পুজো পরিক্রমা ২০২৩ : দমদম পার্ক তরুণ সংঘ

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার বন্ধুরা,

প্রকৃতি আমাদের মায়ের রূপ। প্রকৃতির দেওয়া জল, মাটি, খাদ্য শস্য সবকিছু আমাদের বেড়ে ওঠা শক্তি দেয়। প্রত্যেক মা যেমন ভাবে জন্মের পর তার শিশুকে আগলে রেখে লালন পালন করে তেমনি মায়ের আরেক স্বরূপ প্রকৃতি আমাদের জন্মের পর থেকেই আগলে আমাদের সব রকম চাহিদা পূরণ করে পালন পালন করে। আবার সময়ের সাথে সাথে আমরা সেই প্রকৃতি মায়ের কোলে মিশে যাই। জগতজননী মা দুর্গার সাথে প্রকৃতির যে মেলবন্ধন, সেই ভাবনাকে নিয়ে এবারের দমদম পার্ক তরুণ সংঘের থিম, "সম্পর্ক"।

PXL_20231019_212631121_copy_1209x907.jpg

PXL_20231019_212642944_copy_1209x907.jpg

দমদম পার্ক তরুণ সংঘের প্রতিষ্ঠা ১৯৫৮ সালে হলেও আরো ২৮ বছর পরে ১৯৮৬ সাল থেকে শুরু হয় তাদের দুর্গাপুজোর যাত্রা। তাই বলা চলে দমদম পার্ক তরুণ সংঘের পুজো তাদের নামের মতোই 'তরুণ'। ৩৭ বছরে পদার্পণ করা তরুণ সংঘের এবারের পুজোর ভাবনা ঈশ্বর, প্রকৃতি ও মানুষের মধ্যের যে নিবিড় 'সম্পর্ক' তাকে ঘিরে। ঈশ্বর ও প্রকৃতির উপর ভিত্তি করে আমাদের গোটা মানব সভ্যতাকে এগিয়ে চলেছে সেই বিষয়টাই ফুটিয়ে তোলা হয়েছে দমদম পার্ক তরুণ সংঘের পুজোতে।

PXL_20231019_214946275_copy_1209x907.jpg

PXL_20231019_215013025_copy_1209x907.jpg

দমদম পার্ক তরুণ সংঘের পুজো দেখে আমার পঞ্চমীর রাতের পুজো পরিক্রমা শেষ হয়। ভারত চক্রের অনন্য মন্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমা দেখে সোজা পৌঁছে গেলাম দমদম পার্ক তরুণ সংঘের পুজোতে। প্রায় মিনিট কুড়ি লাইনে দাড়িয়ে তবে সুযোগ পেলাম মূল মণ্ডপে প্রবেশ করার। দমদম পার্ক তরুণ সংঘের পুরো মন্ডটা তৈরি হয়েছে নানান প্রাকৃতিক উপাদান দিয়ে। প্রকৃতি মায়ের নানা উপাদান ও ঈশ্বরিক আধ্যাত্মিকতা দুইয়ের মিশেলে মণ্ডপ সজ্জা ফুটে উঠেছে। মণ্ডপের প্রতিটা অংশই তৈরী হয়েছে প্রাকৃতিক উপকরণ দিয়ে। সুতো, বাঁশ, মাটির কলসি, মাটির কারুকার্য, কাঠ, খড় প্রভৃতি প্রাকৃতিক বস্তু দিয়েই পুরো মণ্ডপ গড়ে তোলা হয়েছে। যা পুজোর ভাবনার সাথে মিলে যায়। প্রকৃতি মা অজস্র উপাদান দিয়ে আমাদের জীবন গড়ে তুলেছে, মানব সভ্যতার প্রতি স্তরে রয়েছে তার অবদান।

PXL_20231019_215319849_copy_907x1209.jpg

PXL_20231019_215206129_copy_1209x907.jpg

PXL_20231019_215029531_copy_1209x907.jpg

মণ্ডপের ঠিক মাঝে বিরাজিত জগতজননী মা দুর্গা। প্রকৃতি মাতৃকা ছাড়া যেমন মানব সভ্যতার অস্তিত্ব সম্ভবপর নয়, ঠিক তেমনিই জগতজননী মা দুর্গার আশীর্বাদ ছাড়া আমাদের জীবনের কোনো অর্থ নেই।

PXL_20231019_215240353_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 6 months ago 

দাদা নমস্কার,
দাদা সবচেয়ে ভালো লাগলো দমদম তরুন সংঘ নামটি সত্যি দারুন ৷ প্রায় ৩৭ বছর ধরে চলছে পুজোর প্রক্রিয়া যেটা শুনে আরো ভালো লাগলো ৷ সেই সাথে পুজোর মুহূর্তে তোলা ফটোগ্রাফি গুলো অসাধারন ছিল ৷ আমি মুগ্ধ চোখে দেখছিলাম ৷

 6 months ago 

দাদা দমদম পার্ক তরুণ সংঘের থিমের সাথে তাদের সম্পূর্ণ আয়োজন একেবারে পারফেক্ট হয়েছে। একেবারে প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে পুরো মন্ডপটি সাজানো হয়েছে, সেজন্য দেখতে আরো বেশি ভালো লাগছে। প্রতিটি ফটোগ্রাফি দারুণ ভাবে ক্যাপচার করেছেন দাদা। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম সম্পূর্ণ পোস্টটি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58752.84
ETH 3153.55
USDT 1.00
SBD 2.44