"অমর একুশে"(Poem of my writing"Amar Ekushe")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -১৩ই ফাল্গুন | ১৪৩০ বঙ্গাব্দ | সোমবার | বসন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


প্রতি সপ্তাহেই একটি করে কবিতা লিখে শেয়ার করা হয় সেই ধারাবাহিকতায় আজকেও একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। প্রতিবছরই ফেব্রুয়ারি মাসটা আলাদা ভাবে পালন করা হয় কারণ এই ফেব্রুয়ারি মাসে বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিয়েছিল। ১৯৫২ সালে সালাম জব্বার রফিকসহ বাংলার দামাল ছেলেরা নিজেদের ভাষার সম্মান রক্ষার্থে রাজপথে নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিল যেন তাদের জীবনের বিনিময়েও হলেও মায়ের মুখের ভাষাটা কেউ ছিনিয়ে নিতে না পারে। পৃথিবীতে একমাত্র বাঙ্গালী জাতি ভাষার জন্য জীবন দিয়েছে। হয়তো ১৯৫২ সালে বাংলার দামাল ছেলেরা ভাষার জন্য জীবন দিয়েছিল বলেই আজকে আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। বাংলা ভাষা ব্যবহার করে নিজেদের মনের কথাগুলো অন্যর সাথে শেয়ার করতে পারছি। তাইতো ফেব্রুয়ারি মাসে ভাষা শহীদদের প্রতি আলাদা শ্রদ্ধা নিবেদন করা হয়। আসলে একুশে ফেব্রুয়ারির দিনে ভাষা শহীদদের নিয়ে কবিতা শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু একটু পারিবারিক ঝামেলার কারণে সেটা সম্ভব হয়নি তাই আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই কবিতা লিখতে বসে গিয়েছিলাম। ১৯৫২ সালে তারা ভাষার জন্য জীবন দিয়েছিল আর আমরা যদি সামান্য নিজেদের কিছু কথা ব্যক্ত করার মাধ্যমে তাদেরকে স্মরণ না করি তাহলে নিজের ভাষার প্রতি আমাদের ভালোবাসা কিভাবে সৃষ্টি হবে। তারা যদি ভাষার জন্য জীবন দিতে পারে তাহলে আমরা তাদেরকে কেন স্মরণ করব না।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

দেখুন আমি সবসময় বলি মনের অনুভূতি ছাড়া কিন্তু কখনোই কবিতা লেখা সম্ভব নয়। আপনি যে কোন টপিক নিয়ে লিখতে যান আপনার সেই টপিক নিয়ে মনের মাঝে যে অনুভূতিটুকু থাকে তার আঙ্গিকে কিন্তু আপনি কবিতার ভাষায় কিছু কথা লিখতে পারবেন। আমরা ছোটবেলা থেকেই কিন্তু বাংলা ভাষায় কথা বলে আসছি আর এই বাংলা ভাষার পূর্ব ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা সবাই অবগত আছি। আর ১৯৫২ সালে যে ভাষার জন্য আন্দোলনে বাঙালিরা জীবন দিয়েছিল সেটা কিন্তু আমাদের কারো কাছে অজানা নয়। বিশেষ করে একুশে ফেব্রুয়ারী দিনটা বেশি স্মরণীয় হয়ে আছে। কেননা প্রতিটা বাঙালির রক্তের সাথে একুশে ফেব্রুয়ারির একটা সংযোগ আছে বলে আমি মনে করি কেননা বাংলায় যখন কথা বলতে যাচ্ছি তখন কিন্তু এই বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে অটোমেটিকলি তাদের প্রতি শ্রদ্ধা চলে আসে। আসলে তারা ভাষার জন্য জীবন দিয়েছে আর তাদের প্রতি যে মনের মধ্যে কতটা ভালোবাসা আছে সেটা সামান্য এই কবিতার মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তারা নিজেদের জীবনের চেয়ে মাতৃভাষার সম্মানটাকেই বড় ভাবে দেখেছে এজন্যই নিজেদের জীবন বিলিয়ে দিতে একটুও দ্বিধাবোধ করেনি যাই হোক কবিতার ভাষায় অমর একুশে সম্পর্কে কয়েক লাইন লিখেছি।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


20240226_113620_0000.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"অমর একুশে"

একুশে আমার রক্তে লেখা,
একুশে আমার মুখের ভাষা,
একুশে আমার স্মৃতির পাতায়,
একুশে আমার পাতায় পাতায়।
দিয়েছি প্রাণ, দিয়েছি রক্ত
বাঁচিয়ে রেখেছি মাতৃভাষার সম্মান,
জাতি হিসেবে আজ ধন্য আমরা
ভাষার জন্য দিয়েছি প্রাণ।
ভাষা শহীদের রক্তে রাঙা,
আমাদের এই বাংলার মাটি।
রক্তে রাঙা ২১ শে ফেব্রুয়ারি,
অমর এই দিনটি আমি কি ভুলিতে পারি??
তাদের দাবি উর্দু নয়, মাতৃভাষা চাই বাংলা
তাদের ছিল বুক ভরা আশা,
বাঙালি ছেলেদের আশা দেখে কেঁপে উঠেছে হানাদারেরা,
রফিক, জব্বারের বুকে বুলেট ছুড়ে
মিটালো তাদের রক্তের নেশা।
জীবন দিয়েছি, রক্ষা করেছি
মোদের মাতৃভাষা
ইতিহাসের পাতায় স্মরণে রেখেছি
আমাদের মাতৃভাষা।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 9 months ago 

মনের অনুভূতি ছাড়া এতো সুন্দর কবিতা লেখা আসলেই কখনো সম্ভব না ৷ ভাষা শহীদদের প্রতি সন্মান জানিয়ে মনে অনুভূতি মিশিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ আপনার লেখা এই অমর একুশে কবিতাটি এক কথায় অসাধারণ হয়েছে ৷ ছন্দে ছন্দ মিলিয়ে অনেক সুন্দর লিখেছেন ৷ কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 9 months ago 

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে খুবই সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া একুশের কবিতা গুলো আসলেই অনেক সুন্দর। আপনার কন্ঠে কবিতাটা খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.19
JST 0.033
BTC 88143.70
ETH 3251.58
USDT 1.00
SBD 3.00