"মানবাধিকার"(Poem of my writing"human rights")||(১০% লাজুক খ্যাকের জন্য) by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -১৮ই মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | শীতকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


পৃথিবীর দেশগুলো যেমন আধুনিক হচ্ছে ঠিক তেমন ভাবেই মানবিকতা যেন দিন দিন কমে আসছে। মানবাধিকার এই কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত। সাধারণত প্রতিটা মানুষের কিছু স্বপ্ন থাকে বা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য একটা অধিকার থাকে। কিন্তু একশ্রেণীর ক্ষমতাশালী মানুষেরা এই স্বাধীনতাটা ছিনিয়ে নিতে চায়। অনেকেই আবার বলবে এখন তো আইন অনেক কড়া কিন্তু স্বাধীনতা কিভাবে কেড়ে নেয়?? আমি তাকেই প্রশ্ন করব যে আসলে আপনি কি স্বাধীন?? যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা আছে তারাই বর্তমানে সবচেয়ে বেশি ক্ষমতার প্রভাব দেখাচ্ছে যাই হোক এই টপিকে না যাওয়াই ভালো কারণ রাজনীতি আমিও ব্যক্তিগতভাবে অনেক ঘৃণা করি। সবশেষে নিজ থেকে যতটুকু পারি স্বার্থ অনুযায়ী মানুষকে সাহায্য করার চেষ্টা করি আর অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আজকে মোটামুটি মুড অনেক ভালো তাই সকালবেলায় কবিতা লিখতে বসেছিলাম কিন্তু আব্বু হঠাৎ একটা কাজ দিয়ে দিল যার কারণে সেই কাজ কমপ্লিট করতে গিয়ে আর কবিতা পুরোপুরি কমপ্লিট করা হয়নি।দুপুরের গোসল খাওয়া-দাওয়া কমপ্লিট করে আবার লিখতে বসলাম। আমি যত কবিতা শেয়ার করি তার বেশিরভাগ কবিতাগুলো অনেক রোমান্টিক ভাবে লেখার চেষ্টা করি কিন্তু এই সপ্তাহে যে কবিতাটি লিখছি সেটা অনেকটাই ভিন্ন রকম। কারণ প্রতিবাদী বা মানবাধিকার বলেন বা বিদ্রোহী বলেন এই ধরনের কবিতা আমাদের কমিউনিটিতে অনেকটাই কম শেয়ার করা হয়। আপনার মধ্যে বিদ্রোহী মনোভাব কখন সৃষ্টি হবে যখন দেখবেন আপনার সামনে একটি অপরাধমূলক কাজ হচ্ছে বা অন্যায় ভাবে কারো কাছ থেকে তার শেষ সম্বল ছিনিয়ে নেয়া হচ্ছে তখন আপনার মধ্যে একটা বিদ্রোহী ভাব সৃষ্টি হবে। তবে হ্যাঁ কারো প্রতি অন্যায় হচ্ছে সেটা দেখার পরে যদি আপনার মনের মধ্যে কোন প্রতিবাদী ভাব সৃষ্টি না হয় তাহলে আমার আজকের এই পোস্ট আপনার জন্য নয়। আমার মতে একজন প্রকৃত মানুষ হলে অন্যায় দেখলে তার মনে বাঁধা দিবে এটা স্বাভাবিক। কাজী নজরুল ইসলাম অনেক বিদ্রোহী কবিতা লিখেছেন আবার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এক বিঘা জমি নিয়ে একটি কবিতা লিখেছিলেন সেটা অন্যায় ভাবে জমি দখল করাকে কেন্দ্র করে। ঠিক তেমনি এখনও ক্ষমতাশালীরা অন্যায় ভাবে অনেক জমি দখল করে নেয়। হ্যাঁ আমার প্রতিবাদ করতে ইচ্ছে করে কিন্তু আমি তার শক্তির কাছে নিজেকে তুলে ধরতে পারি না কারণ তারা সংখ্যায় বেশি এবং তাদের পাশে আইনের অপব্যবহার রয়েছে। একদিন এই সব অন্যায় অবিচার নিপাত যাবে।

যাইহোক আমি চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটির প্রতিবাদ করতে পারিনি তার জন্য আমি নিজেই অনেক লজ্জিত। লেখার মাধ্যমে প্রতিবাদ করছি কিন্তু এটা যথেষ্ট নয়। আমার এই লেখার মাধ্যমে তো আর যে বৃদ্ধা তার জমি হারিয়েছে তার শেষ সম্বল টুকু হারিয়েছে সেটা আর ফিরে পাবে না। যতটুকু সম্ভব বা নিজের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে অসহায় বৃদ্ধাকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

একটা মানুষের যে অধিকার থাকে সেটা যখন হারিয়ে ফেলে তখন আর তার কাছে মানবাধিকার বলে কিছু থাকেনা। যেহেতু আমি কবিতা মানুষের অধিকার নিয়ে লিখেছি তাই আমি কবিতার নাম দিয়েছি মানবাধিকার
কবিতাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


png_20230201_132551_0000.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"মানবাধিকার"

জন্ম আমার মানুষের কল্যাণে
মানুষের কষ্টে বুক ফাটে যাহার,
সেই তো আসল মানুষ
আমার মনে তাই কয়।
মানুষের কল্যাণে হয়েছে
শত শত নামিদামি সংগঠন
তাতে কেউ করেছে নিজের স্বার্থ হাসিল
আবার কেউ করেছে মানব সেবা।
কোথায় হারিয়েছে মানব সেবা ??
কোথায় হারিয়েছে মানবতা ??
গরিবের একখন্ড জমিতে পড়েছে নজর,
করেছে বৃদ্ধাকে ভিটা ছাড়া।
মানবতা আজ হয়েছে বিলীন,
স্বার্থের কাছে সব হয়েছে দিশেহারা।
আমি করিতে পারিনি প্রতিবাদ
হয়েছি নিজের ভাষা হারা।
তবে কি সত্যিই বিলীন হবে মানবতা ??
আমি করবো প্রতিবাদ, ধরব লাঠি
ফিরিয়ে দিব বৃদ্ধার জমি।
একদিন ফিরিয়ে আনবো সুশাসন,
এটাই আমার মনের একান্ত চেতনা।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ভালোভাবে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটি মানুষের আছে। কিন্তু আমাদের এই সমাজের চিত্র ভিন্ন কথা বলে। হয়তো সমাজের মানুষগুলো নিজেই সমাজের নিয়ম গুলো পাল্টে ফেলেছে। মানবাধিকার নামক শব্দটি তখনই তৈরি হয়েছে যখন এই মানবজাতি নিজের অধিকার হারিয়ে ফেলেছে। আপনার লেখা কথাগুলো এবং কবিতা অনেক ভালো লাগলো পড়ে।

 last year 

লেখাটুকু পড়েছেন জেনে অনেক খুশি হলাম আপু। মন্তব্য প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আসলে একটা মানুষের যে অধিকার থাকে তা যদি হারিয়ে ফেলে তাহলে তার মানবাধিকার আর থাকে না। আপনি খুবই ভালো একটি টপিক নিয়ে আজকের এই কবিতাটি লিখলেন পড়ে আমার কাছে সত্যি ভীষণ ভালো লেগেছে। এরকম কবিতাগুলো পড়তে একটু বেশি ভালো লাগে আমার কাছে। প্রত্যেকটি লাইনে এত সুন্দর ভাবে লিখেছেন পড়তে একটু বেশি ভালো লেগেছে। সম্পূর্ণ কবিতাটি সত্যিই ভাল ছিল।

 last year 

ভিন্ন টপিক নিয়ে লিখেছিলাম তবে এই টপিক টা তুলে ধরা জরুরী বলে মনে হয়েছিল।

 last year 

আপনি খুব চমৎকারভাবে মানবাধিকার কবিতা লিখেছেন। আসলে পৃথিবী যতই উন্নত হচ্ছে কিছু কিছু জায়গাতে মানবাধিকার অনেক পিছিয়ে রয়েছে। যেমন অনেক বেশ স্বাধীন কিন্তু তারা কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারছে তা দেখার বিষয় আছে। আপনি অনেক সুন্দর করে কবিতার মাঝে খুব মূল্যবান কিছু কথা তুলে ধরেছেন। কবিতাটি আমাদের মাঝে অনেক সুন্দর করে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক ক্ষেত্রে বাস্তবে কিছু বলতে পারি না তাই সেটা কবিতার মাধ্যমে তুলে ধরি।

 last year 

আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আসলে আমাদেরকে মানবিক হয়ে মানবতার কাজ করতে হবে। যখন আমরা মানবতার কাজ করবো তখনই আমাদের মাঝে সুশাসন মানবিক সমাজ ব্যবস্থা আসবে। মানবতা আজ বিলিন সবাই নিজের স্বার্থের মধ্যে আবদ্ধ। কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ঠিক বলেছেন ভাই প্রথমে নিজেকে মানবিক হওয়ায় জরুরী।

 last year 

ভাইয়া আপনি মানবাধিকার নামে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আমাদের কমিউনিটিতে বেশি অংশই ভালবাসা নিয়ে কবিতা লেখা হয়। বিদ্রহী বা মানবিাধিকার নিয়ে কবিতা নাই বললেই চলে। আপনার কবিতাটিই প্রথম দেখলাম। ধন্যবাদ ভাইয়া।

 last year 

মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করব আবার নতুন কোন বিষয় তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66217.53
ETH 3316.11
USDT 1.00
SBD 2.70