শয্যাসায়ী অবস্থা কাটিয়ে // ১০% লাজুক 🦊-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসলে বাংলাদেশের কিছু অঞ্চলের বন্যা পরিস্থিতি দেখে খুবই চিন্তায় আছি। এই দুর্যোগ পূর্ণ দিনে আপনাদের সকলের সুস্থতা কামনা করছি।

আদপে আমিও খুব অসুস্থ। অনেকে হয়তো খেয়াল করেননি যে বিগত এক সপ্তাহ ধরে "আমার বাংলা ব্লগে" আমার অনুপস্থিতি। আসলে বর্ষপূর্তি অনুষ্ঠানের পর দিন হঠাৎ করেই আমার শরীরটা খুব খারাপ হয়ে যায় তারপর থেকে আমি প্রায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছি। আজকে যে পোস্ট লিখছি সেটাও অনেক দুর্বলতা নিয়েই। অনেক চিন্তা ভাবনার পরেও শরীর খারাপের মূল কারণটা ঠাহর করতে পারছি না। হয়তো মাত্রাতিরিক্ত গরমের ফলে বাজে ধরণের ডিহাইড্রেশন হয়েছে।

টানা চারদিন বাড়িতে আটকে থাকার পর কিছুতেই বাড়িতে মন টিকতে চাইছিলো না। তাছাড়া সোমবার থেকে লিটার লিটার নুন-চিনির জল খাওয়ার পরেও কিছুতেই মুশকিল আসান হচ্ছে না, সেজন্য বাধ্য হয়েই ঘর থেকে বেরিয়ে পড়লাম। মনে অনেক আশা নিয়ে। বাইরের হাওয়া লাগলে যদি শরীরটা ভালো লাগে। আর বেরোনোর আগে কিছু পেন্ডিং বিল গুছিয়ে রাখলাম। শরীর ভালো হওয়ার পাশাপাশি বাড়ির কিছু বিল জমা দিয়ে দেবো, এক ঢিলে দুই পাখি।

যত আশা নিয়ে ঘর থেকে বেরোলাম তা যেন নিমেষেই উবে গেলো। ঘর ছেড়ে নীচে নামতেই দরদর করে ঘামতে শুরু করলাম। আমি রাস্তায় বেরোতেই আকাশের মেঘ সরে রোদ বেরিয়ে এলো, যেন আমার সাথে বিশেষ শত্রুতা আছে। ভাগ্যিস ছাতা ছিলো! ছাতা মাথায় দিয়ে টুকুটক করে ইলেক্ট্রিসিটি আপিসে দিকে পা বাড়ালাম। দু পা এগোতেই খেয়াল হলো, আমি তো বিল গুলোই সঙ্গে করে আনিনি। আবার ফিরলাম বাড়িতে। টেবিলের উপর সুন্দর ভাবে গুছিয়ে রাখা বিলগুলো হাতে নিয়ে ইলেক্ট্রিসিটি অফিসের দিকে সোজা হাঁটা দিলাম।

পৌঁছে দেখি বিলের কাউন্টার পুরো ফাঁকা। হাঁফাতে হাঁফাতে বিল জমা দিয়ে দিলাম। নিমেষের মধ্যে বিল জমা হয়েও গেলো।

ইলেক্ট্রিকের বিল জমা দিয়ে আবার হাঁটা দিলাম। আমার নতুন গন্তব্য ব্যাংক। কিছু চেক জমা দেওয়ার ছিলো। মনে মনে অল্প ভয় ছিলো, ব্যাংকের ভীড় নিয়ে। কিন্তু ব্যাংকে পৌঁছে বেশ অবাকই হলাম, দেখি আমি ছাড়া আর মাত্র দু চারজন ব্যাংকে আছি।

পটাপট চেকগুলো চেক বাক্সে চালান করে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম।





Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আসলেই এই কদিন আপনার পোস্ট পাচ্ছিনা দাদা খুবই অসুস্থ মনে হচ্ছে। আপনি তবে আপনি যে খাবারগুলো খেলে আসলে দুর্বলতা দূর হয় সেই খাবারগুলো খাওয়া উচিত দাদা খেয়ে দেখবেন দাদা।

 2 years ago 

দোয়া করি,যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।আসলে,শরীর ভালো না থাকলে কোনো কাজই ভালো লাগেনা।
ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন।

 2 years ago 

দাদা দ্রুত আপনার সুস্থতা কামনা করছি। ডিহাইড্রেশনের সমস্যা কাটিয়ে উঠতে খাবার স্যালাইন তো খেতেই হবে। কিন্তু এই সময় যদি আখের রস খেতে পারতেন তাহলে আরো বেশি কাজে দিত। এত অসুস্থতার মাঝেও বাড়ির গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। আপনার মনের জোর দেখে আমিও কিছু শিখলাম। ভালো থাকবেন।

 2 years ago 

বর্ষপূর্তির পরের দিন থেকে প্রায় এক সপ্তাহ আমিও কাজ করতে পারিনি, নেটওয়ার্কের বাইরে থাকায়। সে সঙ্গে কিছু পারিবারিক ঝামেলাও ছিল। তাই আপনার অনুপস্থিতি লক্ষ করতে পারিনি। যাইহোক আশা করি খুব শীঘ্রই অসুস্থতা কাটিয়ে উঠবেন। আর ভাগ্য ভালোই বলতে হবে যে বিলগুলো লাইনে দাঁড়ানো ছাড়াই কোনরকম ঝামেলা বিহীন ভাবে দিতে পেরেছেন। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

প্রকৃতি আপনার সাথে নানান ধরনের খেলা খেলেও আপনাকে এই শেষ পর্যন্ত ভালোই সুবিধা দিয়েছে। এটা অবশ্য উপরওয়ালার কৃপা বলা যায়। তবে দীর্ঘদিন শারীরিক অসুস্থতা জেনে খুবই খারাপ লাগছে এবং মনে মনে খুব মিস করেছি কেন জানি দাদাকে কোথাও পাচ্ছি না। তবে এত অসুস্থতার কারণ টা কি সেটা কিন্তু আপনি নিজেও বলতে পারছেন না। অবশ্য অতিরিক্ত গরমের কারণে হয়ত এমনটা হয়েছে এবং শরীর দুর্বলতার নিয়ে বাইরে যাওয়া বের হওয়ায় শেষ পর্যন্ত আবার এসে এই বিলের কাগজ নিয়ে যাওয়া সত্যিই একটু অবাক লাগছিল। মনে করেছিলাম হয়তো আরও খারাপ কিছু অপেক্ষা করছে। পরবর্তী দেখলাম যেন সবকিছু ভালোভাবে হয়ে গেল। আমাদের সাথে আপনার অসুস্থ শরীর নিয়ে অনুভূতি গুলো শেয়ার করার জন্য, আপনারা আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা অবিরাম।

 2 years ago 

আশা করছি একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আসলে আজকাল চারিদিকে একই অবস্থা দেখা যাচ্ছে।

 2 years ago 

ভাইয়া আপনি দোয়া করি সৃষ্টিকর্তা আপনাকে যেন দ্রুত আরোগ্য দান করেন। আমি আশা করি আপনি খুব শীঘ্রই সার্বিক সুস্থতা লাভ করে আমাদের মাঝে উপস্থিত হবেন। প্রিয় দাদা আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56890.04
ETH 2356.22
USDT 1.00
SBD 2.39