‘তিয়ানগং’ পুড়ে ছাই হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে

in #bangla6 years ago

মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করা চীনের অকেজো মহাকাশ গবেষণাগার তিয়ানগং-১ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মাঝামাঝি অংশের ওপরে জ্বলেপুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া এটির অক্ষত অবশিষ্টাংশ সমুদ্রের পানিতে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার স্থানীয় সময় সোয়া ৮টার দিকে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে তিয়ানগং। এ সময় সঙ্গে সঙ্গে এটির অধিকাংশই জ্বলে যায় বলে জানিয়েছে চীনের মহাকাশ বিষয়ক কর্তৃপক্ষ। এর আগে চীনা মহাকাশ কর্তৃপক্ষ জানিয়েছিল, তিয়ানগং ব্রাজিলের নিকটবর্তী উপকূলের কাছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর অঞ্চলের ওপরের বায়ুমণ্ডল দিয়ে পৃথিবীতে পুনঃপ্রবেশ করতে পারে।

এদিকে মার্কিন বিমান বাহিনীর মহাকাশ নিয়ন্ত্রণ বিভাগও জানিয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপরে তিয়ানগং-১ পুনঃপ্রবেশের সময় তারা এটিকে সনাক্ত করেছে।

এছাড়া অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জ্যোতিঃপদার্থবিদ ব্রাড টাকার জানিয়েছেন, চীনের অকেজো এ মহাকাশ গবেষণাগারের অক্ষত থাকা অবশিষ্ট ১০ শতাংশের মতো পলিনেশিয়ার তাহিতি দ্বীপের প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পড়ে থাকতে পারে। তবে এই খণ্ডাংশগুলোর ভরও প্রায় ৭০০ থেকে ৮০০ কেজি হবে।

প্রসঙ্গত, তিয়ানগংয়ের সঙ্গে ২০১৬ সাল থেকে চীনা কর্তৃপক্ষের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। সে থেকে এটি অনিয়ন্ত্রিত অবস্থায় ছিল। চলতি সপ্তাহে এটিপৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করতে যাচ্ছে বলে মহাকাশ গবেষণা সংস্থাগুলো জানিয়ে আসছিল। দশ মিটারের বেশি লম্বা তিয়ানগংয়ের ওজন ৮ টনের বেশি। সূত্র : রয়টার্স, টাইম, সিনহুয়া

(ঢাকাটাইমস/০২এপ্রিল/ডিএম)

Sort:  

This post has received a 0.46 % upvote from @speedvoter thanks to: @kdjakirtgl.

This post has received a 0.05 % upvote from @drotto thanks to: @kdjakirtgl.

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (03/04/2018) link

supported by @nmb82ig & you got 4 upVote free

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62685.52
ETH 2436.42
USDT 1.00
SBD 2.51