এলোমেলো আলোকচিত্র

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভাল আছেন। আমিও ভালো আছি। আবার আপনাদের সামনে আরও একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে পড়লাম।

আমার মনে হয়, ফুল ঈশ্বরের সৃষ্টি জিনিস গুলোর মধ্যে সবচাইতে সুন্দর সৃষ্টি। যদিও ঈশ্বরের প্রতিটি সৃষ্টিই সুন্দর তবে ফুল যেন সবচেয়ে পবিত্র। তাই হয়তো তার স্থান ঠাকুরের পায়ের কাছেও হয়। আজও আপনাদের সামনে আরো বেশ কয়েকটা ফুলের ছবি ভাগ করে নিতে চাই। আর সব ফুল গুলিই শীতকালীন।


ফুলটির নাম চায়না পিঙ্ক, ইংরেজিতে ডায়ান্থাস চিনেনসিস। নামের সাথে সামঞ্জস্য রেখে এই ফুলটির বসবাস চীন এবং চীনের পার্শ্ববর্তী কিছু দেশে। যদিও বর্তমানে এই ফুলের বিভিন্ন প্রজাতির ও বিভিন্ন রঙের গাছ আমাদের দেশে হরদম পাওয়া যায়। অত্যন্ত অবহেলাতেও বেশ সুন্দর ফুল ফোটে তাছাড়া অনেকগুলো রঙের হয়। দেখুন না আপনাদের সাথে যেটা ভাগ করে নিচ্ছি সেখানেই দুটো রং রয়েছে বেগুনি সাদা এবং গোলাপী লাল।

20230202_162126_copy_967x725.jpg

20230202_162105_copy_907x605.jpg

লাল পাথরকুচি ফুল দেখে যখন অবাক হয়ে গেছিলাম সাদা দেখে আর তেমন অবাক হই নি। কারণ আমি তো লাল পাথরকুচি ফুল দেখার আগে জানতামই না যে পাথরকুচির ফুল হয়, সেখানে সাদা ফুল আর নতুন কি। দুই রঙের ফুলের একটা বৈশিষ্ট্য ছিল যে পাপড়ি গুলো খুব মোটা এবং অনেকগুলো ফুল একটা গোছার মধ্যে বেশ আটো সাঁটো ভাবে ছিল।

20230202_162148_copy_1209x907.jpg

পিলাগোনিয়াম হরতোরাম, বিজ্ঞানসম্মত নামটা বেশ খটমট হলেও ফুলটা তেমন খটমট না। খুব সাধারণ টবের একটা ফুল। তবে সাধারণের মধ্যেই অসাধারণ দেখতে তাকে। টুকুটুকে লাল।

20230202_162215_copy_1080x720.jpg

চন্দ্রমল্লিকা ফুল যে কত রঙের আর কত প্রজাতির যে আমি দেখে ফেললাম সেটার মনে হয় আর ইয়াত্তা নাই। মাঝেমধ্যে ভাবি চন্দ্রমল্লিকা এই পৃথিবীতে সব ধরনের রঙেই সম্ভবত পাওয়া যায়। সাদা হলুদ লাল নীল আমি মোটামুটি সব ধরনের চন্দ্রমল্লিকা দেখেছি। তবে প্রতিটা রঙ যেমন মিষ্টি ফুলগুলো তেমনি সুন্দর।

PXL_20230202_162317428_copy_1209x907.jpg

20230202_162246_copy_1209x907.jpg


Device: LGE LM-G850
Location: Bihar, India



IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 last year 

খুবি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। এতো সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

বাহ্ অসাধারণ ফটোগ্রাফি করছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

বাহ! ফটোগ্রাফি অসাধারণ নিলেন দাদা ফটোগ্রাফি দেখতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি নিতেও ভাল লাগে। আজকাল দাদা এত ধরনের ফুল বের হয়েছে তবে একটি ফুলের অনেক গুলো কালার কিংবা একটি ফুলের মধ্যে দুই তিনটি কালার মিস করা থাকে দেখতে দারুন দেখায়। বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন অসাধারণ ভালো লেগেছে।

 last year 

দাদা আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে দেখতে।কত রকমের ফুল যে পৃথিবীতে আছে তার শেষ নেই।ফুল সব সময় সবার কাছে প্রিয়।এই ফুল নানা কাজেই লাগে।ফুলের সৌন্দর্যে সত্যি মুগ্ধ হয়ে যাই।ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

যখন কোন পোস্টে ফুলের ফটোগ্রাফি দেখি তখনই যেন মন মুগ্ধ হয়ে যায় এবং ভালোবাসা দোলা দিয়ে যায় মনের মধ্যে। কারণ ফুল তো ভালবাসার অন্যতম প্রতীক। বিশেষ করে এই জাতীয় বিভিন্ন ধরনের ফুল গুলো মন ছুঁয়ে যায়।

 last year 

দাদা আপনি ঠিকই বলেছেন ঈশ্বরের প্রত্যেকটা সৃষ্টি সুন্দর কিন্তু তার থেকে সুন্দর হয়ত ফুল তাইতো ঈশ্বরের পায়ের নিচে স্থান পেয়েছে ফুল। শীতকালে সাধারণত অনেক ধরনের ফুল আমরা দেখতে পাই। ফুলের বাগানে গেলেই ফুলের গন্ধে যেন মনটা ভালো হয়ে যায়। দাদা আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে চন্দ্রমল্লিকা ফুল এটি আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ দাদা সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33