"মাতাল হাওয়া"(Poem of my writing"drunk air")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২রা আশ্বিন | ১৪৩০ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজকের দিনটা বলতে গেলে পুরোপুরি ব্যস্ততার মাঝেই কেটেছে। আর যে পরিমানে আবহাওয়া পরিবর্তন হয়ে হঠাৎ করে গরম পরছে তাতে অবস্থা পুরোপুরি খারাপ। দুপুর বেলায় পোস্ট করতে চেয়েছিলাম কিন্তু বারবার লোডশেডিং হচ্ছিল সাধারণত একটু গরম করেই যেন লোডশেডিং বেড়ে যায় তাই আজকে সারাদিন খুব লোডশেডিং হয়েছে যার কারণে নেটওয়ার্কের বাইরে ছিলাম। তাছাড়া বাড়িতে কয়েকজন মেহমান এসেছিল তাদেরকে নিয়ে অনেকটাই ব্যস্ত সময় পার করেছি। তাদেরকে সময় দিতে গিয়ে এদিকে আর তেমন সময় দেওয়া হয়নি যদিও চাইলেও সময় দিতে পারতাম না কারণ সারাদিন তো আর বিদ্যুৎ ছিল না হয়তো কোন ত্রুটির কারণে হঠাৎ করে এরকম লোডশেডিং হয়েছে। তবে বাড়িতে যারা মেহমান ছিল তাদের নিয়ে সারাদিন আমাদের বাড়ির পাশের বাগানে বেশ গল্পের আড্ডায় মেতে ছিলাম সেই পুরনো দিনের গল্প গুলো আবার নতুন করে ঝালাই করেছি। মাঝে মাঝে বাসায় এরকম মেহমান আসলে তাদের সাথে অতীতের কাটানো সময়গুলোতে নতুন করে ঝালাই করতে পারলে বেশ ভালই লাগে। যাই হোক বিকেল বেলায় তাদেরকে বিদায় জানিয়ে গোসল খাওয়া-দাওয়া কমপ্লিট করলাম। যদিও আজকে সব মিলিয়ে তিনবার গোসল করেছি তবে তার পরেও গরমের ভাবটা কমছে না। শেষ বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছিলাম বলে পোস্ট কমেন্ট কিছুই করা হয়নি। বাসায় এসে আবার রবিবারের আড্ডায় যুক্ত হলাম। রবিবারের আড্ডা শেষ করে এখন এই পোস্ট লিখতে বসলাম আর আজকে যে কবিতা শেয়ার করব সেটা অনেক আগেই লিখে রেখেছিলাম।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

অনুভূতিটাকে কবিতার মাধ্যমে প্রকাশ করা হয়। সাধারণত আমার কাছে রোমান্টিক কবিতা লিখতে ভালো লাগে। একজন নির্দিষ্ট মানুষকে নিয়ে কবিতা লেখার মজাই আলাদা তাকে নিয়ে মনের মধ্য যে স্বপ্ন বুনেছেন সেটাকেই কবিতার ভাষায় তুলে ধরতে গেলে আরো বেশি মজা লাগে। অন্য সবার ক্ষেত্রে অনুভূতিটা কেমন হয় জানিনা তবে আমার ক্ষেত্রে সেটা অন্যরকম একটা অনুভূতি থাকে যেটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না। প্রতিটা ছেলে চায় সে এমন একজনকে জীবনসঙ্গিনী হিসেবে পাক যাকে প্রতিনিয়ত পাশে পাবে। আসলে অনুভূতি ছাড়া কবিতা লেখা যায় না এই কবিতা লেখার অনুভূতিটা জেগে ছিল যেদিন লিখেছিলাম তার আগের দিন বিকেল বেলায়। বিকেলের দিকে আমরা আমাদের সেই স্কুল মাঠের দিকে গিয়েছিলাম সাধারণত বিকেল হলেই বন্ধুদের সাথে বাইক নিয়ে এদিক-ওদিক ঘুরতে বের হয়ে যাই। সেখানে যাওয়ার পর যখন স্কুল ছুটি হল দলে দলে ছেলে মেয়েরা স্কুল ছুটির পর বাসায় ফিরছিল আর সেই দৃশ্যটা দেখে আমার সেই স্কুল লাইফের কিছু সোনালী অতীত মনে পড়ে গেল। স্কুলে যখন পড়তাম তখন একটা মেয়েকে ভালো লাগতো তবে কখনো সেই মেয়েকে কথাটা বলা হয়নি কারণ আমি আগে থেকেই অনেক ভীতু টাইপের ছিলাম। আর তাকে যে মনে মনে ভালো লাগতো সেটাই এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


Screenshot_20230917_183221_Canva.jpg

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"মাতাল হাওয়া"

আমি চাই আবার মাতাল হতে
শুধু তোমার খোলা চুলের গন্ধ নিতে।
কেশ কালো চুলে,ডাগর ডাগর চোখ
উতলা করেছে এই মন।
তবে কী তুমি বুঝতে পারোনি ??
তোমাকে দিয়ে ফেলেছি এই মন।
চোখের ইশারায় বলেছি হাজার বার
তবে কী সত্যি ইশারা বুঝোনি একবার??
আষাঢ় মাসের তীব্র বৃষ্টিতে ভিজে,
মনে জাগিয়েছি বসন্তের ছোঁয়া।
এই মনের বৃষ্টিতে ভিজাতে চেয়েছি তোমায়,
মনে জাগা বসন্তের হাওয়ায় দোলাতে চেয়েছি তোমায়,
কখনো মুখ ফুটে বলতে পারি নি
যদি না করে দাও আমায়।
আজকে ভয়কে করেছি জয়,
মন খুলে বলবো তোমায়।
দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়
মনের কথা গুলো আজ বলবো ভেবে।
তবে সব কথাই গিয়েছি ভুলে,
তুমি কাছে এলে, তোমার চুলের গন্ধ নিয়ে।
মাতাল করেছো আমায় তোমার রুপের জাদুতে,
বলবো কথা নতুন করে, তোমার জাদু কাটিয়ে।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

বেশ কিছুদিন কারেন্ট ভালো সার্ভিস দিচ্ছিল আবারও পুনরায় তেমন করছে আগের মতই। বাড়িতে মেহমান আসছিল বাগানে বসে বেশ ভালো আড্ডা দিয়েছিলেন ভাই। মেহমান আসলে বেশ ভালো লাগে। তাদের সাথে গল্পে সময় কেটে যায়। আপনি আজকে মাতাল হাওয়া নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই। আপনার মাতাল হাওয়া কবিতা পড়ে খুব ভালো লাগলো। আসলে আমার কাছে এই ধরনের কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। প্রিয়জন কে কেন্দ্র করে মনে অনুভূতি গুলো চমৎকার ভাবে শেয়ার করেছেন। প্রিয়জনের চুলের গন্ধের মাঝে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। প্রিয়জনকে সত্যিকালে ভালোবাসলে তার রূপের জাদুতে বিভোর হওয়া যায়। আপনার এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

আষাঢ় মাসের তীব্র বৃষ্টিতে ভিজে,
মনে জাগিয়েছি বসন্তের ছোঁয়া।
এই মনের বৃষ্টিতে ভিজাতে চেয়েছি তোমায়,
মনে জাগা বসন্তের হাওয়ায় দোলাতে চেয়েছি তোমায়,

এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনার লেখা আজকের এই কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার লেখা কবিতা গুলো আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন, যেগুলো পড়তে অনেক ভালো লাগে। এই কবিতাটা লেখার টপিক জাস্ট অসাধারণ ছিল এটাই বলতে হচ্ছে।

 last year 

আজকে যে, গরম পরছে তাতে করে তিনবার গোসল করাটা স্বাভাবিক ব্যাপার। বন্ধু তুমি একদম মনের কথাগুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছো খুব ভালো হয়েছে কবিতাটা। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আজ দু'দিন ধরে প্রচন্ড গরম পড়েছে আর এমন আবহাওয়ার জন্য ঘরে ঘরে অসুখ লেগেই রয়েছে। তবে আজ সন্ধ্যায় ঢাকাতে একটু বাতাস আর বৃষ্টি হয়েছে। তারজন্য আবহাওয়া একটু ঠান্ডা রয়েছে। যাই হোক আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

চমৎকার একটি কবিতা আজ শেয়ার করেছেন ভাইয়া। পড়ে ভীষণ ভালো লেগেছে। ভালোবাসার মানুষটিকে নিয়ে মাতাল হাওয়া এই কবিতাটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

আসলেই হঠাৎ করে বৃষ্টি থেমে যাওয়ায় ,কিছুদিনের মধ্যে গরমের তীব্রতা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে। সেই জন্যই প্রায় প্রতিনিয়ত এরকম লোডশেডিং এর সম্মুখীন হতে হচ্ছে। সারাদিন অনেক ব্যস্ত সময় পার করেও অনেক সুন্দর একটি কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখছি আপনি। আসলেই প্রিয় মানুষকে কল্পনা করে কবিতা লিখতে সত্যিই অনেক ভালো লাগে। স্কুল লাইফের কথা মনে করে, তখনকার সময়ে ভালোলাগা সেই মেয়েটিকে নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাই আপনি। কবিতার প্রত্যেকটা লাইনই খুব সুন্দর ছিল।

 last year 

আপনার কাছ থেকে আজকে মাতাল হওয়া নিয়ে এই কবিতাটি পড়তে পেরে খুবই ভালো লাগলো। মাতাল হাওয়া নামে একটি গান ছিল৷ সেটি আমি অনেক শুনতাম৷ তবে আজকে আপনার কাছ থেকে এরকম একটি কবিতা পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91