পুজো পরিক্রমা ২০২৩ : গড়িয়াহাট সিংহি পার্ক সার্বজনীন

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার বন্ধুরা,

গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিনের বনেদিয়ানার ছোঁয়া মনে লাগিয়ে চলে গেলাম দক্ষিণ কলকাতার আরো এক ঐতিহ্যবাহী দুর্গা পুজো গড়িয়াহাট সিংহি পার্ক সার্বজনীনে। সিংহি পার্কের দুর্গাপুজো এবছরে ৮১ তম বছরে পদার্পণ করলো। দক্ষিণ কলকাতার অত্যন্ত অভিজাত এলাকা ডোভারলেনের পুজো সিংহি পার্ক সার্বজনীন। প্রতিবছরই এখানে থিমের খুব সুন্দর সুন্দর মন্ডপ বানানো হয়, এবছরেও তার ভিন্নতা হয়নি। এবারে তাদের থিম ছিল "নকশি ঘরে পুতুল নাচ"।

PXL_20231018_212234896_copy_1209x907.jpg

PXL_20231018_212242483_copy_1209x907.jpg

এক সময় ছিলো যখন বিভিন্ন মেলায় পুতুল নাচ দেখতে পাওয়া যেতো। পুতুল নাচিয়েরা মেলায় মেলায় ঘুরে পুতুল নাচ দেখাতো। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে তাতে অনেক পরিবর্তন হয়েছে। পুতুল নাচ আমাদের অনেকের ছেলেবেলার স্মৃতির সাথে জড়িত থাকলেও আমরা নতুন প্রজন্মে যারা জন্মেছি তারা কেউই সচক্ষে পুতুল নাচ দেখিনি। বর্তমান যুগের সাথে তাল মেলাতে গিয়ে পুতুল নাচিয়েরাও অতন্ত্য কমে গেছে তেমনি কমেছে পুতুল নাচের চল। গড়িয়াহাট সিংহি পার্ক সার্বজনীনে হারিয়ে যাওয়া এই কলাকেই তুলে ধরার প্রচেষ্টা করেছে।

PXL_20231018_212437006_copy_1209x907.jpg

PXL_20231018_212442946_copy_907x1209.jpg

গড়িয়াহাট একডালিয়া এভারগ্রিনের পুজো দেখে বেরিয়েই তার ঠিক উল্টো পাশের গলি দিয়ে অল্প হেটে যেতেই রাজস্থানি আদলের মণ্ডপটা তৈরি হয়েছে, মূলত যে রাজ্যে পুতুল নাচ এখন দেখতে পাওয়া যায়। মণ্ডপের বাইরে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে আকারে নানান গল্প ফুটিয়ে তোলা হয়েছে। বিকেল থেকে রাত নটা পর্যন্ত ১৫ কিলোমিটারের বেশিহাঁটার জন্য পা যেন আর কিছুতেই চলছিলো না। তবুও ভিড়ের মধ্যে সিংহি পার্কের অসাধারণ আলোকসজ্জা দেখতে দেখতে ঢুকে পড়লাম মূল মন্ডপে।

PXL_20231018_212538061_copy_1209x907.jpg

মূলত মন্ডপের ভেতরেই পুজোর থিম ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপের উপরের দিকটায় অনেক ছোট ছোট পুতুল নাচের ঘর বানানো হয়েছে সেখানে পুতুল গুলোকে লাগানো। যেগুলো সব সময় নড়াচড়া করছে। বুঝলাম কোনো পুতুল নাচিয়ে নয় বরং পুতুলগুলোকে সবসময় চালিয়ে রাখার জন্য মেকানিক্যাল যন্ত্রের ব্যবহার করা হয়েছে। সেটা আমার খুব ভালো লাগলো, নাচিয়ে ছাড়াই পুতুল নাচ।

PXL_20231018_212515798_copy_1209x907.jpg

পুতুল নাচের মণ্ডপ যেমন তৈরি হয়েছে। ঠিক তেমনি মন্ডপে মাঝখানেই রয়েছে মহিষাসুরমর্দিনী মা দুর্গা। সিংহি পার্ক তাদের ঐতিহ্য ধরে রেখে যথারীতি মায়ের প্রতিমাতে বনেদিয়ানা ধরে রেখেছেন। যা রাজস্থানের পুতুল নাচের সাথে মিশে গিয়ে এক অদ্ভুত আবহ তৈরী করেছে।

PXL_20231018_212603587_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 9 months ago 

গড়িয়াহাট সিংহি পার্ক সার্বজনীন পূজা মন্ডপের দুর্গাপূজা উপলক্ষে তাদের থিমের নামটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে দূর্গা পূজা উপলক্ষে পূজার মন্ডপটি খুবই সুন্দরভাবে সাজিয়েছে।সিংহি পার্কের আলোকসজ্জা থেকে মন ভরে গেল। খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago (edited)

যাক তাহলে সিংহি পার্কের দুর্গাপুজো এবছরে ৮১ তম বছরে পদার্পণ করেছে। দাদা প্রতিটি পুজো পর্বে বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করছেন। তবে আগের দিনে মেলাগুলো তে পুতুল নাচ হতো এখন কিন্তু আর পুতুল নাচগুলো দেখা যায় না। তবে এবারের পুজোর ফটোগ্রাফিগুলোও দারুন ছিল।

 9 months ago 

গড়িয়াহাট সিংহি পার্ক সার্বজনীন একেবারে চোখ ধাঁধানো আয়োজন করেছে দেখছি। নকশি ঘরে পুতুল নাচ থিমটা দারুণ লেগেছে। ছোটবেলায় দেখতাম যে প্রায় প্রতিটি মেলায় পুতুল নাচ দেখাতো। তবে এখন আর তেমন একটা দেখা যায় না এসবকিছু। যাইহোক সবমিলিয়ে ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59010.30
ETH 2515.57
USDT 1.00
SBD 2.45