📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৫৮ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমার বাংলা ব্লগ_20231210_204601_0000.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহেই একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় এই সপ্তাহেও আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। আর এটা আমার ৫৮ তম ফটোগ্রাফি পর্ব। আমি সাধারণত প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি আসলে ফটোগ্রাফি বলতে কোন নির্দিষ্ট একটি সৌন্দর্যকে ফুটিয়ে তোলার যে চেষ্টা সেটাকেই বোঝানো হয় বলে আমি মনে করি। যেমন ধরুন আপনি নদীর পাড়ে গিয়েছেন আর নদীর পাড়ে গিয়ে নদীর সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ইদানিং সকালবেলায় একটু হাটাহাটি করতে যাওয়া হয় যার কারণে বেশিরভাগ ছবিগুলোই সকালবেলা ক্যাপচার করা তাছাড়া মাঝে কিছুদিন অনিয়মিত হয়ে পড়েছিলাম আর সেই মুহূর্তে বেশ কিছু ফটোগ্রাফি পুরাতন অ্যালবামে যুক্ত হয়েছে আর সেগুলো খুব সহজেই এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আজকে আবার নাইট ফটোগ্রাফি অ্যাড করেছি কারণ বিগত কয়েকটি ফটোগ্রাফি পর্বে রাতের সৌন্দর্যটা তুলে ধরেছি তাই ফটোগ্রাফির ভিন্নতা ধরে রাখতে এই পর্বেও একটি নাইট মুড ফটোগ্রাফি শেয়ার করছি। তবে আজকের এই ফটোগ্রাফি পর্বে পুরাতন অ্যালবাম থেকে কয়েকটি ছবি সংগ্রহ করেছি সেই সাথে নাইট মুডের যে ফটোগ্রাফিটা এখন আপনাদের সাথে শেয়ার করব সেটাও আমার পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। নিয়মিত ফটোগ্রাফি করে ছবিগুলো আলাদাভাবে সেভ করে রাখি যেটা পরবর্তীতে বিভিন্ন পর্বে তুলে ধরি।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20231202_112503-01.jpeg


মৌমাছি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • ইতিমধ্যে হালকা শীত শুরু হয়ে গিয়েছে আর সকালবেলা রোদ শীতের সময় তো আরো মিষ্টি লাগে। তবে এই শীতের মৌসুমে গ্রামে থাকলে অনেক সৌন্দর্য লক্ষ্য করা যায় তাই তো শহরে যারা বাস করে তারা শীতের ছুটিতে গ্রামে চলে আসে গ্রামের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন মাঠে গেলেই সরিষা ফুলের ঘ্রাণ পাওয়া যায়। তাছাড়া হলুদ সরিষা ফুলের মাঠের সৌন্দর্যটা যে কাউকে মুগ্ধ করবে। এখন মাঠে সরিষা ফুল ফুটেছে আর মৌমাছি সেই ফুলের মধু সংগ্রহ করতে ব্যস্ত। আমি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য অনেক চেষ্টা করেছিলাম তবে দীর্ঘ সময় চেষ্টা করার ফলে সফল হয়েছি। উপরের ছবিটা দেখলেই সবাই বুঝতে পারবেন।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20231210_075208-01.jpeg


ঘন কুয়াশা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আজকের ফটোগ্রাফি পর্বে অনেকগুলো শীতের ছবি শেয়ার করেছি যার মধ্যে এই শীতের ছবিটা সবচেয়ে বেশি ভালো লাগার কথা শীতের সকালে চারিদিকে ঘন কুয়াশায় অন্ধকার হয়ে থাকে আর এই সৌন্দর্য সকালবেলায় উঠলে লক্ষ্য করা যায়। আজকে সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে লক্ষ্য করলাম চারিদিক একদম কুয়াশায় অন্ধকার তখনই হঠাৎ মনে হল এই কুয়াশা ঘেরা ছবি এ বছরে তো তোলা হয়নি তাই ছবি তোলার উদ্দেশ্যে একটু বাগানের দিকে গেলাম। তবে ফাঁকা জায়গায় কুয়াশার মাত্রা আরো বেশি ছিল। বাগানের শেষ প্রান্তে গিয়ে এই ছবিটি তুলেছিলাম ছবিটা দেখলে বুঝতে পারবেন আসলে কতটা ঘন কুয়াশা আজকে পড়েছিল।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20231127_201116-01.jpeg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • রাতের বেলায় চারিদিকে কুয়াশায় অন্ধকার আর চাঁদের আলোয় আকাশের সৌন্দর্যটা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও কুয়াশার তীব্রতা তেমন বৃদ্ধি পায়নি তাই চাঁদের সৌন্দর্যটা লক্ষ্য করা যাচ্ছে। আমি ফটোগ্রাফি করার পাশাপাশি কিছু ফটোগ্রাফি আবার পুরাতন অ্যালবামে যুক্ত করে রাখি যাতে পরবর্তীতে সেই ফটোগ্রাফি গুলো আবার শেয়ার করা যায় যেমন সামনে শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে চাঁদের সৌন্দর্যটা খুব মিস করব। ধরুন এখন শীতের মৌসুম চারিদিকে প্রচন্ড কুয়াশা আর হাড় কাঁপানো শীত পরছে তখন যদি এরকম সুন্দর চাঁদের ফটোগ্রাফি কেউ দেখে তাহলে নিশ্চয়ই গরমের আবহাওয়া তার মনে অটোমেটিক্যালি চলে আসবে কেননা গরমের সময় এরকম চাঁদের সৌন্দর্য সবসময়ই প্রায় লক্ষ্য করা যায়।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20231211_071036-01.jpeg


শিশির ফোটা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • কয়েকদিন ধরেই লক্ষ্য করছি সকালবেলায় মোটামুটি ভালোই কুয়াশা পড়ে। সকালবেলা তো প্রতিদিনই হাঁটতে যাওয়া হয় তো কিছুদিন আগে সকালবেলা হাটাহাটি শেষ করে বাড়ির সামনে এসে চেয়ার পেতে বসলাম আর হালকা সূর্যের রশি এসে গায়ে লাগছিল আর সূর্যরশী থেকে তখন ভিটামিন ডি' গ্রহণ করছিলাম। লক্ষ্য করলাম রাস্তার পাশেই ঘাসের পাতায় কিছু শিশির জমে আছে আর সেটা ধীরে ধীরে নিচের দিকে নেমে একটি বড় শিশির ফোটায় পরিণত হয়েছে। হাতে ফোন ছিল তাই ফোন ক্যামেরার মাধ্যমে এই দৃশ্যটাকে বন্দী করলাম পরবর্তীতে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে তবে সামনে যেহেতু শীতের মৌসুম এমন সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারব।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20231210_083821-01.jpeg


লান্টানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • বর্তমানে শীতের মৌসুম প্রতিদিন সকালে ভরপুর কুয়াশা পড়ে তাই ফুলসহ বিভিন্ন ঘাসের পাতার উপরে সেই কুয়াশা ফোটা গুলো জমে থাকে। উপরের যে ছবিটা লক্ষ্য করছেন সেটা আজকে সকালে তুলেছি আর সকাল বেলায় ঘন কুয়াশা ছিল বলে ফুলের পাপড়ির উপরে কুয়াশার ফুটা গুলো জমেছিল আর এই সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করেছিলাম। এই ফুলটার সৌন্দর্য যেমন সবাইকে আকৃষ্ট করে তেমনি এর গুনাগুন মানুষের অনেক কাজে আসে যেমন এই ফুলের ভেষজ গুনাগুন চর্মরোগের জন্য ভালো ঔষধ বলা চলে। মূলত গুগল থেকে এই ফুলের নাম জানতে গিয়ে এর ঔষধি গুনাগুন সম্পর্কে অবগত হলাম।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20231210_084504-01.jpeg


সজনে পাতা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • শীতকালে কুয়াশা পড়বে এটা প্রকৃতির নিয়ম। শীতকালীন ফটোগ্রাফি নিয়ে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকালের দিকে ছবি তুলতে বের হয়েছিলাম তার মধ্যে এই ছবিটা তোলা হয়েছিল। বাড়ির পাশেই ছোট্ট একটি সজনে গাছ আছে। ছোট গাছ হয় পাতাগুলো অনেকটা নিচেই আর কুয়াশা পড়ার কারণে সজনে পাতার সাথে কুয়াশার ফোটা গুলো জড়িয়ে আছে। প্রথমে কাছ থেকে ছবি তুলতে গেলাম কিন্তু চারিদিকে কুয়াশার অন্ধকার ছিল তাই আলো কম থাকায় ছবিটা ভালো আসলো না তাই পরবর্তীতে আবার অন্যভাবে ট্রাই করেছিলাম। ছবি দেখে বোঝা যাচ্ছে যে শীত চলে এসেছে।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20231129_090353-01.jpeg


কুয়াশা জরিত ঘাষ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আগেই বলেছি শীত শুরু হয়ে গিয়েছে অনেকটাই তাই রোদে গিয়ে রোদের তাপ উপভোগ করার আগ্রহটা আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই ছবিটা আমার পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা সম্ভব তো গত সপ্তাহে আবারো পদ্মা নদীতে গিয়েছিলাম আর সেখানে কিছু জমি উঠেছে সেটা দেখতে গিয়েছিলাম। নদীর পানি কমে গেলে চাষ উপযোগী জমিগুলো জেগে ওঠে। যাই হোক সকাল সকাল গিয়েছিলাম আর নদী এলাকায় বেশ ঠান্ডা বাতাসের শীত শীত লাগছিল তাই রোদে বসে গা গরম করছিলাম সেই সুযোগে নদীর পাড়ে থাকা খেসারী গাছের সমন্বয়ে সূর্যের ছবি তুলেছিলাম।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 9 months ago 

বন্ধু তোমার ফটোগ্রাফি সব সময় আমি দেখতে অনেক বেশি পছন্দ করি। কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা দূর্বা ঘাসের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি ফটোগ্রাফির সাথে বেশ ভালো উপস্থাপন করেছ বন্ধু। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

ভাইয়া আপনি সবসময়ই খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেন আর আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। মৌমাছি,ঘন কুয়াশা, শিশির ভেজা ঘাসসহ সবগুলো ফটোগ্রাফি দারুন তুলেছেন। প্রাকৃতিক এই ফটোগ্রাফি যত দেখি ততই আরও বেশি দেখতে ইচ্ছে করে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে আপনি খুবই দক্ষ। সকালের শিশিরে পরিপূর্ণ ঘাসের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

ভাইয়া আমি শুধু অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখছিলাম। দারুন ছিল আপনার আজকের এত সুন্দর ফটোগ্রাফি গুলো। ফুল আর প্রকৃতিকে পুজিঁ করে আপনি কিন্তু একজন প্রফেশনাল ফটোগ্রাফার এর মতোই ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

শখের ফটোগ্রাফি পর্ব - ৫৮ তে আজ প্রকৃতির বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ঘাসের উপর শিশির,কুয়াশা,চাঁদ সবকিছুই দারুন ছিল।

 9 months ago 

আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেন আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর করেছেন। ফটোগ্রাফির পাশাপাশি খুব চমৎকার ভাবে আপনি বর্ণনা করেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

একদম চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফির দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। এরকম ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পরিমাণে ভালবাসি। আজকে যেভাবে আপনি এই ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন এর মাধ্যমে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ সবগুলো ফটোগ্রাফির মধ্যে আমার শিশির ফোটার ফটোগ্রাফিটি অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58793.48
ETH 2508.69
USDT 1.00
SBD 2.44