেছিলাম অস্ট্রেলিয়া ভালো ব্যাটিং করে ২৮০-৩০০ রান করবে। ম্যাচটি ফাইটিং হবে এবং বেশ উপভোগ করতে পারবো। কিন্তু শেষ পর্যন্ত ১৯৯ রানে অলআউট। তবে ইন্ডিয়া যখন ব্যাট করতে নেমেছিল তখন তো ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথমেই তিন উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। বিরাট কোহলির ক্যাচটি মার্শ নিতে পারলে হয়তো খেলার পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারতো। যাইহোক অবশেষে কোনো দুর্ঘটনা ঘটেনি। কোহলি এবং রাহুল চমৎকার ব্যাটিং করে। তবে রাহুল আর ৩ রান করতে পারলে সেঞ্চুরি হয়ে যেতো। যাইহোক রাহুল ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। সবমিলিয়ে লো স্কোরিং ম্যাচ হলেও বেশ উপভোগ করেছি। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

গত কালকের খেলা ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচ বেশ ভালোভাবে উপভোগ করেছিলাম। অস্ট্রেলিয়া প্রথম থেকে ভারতের কাছে বেশ চাপে থাকে। অবশেষে অস্ট্রেলিয়ার ব্যাটিং ১৯৯ রানে গুটিয়ে পড়ে ভারতের বোলিংয়ের সামনে। অবশেষে ভারত যখন ব্যাটিংয়ে আসে রোহিত শর্মা যখন ০ রানে আউট হয় সত্যি আমি হতাশ হয়ে ছিলাম। পরপর তিন উইকেট হারিয়ে ভারত দেশ চাপে পড়ে যায়। অবশেষে বিরাট কোহলি ও কে এল রাহুল খেলা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। অবশেষে বিরাট কোহলির ৮৫ রানের ইনিংস টা আমার কাছে বেশ ভালো লেগেছিল। অবশেষে প্রথম ম্যাচে ভারত জয় তুলে নেয়। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি খেলা শেয়ার করার জন্য।

 10 months ago 

আসলে দাদা খেলা তেমন একটা দেখা হয় না। তবে এটা জেনে খুব ভালো লাগলো জয় দিয়েই শুরু ভারতের ক্রিকেট বিশ্বকাপ।অনেক অনেক শুভকামনা রইল পুরো টিমের জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 10 months ago 

দাদা আজকের ম্যাচটা ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিলো। ভারতের বলার রা ভালো করলেও টপ অর্ডারের ব্যাটম্যানদের ভুলের কারণে অনেকটা চাপে পড়তে হয়েছিল দলকে। তারপরেও বিরাট কোহলি আর লোকেশ রাহুল দুর্দান্ত ম্যাচ খেলে ভারতকে জিতিয়ে নিয়েছে। লোকের রাহুলের সেঞ্চুরি হলে ভালো হতো। ভারত এবারের ক্রিকেট বিশ্বকাপের বড় একটি দাবিদার দল। এখন শেষ পর্যন্ত দেখা যাক ভারত ক্রিকেট টিম বিশ্বকাপ নিতে পারে কিনা!

 10 months ago 

ভারতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসলে দাদা খেলা তেমন একটা দেখা হয় না। তাই এই ম্যাচটিও দেখা হয়নি। ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবসময় ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করছি।

 10 months ago 

ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচটি দারুন ছিল। বিজয়ের মধ্য দিয়ে ভারত নিজের ঐতিহ্য ধরে রেখেছে। বিরাট আর রাহুলের পার্টনারশিপ আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারা কিন্তু বেশ ভালো খেলেছে। সবার ভালো পারফরমেন্স ভারতের বিজয় এনে দিয়েছে। দাদা আপনার অনুভূতি জেনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43