"অনবদ্য চাহনি"(Poem of my writing"Excellent view")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -২৬শে ফাল্গুন | ১৪৩০ বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


প্রতি সপ্তাহেই কবিতা শেয়ার করা হয়। মূলত পোস্টের ভিন্নতা বজায় রাখার জন্য কোন সময় কবিতা আবার কোন সময় ফটোগ্রাফি সহ ভিন্ন ভিন্ন পোস্ট করা হয়। তবে আর্ট খুব একটা পারি না বলে আর্ট পোস্ট তেমন শেয়ার করা হয় না। কমিউনিটিতে যদি নিয়মিত কবিতা পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়া হয় তাহলে কবিতা লেখার দক্ষতা আরো বৃদ্ধি পাবে এটা আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। যাইহোক মূল প্রসঙ্গে আসি, কয়েক সপ্তাহ ধরে তেমন রোমান্টিক কোন কবিতা শেয়ার করা হয়নি আর স্পেশালি আমার কাছে রোমান্টিক কবিতাগুলো লিখতে বেশি মজা লাগে। তবে আমার মনে হয় রোমান্টিক কবিতা লেখার ক্ষেত্রে এত মজা লাগার কারণ প্রিয় মানুষকে স্বপ্নে বা মনের অনুভূতিতে যতবার স্মরণ করবেন ততবারই আপনার মনের অনুভূতিটা পুনরায় জাগ্রত হবে। আপনি যদি প্রকৃত অর্থে কাউকে পছন্দ করেন বা তাকে কাছে পাওয়ার ইচ্ছা আপনার মনে থাকে তাহলে প্রতিটা মুহূর্তে কিন্তু সেই মানুষটার কথা বারবার মনে হবে। তার দৃষ্টিভঙ্গি তার চলাফেরা সবকিছুই আপনার কাছে স্পেশালি মনে হবে। প্রতিটা মুহূর্তে আপনার কাছে মনে হবে সেই মানুষটা আপনার জন্য স্পেশাল। যদি আমার নিজের কথা বলি তাহলে রোমান্টিক কবিতা লেখার ক্ষেত্রে চোখ বন্ধ করে আমার প্রিয় মানুষটির প্রতিটা পদক্ষেপ আমি কবিতার ভাষায় সহজেই লিখতে পারি তাই তো বেশিরভাগ সময় রোমান্টিক কবিতায় শেয়ার করার চেষ্টা করি। আজকে দুপুরে কবিতা লিখতে বসার পরে হঠাৎ করেই তার কথা মনে পড়ে কয়েকটি লাইন লিখেছি আর সেই কবিতাটাই এখন আপনাদের সাথে শেয়ার করব।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আজকে রবিবারের আড্ডায় অতিথি হিসেবে থাকবো। সবার ক্ষেত্রে কিন্তু জীবনের প্রথম প্রেমের গল্পটা স্মরণীয় হয়ে থাকে আর আমি সেই গল্প নিয়ে কিছু কথা শেয়ার করব ভাবছিলাম তখনই মনে হল আজকে পোস্ট শেয়ার করা হয়নি তাই একটা কবিতা লিখে শেয়ার করা যাক। আচ্ছা একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে তখন কিন্তু ছেলেটাই বারবার মেয়ের দিকে আকৃষ্ট হয়। কিন্তু যদি দুজনেরই মনের মিল থাকে আর মেয়েটার যদি আগ্রহটা একটু বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম হতে পারে। একটা মেয়ে যখন একটা ছেলের দিকে অন্যভাবে তাকায় বা ছেলেটার দিকে তাকিয়ে বারবার মুচকি হাসি দেয় তখন কিন্তু ছেলেটা আর বেশি সময় মেয়েটার থেকে দূরে থাকতে পারে না। সহজ কথায় বললে মেয়েটার হাসি দেখে ছেলেটা পটে যাবে হা হাহা। তবে একটা বাস্তব কথা বলি কোন আপু কিন্তু মাইন্ডে নিবেন না, ছেলেরা জানে মেয়েদের চাহনির এই মুচকি হাসিতেই তাদের সর্বনাশ তবে তারপরেও বারবার এই মুচকি হাসিটা মনে গেঁথে রাখতে চায়। আর ছেলেটা যদি নিজে থেকেই শুধু মেয়েটার প্রেমে বিভোর হয়ে তাকে রাজি করানোর চেষ্টায় থাকে তাহলে ছেলেটা বারবার চাইবে মেয়েটা তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিক আর সেই অপেক্ষায় বিভোর হয়ে সময় গুনতে থাকে। তবে দেখবেন অনেক সময় কিছু কিছু মেয়ের চাহনিতেও প্রেমে পড়তে ইচ্ছে করে। তবে সমস্যা হচ্ছে আমি মেয়েদের মুচকি হাসিতে বারবার প্রেমে পড়ে যাই হা হা হা।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


20240310_154653_0000.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"অনবদ্য চাহনি"

আমিতো বিদ্বেষীয় উথাল পাথালকারী এক প্রবল ঝড়-
যে তার ক্রোধের আগুনে বাস্তবিকতার অস্তিত্বকে পুরায়,
নিজস্ব রাজ্য জুড়ে ধ্বংসের সমাহার।
সেই নির্দয় হ্নদয়ে স্তব্ধতার হাওয়া-
যার পেছনের কারণ একটি মুখের নিষ্পাপ চাহনি
সমস্ত জটিলতার বন্ধ ছিন্ন করার
অপার মহিমা আছে এই চাহনির,
অভিরুপের একরাশ মুগ্ধতা ছড়ায়
নিবিড়তার ধোঁয়ায় উড়ানো ওই প্রশান্তির।
শত আক্রোশ বিলীনতায় হারায়
সরলতাকে আঁকড়ে ধরার নেশায়,
আনন্দের বর্ষণ প্রদর্শন করে
আর একটিবার ওই চাহনি দেখার আশায়।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 3 months ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখেন জেনে আরও ভালো লাগলো। কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে।তবে কবিতা লিখতে পারিনা। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 months ago 

কবিতাতো লিখলেন ভালো কথা,উপরে যে কথা গুলো বললেন আপনার সেই প্রিয় মানুষ দেখলে আপনার খবর আছে। মেয়েদের মুচকি হাসিতে আপনি বারবার যে প্রেমে পড়েন,তো প্রিয় মানুষের কি হবে।যাইহোক কবিতাটি দারুণ হয়েছে ভাইয়া।

 3 months ago 

বার বার প্রেমে পড়াও একটা আর্ট হা হা হা।

Posted using SteemPro Mobile

 3 months ago 

অসম্ভব রকমের সুন্দর একটি প্রেমের কবিতা পড়ে হৃদয়ে প্রেমের দোলা লেগে গেলো।🥰 এখন তো জীবন টাকে বৃথাই মনে হচ্ছে কেনো জীবনে প্রেম করলাম না!🤭তোমার এই প্রেম যেনো সত্যিকারের প্রেম হয়ে পৃথিবীতে আরও নতুন একটি ইতিহাস রচনা করে বড় বোন হিসেবে সেই প্রার্থনা করি।সুন্দর কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।❤️❤️❤️

Posted using SteemPro Mobile

 3 months ago 

দিদি ইতিহাস রচনা করতে চাই না শুধু প্রিয় মানুষকে পাশে চাই।

Posted using SteemPro Mobile

 3 months ago 

কবিতাটি খুব চমৎকার হয়েছে ভাই। আসলে যতই পড়ি মনে হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে ফেললাম। কেন যেন মনে হচ্ছে আরেকটু বেশি হলে পড়তে আরও বেশি ভালো লাগতো। ধন্যবাদ ভাই চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।

 3 months ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ভাই তো দেখি বেশ সুন্দর রোমান্টিক কবি ৷ প্রেম বিষয়ে বেশ ভালো অভিজ্ঞতা আছে তা বলতেই হয়৷ এটা ঠিক যে মেয়েদের হাসিতে একটা ছেলের সর্বনাশ তবুও ছেলে গুলো বোঝে না ৷ তারা যে ইচ্ছেধারি নাগীন ৷ যা পোষ্টের ভিন্নতা আনার জন্য আজকের লেখা কবিতাটি অনেক সুন্দর ছিল ৷ বিশেষ করে আমার কাছে কথা গুলো একদম সঠিক আর যথার্থ মনে হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ ভাই ৷

 3 months ago 

হা হা হা, রোমান্টিক কবি নয় রোমান্টিক কথা শিখতে ভালো লাগে তাই লেখা হয়।

Posted using SteemPro Mobile

 3 months ago 

বাহ দারুন একটি কবিতা লিখেছেন তো। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলেই তার চাহনিতে আলাদা একটি মায়া কাজ করে মনে হয় তার দিকে তাকিয়ে থাকি। কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

হ্যাঁ চাহনিতে আলাদা মায়া থাকে আর সেই মায়ায় সবাই পড়তে চায়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67651.34
ETH 3798.05
USDT 1.00
SBD 3.53