পুজো পরিক্রমা ২০২৩ : মেট্রোপলিটন দুর্গাবাড়িsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

PXL_20231015_183910588_copy_1209x907.jpg

নমস্কার বন্ধুরা,

প্রথমার দিনে বিশেষ কাজে গিয়েছিলাম ইএম বাইপাসের ধারে। কাজ শেষে বাস ধরবো বলে দাঁড়িয়ে অপেক্ষা করছি দেখতে পেলাম রাস্তায় সুন্দর সুন্দর আলোক সজ্জা করা। বুঝলাম আসে পাশে দুর্গাপুজোর আয়োজন হয়েছে। আলোক সজ্জা দেখে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। তাক লাগানো সব পুজোর লাইটিং। লাইটিং পেরিয়ে পুজো প্রাঙ্গণের কাছাকাছি ঢুকতেই আশপাশে সোনাঝুরি হাটের আদলে বেশ কিছু অস্থায়ী দোকান সাজানো। তার সাথে বীরভূমের বিভিন্ন ধরনের হস্তশিল্পের মেলা।

PXL_20231015_184623812_copy_1209x907.jpg

PXL_20231015_184646544_copy_1209x907.jpg

PXL_20231015_184115768_copy_907x1209.jpg

মেলা পেরিয়ে প্যান্ডেল লক্ষ্য করে এগিয়ে গেলাম। মণ্ডপের কাছে গিয়ে বুঝলাম এটা আদপে প্যান্ডেল নয়, মন্দির। যার নাম মেট্রোপলিটন দুর্গাবাড়ি। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দোতলায় চলে গেলাম। সেখানে তখন মা দুর্গার সন্ধ্যা আরতি চলছে। এবং বিশেষ ব্যাপারটি হলো মন্দিরে মা দুর্গার প্রতিমাটি অষ্টধাতুর। মায়ের পাশে থাকা শ্রী গণেশ, মা লক্ষ্মী, মা স্বরস্বতী এবং শ্রী কার্তিক সকলের প্রতিমা অষ্ট ধাতুর।

PXL_20231015_184423146_copy_1209x907.jpg

মেট্রোপলিটন দুর্গাবাড়ির আরেকটি বিশেষত্ব ছিলো। এই মন্দিরে সারাবছর ধরে মা দুর্গার পুজো করা হয়।

PXL_20231015_184024093_copy_1209x907.jpg

মন্দির থেকে বেরিয়ে লক্ষ্য করলাম সোনাঝুরি হাটের পাশাপাশি মণ্ডপের আশপাশে দেওয়ালে খুব সুন্দর পটচিত্র আঁকা। পশ্চিমবঙ্গের লোকশিল্পকে মেট্রোপলিটন দুর্গাবাড়ি পুজোর থিম হিসেবে ব্যবহার করেছে। যদিও এখানে সারা বছরই দুর্গাপূজা হয় তবে আলাদাভাবে পশ্চিমবঙ্গের লোকশিল্পকে তুলে ধরার চিন্তা সত্যিই কুর্নিশ জানাতে হয়।

PXL_20231015_183930084_copy_1209x907.jpg

PXL_20231015_183923534_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 11 months ago 

সাধারণত দূর্গা পূজার পরেই বিসর্জন দেওয়া হয়। কিন্তু মেট্রোপলিটন দূর্গাবাড়ির ব‍্যাপার টা আলাদা। তারা সারাবছর দূর্গ পূজা করে থাকে। হাতির আলোকসজ্জা টা আমার কাছে বেশ দারুণ লাগছে। অনেক সুন্দর করেছেন। প্রথমার দিনই একটা প‍্যান্ডেল দেখা হয়ে গেছিল আপনার। বেশ চমৎকার পোস্ট ছিল। ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60632.49
ETH 2366.53
USDT 1.00
SBD 2.56