চললাম বাড়ি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

বাড়ির পথে ফের দুমাস পর। আমার যেমন কলকাতা আসাটা আকস্মিক ভাবে হয় এবারে আমার বাড়ি যাওয়াটাও তেমনভাবে আকস্মিক ছিল। যাওয়ার আগের দিন সকালবেলায় তৎকালে ট্রেনের টিকিট পাওয়ার পরেই যাওয়াটা মূলত স্থির হয়। আদবে আমাদের রাজ্যে পঞ্চায়েত ভোট। পাঁচ বছরে পরপর ভোট আসে তাই ভোটটা না দিলেই নয় কারণ গণতন্ত্রে এটাই হাতিয়ার আমার মতো সাধারণ নাগরিকের কাছে। সেই সুবাদে আমার আরো বাড়ি যাওয়া।

PXL_20230706_215301793_copy_1209x907.jpg

উৎকণ্ঠা ছিলো অনেকই কারণ ট্রেনের তৎকাল টিকিট পাওয়া অনেকটা ডুমুরের ফুল দেখার মতন। রীতিমতো ঝামেলা করতে হয়। টিকিট কাটার জন্য মিনিট পাঁচে আগে থেকে হাতে মোবাইলটা নিয়ে বসে থাকতে হয়। বেলা এগারোটা বাজলেই টিকিট কাটার প্রথম পাঁচ মিনিট তো অ্যপলিকাশন চলার নামই নেয় না। অনেক হেস্তনস্ত করে কোনক্রমে টিকিট টা হল তখনই বুধবার সকালে বাজলো গেল আমার বাড়ি যাওয়ার ঘন্টা।

বৃহস্পতিবার রাতে কিছু জিনিসপত্র কেনাকাটা করে তবেই আমি বাড়ির পথে রওনা হলাম। সেজন্য গিয়েছিলাম কলেজ স্ট্রিটের খুব কাছেই। সেখান থেকে রাত্রে যখন স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম তখন ফাঁকা কলেজ স্ট্রিটের মাঝখান দিয়ে আসছিলাম এ যেন এক অন্যরকম কলেজপাড়া। যেখানে দিনের বেলায় তিল ধারণের জায়গা থাকে না।

PXL_20230706_213411806_copy_1209x907.jpg

বেশ কিছুটা রাস্তা হেঁটে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। পৃথিবীর অন্যতম ব্যস্ততম স্টেশনের মধ্যে একটি। স্টেশন পৌঁছেই হাজারো মানুষ কাটিয়ে চলতে থাকলাম আমার ট্রেনের পানে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের সামনে পৌঁছে গেলাম। তবে টিকিটের মেসেজটি ঠিকভাবে না দেখে প্রথমে ভুল কামড়ায় উঠে পড়লাম। তারপর যখন দেখলাম সেখানে আগে থেকেই একজন মানুষ সটান শুয়ে আছেন তাই ফের টিকিট দেখে আমার নির্ধারিত কামরায় চলে গেলাম।

PXL_20230706_215613678_copy_1209x907.jpg

PXL_20230706_220017034_copy_1209x907.jpg

তারপর আর কি করার! আমার ভারী ব্যাগটা সিটে রেখে বসে পড়লাম। শুধু আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই পৌঁছে যাব, বাড়িতে।

PXL_20230706_220529242_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33