"প্রতিরোধ"(Poem of my writing"resistance")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৮শে আশ্বিন আশ্বিন | ১৪৩০ বঙ্গাব্দ | শনিবার | শরৎকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


প্রতি সপ্তাহেই একটি করে কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাই আজকেও একটি কবিতা লিখে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের কবিতাটি বর্তমান পরিস্থিতির সাথে মিল রেখে লেখার চেষ্টা করেছি যদিও বেশিরভাগ সময় রোমান্টিক কবিতা লেখার চেষ্টা করি তবে এই সপ্তাহে একটু বিদ্রোহী রূপে কবিতা লেখার চেষ্টা করেছি। আমরা সবাই জানি সাম্প্রতিক সিরিয়ার উপরে নির্যাতন চলছে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের প্রতি সর্বদা অত্যাচার করে চলেছে দীর্ঘদিন যাবত। তবে এ নিয়ে জাতিসংঘ বা কোন দেশেরই তেমন মাথা ঘামাতে দেখিনি তবে সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধ নিয়ে সব দেশই বেশ মাথা ঘামিয়েছে তবে সিরিয়ার এই বিষয় নিয়ে সবাই কেন মাথা ঘুমাচ্ছে না এটাই আমি বুঝতে পারি না। গত হ্যাংআউট এ দাদা আবশ্য এই বিষয় নিয়ে একটি প্রশ্ন করেছিল যে কোন বোমা সারা বিশ্বে নিষিদ্ধ করা হয়েছে আর যেটা সাম্প্রতিক গাজায় সেই বোমা বিস্ফোরণ করা হয়েছে। দাদা অবশ্য সেদিন এই ফসফরাস বোমা নিয়ে বিস্তারিত অনেক কথাই বলেছিল যেটা মানুষকে কিভাবে মৃত্যুর মুখে ফেলে দেয়। ইউটিউব বা ফেসবুকে প্রবেশ করলেই এই নিশংস মানুষ হত্যা নিয়ে একের পর এক ভিডিও দেখতে পাওয়া যায় আবার ছোট্ট শিশুরা কিভাবে এই যুদ্ধের প্রতিবাদ জানাচ্ছে সেটাও দেখতে পাওয়া যায় তবে সবচেয়ে বেশি খারাপ লাগে তখনই যখন নিষ্পাপ শিশুদের প্রতি হত্যাকাণ্ড চালানো হয় বোমা ফেলানো হয়।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আসলে সাম্প্রতিক এই বিষয়টা নিয়ে সবাই অনেক দুঃখ প্রকাশ করছি কিন্তু বিশ্বের যারা মোড়ল আছে তাদের যেন এ বিষয় নিয়ে কোন মাথাব্যথা নেই। তাই আজকে সামান্য একটি কবিতার মাধ্যমে সেই বর্বরতার প্রতিবাদ জানানোর চেষ্টা করব। নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড সেটা যে কোন সম্প্রদায়ের উপর করা হলেই একজন মানুষ হিসেবে তার ওপর প্রতিবাদ জানানো উচিত। আসলে যার ভেতরে বিন্দু পরিমাণে মানবতা আছে সে এরকম ছোট্ট শিশু বা নারীদের উপরে নির্যাতন কখনোই করতে চাইবে না বা তাদের উপর হত্যাকান্ড কখনোই চালাতে চাইবে না। এই ঘটনা নিয়ে মনের মধ্যে অনেক রকম অনুভূতি জাগে তবে সেগুলো প্রকাশ করতে পারি না যদি প্রকাশ করতে পারতাম তাহলে অনেকটাই শান্তি মিলতো তবে মনের মধ্যে যে অনুভূতিটা আছে তার আঙ্গিকেই এই কবিতাটি লিখেছি। যেহেতু এই হত্যাকান্ড প্রতিরোধ হওয়া দরকার।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


IMG-20231013-WA0002.jpg

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"প্রতিরোধ"

হে বিদ্রোহী জাগো জাগো,
আজ শক্ত হাতে জাগো,
অত্যাচারীর হাত থেকে মুক্ত হতে জাগো।
ধরো হাতিয়ার বুকে রাখো বল
জয় হবে নিশ্চয়ই।
যারা অন্যায় ভাবে দখল করে রেখেছে
ভেঙে ফেলো ওই দখলদারির মস্তিষ্ক মুন্ড।
ওহে বিশ্বের মুসলিম এক হও এক হও,
ধরো একে অপরের হাত
দাঁড়াও অসহায় ফিলিস্তিনিদের পাশে।
বিশ্বে যারা মানবতার গান গায়
তাদের সামনেই ফেলা হচ্ছে নিষিদ্ধ বোমা গাজায়,
গণতন্ত্র আর মানবতা নিয়ে যাদের নানান মাথাব্যথা
মানুষ মরলেই বিলিয়ন ডলার খরচ করছে তারা
ক্ষমতার বলে যারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়
মানুষ নহে তারা সন্ত্রাসী বটে।
আজ কোথায় জাতিসংঘ, কোথায় মানবতা??
বিশ্ব জমিন যখন তাজা রক্তে উত্তপ্ত,
আকাশে বাতাসে শুধু কান্নার আওয়াজ ভাসে
বিবেক কি কাঁদে না তাদের ??
থামাও ওই গাজা বাশির কান্না,
প্রতিষ্ঠা করো গাজাবাসীর অধিকার।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

সিরিয়ার মানুষজনের উপর যে অত্যাচার চলছে এগুলো আসলেই দেখার মনে হয় কেউ নেই। মানুষ না দেখলে কি হবে আল্লাহ ঠিকই দেখছেন। এই যুদ্ধের অবসান যে কবে হবে কে জানে। ফেসবুকে এগুলো দেখলে খুব খারাপ লাগে। যাই হোক ভাইয়া সেই সমসাময়িক বিষয় নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বর্তমানের মিডিয়া গুলো হচ্ছে সবচাইতে বড় সমস্যা। ওরা একপ্রকার ইসরায়েল এর পক্ষেই নিউজ প্রচার করছে অবশ‍্যই আন্তর্জাতিক মিডিয়া গুলো। গাজা এর অবস্থা দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে। যদিও ইসরায়েল এর অবস্থাও খারাপ। কিন্তু শুরুটা করছে কারা এটা দেখতে হবে। ওরা শুরু করেছে হামাস তো এর প্রতিরোধ করবেই। আজ জাতিসংঘ সব মানবতা চুপ হয়ে আছে আফসোস। কবিতা টা অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68857.19
ETH 2715.71
USDT 1.00
SBD 2.72