📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৬৭ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমার বাংলা ব্লগ_20240213_123238_0000.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহেই একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় এই সপ্তাহেও আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। আর এটা আমার ৬৭ তম ফটোগ্রাফি পর্ব। আমি সাধারণত প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি আসলে ফটোগ্রাফি বলতে কোন নির্দিষ্ট একটি সৌন্দর্যকে ফুটিয়ে তোলার যে চেষ্টা সেটাকেই বোঝানো হয় বলে আমি মনে করি। যেমন ধরুন আপনি নদীর পাড়ে গিয়েছেন আর নদীর পাড়ে গিয়ে নদীর সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ইদানিং সকালবেলায় একটু হাটাহাটি করতে যাওয়া হয় যার কারণে বেশিরভাগ ছবিগুলোই সকালবেলা ক্যাপচার করা তাছাড়া মাঝে কিছুদিন অনিয়মিত হয়ে পড়েছিলাম আর সেই মুহূর্তে বেশ কিছু ফটোগ্রাফি পুরাতন অ্যালবামে যুক্ত হয়েছে আর সেগুলো খুব সহজেই এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আজকে আবার নাইট ফটোগ্রাফি অ্যাড করেছি কারণ বিগত কয়েকটি ফটোগ্রাফি পর্বে রাতের সৌন্দর্যটা তুলে ধরেছি তাই ফটোগ্রাফির ভিন্নতা ধরে রাখতে এই পর্বেও একটি নাইট মুড ফটোগ্রাফি শেয়ার করছি। তবে আজকের এই ফটোগ্রাফি পর্বে পুরাতন অ্যালবাম থেকে কয়েকটি ছবি সংগ্রহ করেছি সেই সাথে নাইট মুডের যে ফটোগ্রাফিটা এখন আপনাদের সাথে শেয়ার করব সেটাও আমার পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। নিয়মিত ফটোগ্রাফি করে ছবিগুলো আলাদাভাবে সেভ করে রাখি যেটা পরবর্তীতে বিভিন্ন পর্বে তুলে ধরি।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20240219_141514-01.jpeg


টমেটো ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • আমরা টমেটো সবজিটা সবাই চিনি শীতের শুরু থেকেই বাজারে টমেটোর আনাগোনা শুরু হয়ে যায়। সাধারণত যখন কাঁচা থাকে তখন সবুজ বর্ণের হয় আর যখন টমেটো পেকে যায় তখন কিছুটা লাল বর্ণের হয় কিন্তু টমেটো গাছের ফুল দেখে এটা আন্দাজ করা অসম্ভব কেননা টমেটো গাছে যখন ফুল আসে সেটা পুরোপুরি হলুদ বর্ণের হয়ে থাকে। ছোট এক ধরনের ফুল হয় সেটার মাথায় ছোট কড়ির মাধ্যমে পর্যায়ক্রমে টমেটোতে পরিণত হয়। উপরের যে হলুদ বর্ণের ছোট ফুলের ছবিটা দেখতে পাচ্ছেন সেটা আসলে একটা টমেটো ফুল।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20240219_141357-01.jpeg


ভুট্টার ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • মূলত পপকন এর নাম শুনলেই ভুট্টোর কথা মনে পড়ে যায়। মূলত ভুট্টা থেকেই পপকর্ন তৈরি করা হয়। সত্যি বলতে আজ থেকে তিন চার বছর আগেও আমি ভুট্টা চিনতাম না মূলত আমাদের এলাকায় ভুট্টার কোন চাষ ছিল না তাই সামনাসামনি ভোটটাও কখনো দেখা হয়নি তবে যখন প্রথম চুয়াডাঙ্গার দিকে গিয়েছিলাম তখন আমি ভুট্টা দেখেছিলাম। এখন আমাদের এলাকাসহ আমাদের আশপাশের এলাকা গুলোতে টুকটাক ভুট্টা চাষ শুরু হয়েছে। গত সপ্তাহে আমি খোকসা একটু কাজে গিয়েছিলাম আর সেখানে গিয়ে এই ভুট্টার ফুলের ছবি তুলেছিলাম মূলত যে বাড়িতে আমার কাজ ছিল সেই বাড়ির পাশেই বড় ভুট্টার জমি ছিল আর আমি সেখানে গিয়ে এই ভুট্টা ফুলের ছবি তুলেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20240223_190159-01.jpeg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • রাতের বেলায় চারিদিকে কুয়াশায় অন্ধকার আর চাঁদের আলোয় আকাশের সৌন্দর্যটা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও কুয়াশার তীব্রতা তেমন বৃদ্ধি পায়নি তাই চাঁদের সৌন্দর্যটা লক্ষ্য করা যাচ্ছে। আমি ফটোগ্রাফি করার পাশাপাশি কিছু ফটোগ্রাফি আবার পুরাতন অ্যালবামে যুক্ত করে রাখি যাতে পরবর্তীতে সেই ফটোগ্রাফি গুলো আবার শেয়ার করা যায় যেমন সামনে শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে চাঁদের সৌন্দর্যটা খুব মিস করব। ধরুন এখন শীতের মৌসুম চারিদিকে প্রচন্ড কুয়াশা আর হাড় কাঁপানো শীত পরছে তখন যদি এরকম সুন্দর চাঁদের ফটোগ্রাফি কেউ দেখে তাহলে নিশ্চয়ই গরমের আবহাওয়া তার মনে অটোমেটিক্যালি চলে আসবে কেননা গরমের সময় এরকম চাঁদের সৌন্দর্য সবসময়ই প্রায় লক্ষ্য করা যায়।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20240219_140728-01.jpeg


জবা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলটা হয়তো কারো কাছেই অচেনা নয় সবাই এই ফুলটা বেশ ভালোভাবে চিনতে পারবেন। হ্যাঁ এটা একটা জবা ফুল এই জবা ফুলের বিভিন্ন কালার হতে পারে তবে এই জবা ফুলের রংটা কিছুটা লাল বর্ণের। মূলত জবা ফুলের পাপড়িটা একদম টিস্যুর মত পাতলা হয় আর পাপড়ির মাঝে থেকে লম্বা শীষ বের হয়ে আসে। তবে আমার কাছে পুরোপুরি সাদা বর্ণের জবাফুলের সৌন্দর্যটা বেশি ভালো লাগে আর সাদা বর্ণের জবা ফুল ছিল না তাই আপাতত লাল জবা ফুলের ছবিটাই তুলেছিলাম বলে শেয়ার করলাম। জবা ফুলের সৌন্দর্যটা কেমন লেগেছে সেটা মন্তব্য করে নিচে জানিয়ে দিবেন।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20240219_140458-01.jpeg


করোলা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • দেখবেন কিছু কিছু মেয়েরা ছোট থেকেই সবজি বাগান বা ফুলের বাগান তৈরির প্রতি আলাদা একটা আগ্রহ দেখায়। হ্যাঁ আমার একটা খালাতো বোন আছে তার বাড়িতে বিভিন্ন রকমের ফুলের গাছ সহ বিভিন্ন সবজি চাষ করে আবার বাসার চারপাশ দিয়েও অনেকগুলো টবের মধ্যে বিভিন্ন গাছ রোপন করেছে। আপুর যে সবজি বাগান আছে সেখানে গিয়ে দেখতে পারলাম ছোট্ট একটি করোলা গাছ হয়েছে। এই মৌসুমে নাকি সবে করলা ধরতে শুরু করবে তাই গাছে কয়েকটি ফুল ও ফুটেছে তার মধ্যে থেকে আমি একটি ফুলের ছবি তুলেছিলাম। যদিও ফুলগুলো আকারে একদম ছোট তাই ম্যাক্রোলেন্স এর মাধ্যমে ছবি তুলেছিলাম বলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না। তবে হলুদ করোলা ফুলের সৌন্দর্য টা কিন্তু পুরোপুরি স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20240131_184158-01.jpeg


মাছ ক্রয়।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা পুরোপুরি ভিন্নভাবে তুলে ধরার জন্য ক্যাপচার করা মূলত প্রতিদিন সন্ধার পরেই আমার চাচাতো ভাইয়ের সঙ্গে কাঁচাবাজার সহ বাজারের ভেতরে গিয়ে হাটাহাটি করার পর চায়ের দোকানে গিয়ে চায়ের আড্ডা দেওয়া হয়। ভাইয়া অফিস শেষে বাসায় এসে ফ্রেশ হয়ে সোজা আমাদের দোকানে চলে আসে আর সেখান থেকে আমরা দুজন বাজারে মধ্যে যাই। তো হঠাৎ করে একদিন বলল বাজারে গিয়ে নাকি ইলিশ মাছ দেখবে তো তার সাথে আমিও হাটতে হাঁটতে গেলাম গিয়ে দেখলাম মাছের বাজারের সব দোকান গুছিয়ে নেওয়া হয়েছে মাত্র হাতেগোনা দুইটা দোকান এখনো খোলা আছে। একটা দোকানে কয়েকজন ক্রেতা মাছ কেনার জন্য অপেক্ষা করছে আমি মাছের দোকানদার এবং ক্রেতাদের এক ফ্রেমে বন্দী করেছি। ছবিটা কেমন লেগেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20240121_091349-01.jpeg


নাম না জানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলের ছবিটা দেখার পরেই অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আসলে এই ফুলের নাম কি?? আসলে আমিও এই ফুলের নাম জানিনা হয়তো এটা বন্য কোন ফুল হতে পারে। তাছাড়া এটা কোন ধরনের উদ্ভিদ সে সম্পর্ক আমার কোন ধারণা নেই। সাধারণত এই উদ্ভিদ বা ফুলের সৌন্দর্য টা আপনি গ্রামে বা শহরে কোথাও পাবেন না এটা আমি পাহাড়ি অঞ্চল থেকে ক্যাপচার করে ছিলাম। মূলত এর সৌন্দর্যটা সম্পূর্ণ ভিন্নরকম তাইতো দেখার সঙ্গে সঙ্গে ছবি তুলেছিলাম। সত্যি বলতে আমি যখন দেখেছিলাম তখন দূর থেকে ভেবেছিলাম এটা হয়তো ইঁদুরের ছানা কারণ ইঁদুরের ছানা যখন একদম ছোট থাকে দেখতে কিছুটা এরকমই লাগে হা হা হা। তবে ভিন্ন ধরনের কিছু তুলে ধরতে পারলে সে ক্ষেত্রে একটু বেশি ভালো লাগে তাই তো আজকের ফটোগ্রাফি পর্বে এই ছবিটা শেয়ার করেছি।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 6 months ago 

বন্ধু তোমার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। যদিও টমেটো গাছের ফুলের আগে অনেকবার দেখেছি কিন্তু এত সুন্দর করে তুমি ফটোগ্রাফি করেছ দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছো। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 6 months ago 

ফটোগ্রাফির প্রশংসা করার পাশাপাশি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধু।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে প্রকৃতির সৌন্দর্যের ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ভুট্টার ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভুট্টা ফুলের সৌন্দর্যটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আপনার ভালো লাগা ফটোগ্রাফি টা মন্তব্যের মাধ্যমে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago (edited)

আপনি প্রতিনিয়তই অনেক ভালো ভালো সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করেন।
আজকের সৌন্দর্য গুলো সত্যি খুবই ভালো লাগলো।
বিশেষ করে টমেটো ফুল ভোটটা ফুল অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 6 months ago 

বরাবরের মতোই আপনি দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই ফটোগ্রাফির পোস্ট দেখে আমি মুগ্ধ। বরাবরই আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন এটা আমরা সকলেই জানি কারন এর আগেও আপনার অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখেছি। আজকের এই ফটোগ্রাফি পোস্ট এর মাঝে ২ এবং ৫ নম্বর ফটোগ্রাফি টা আমার কাছে অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভালো লাগা ফটোগ্রাফি গুলোর কথা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ভাই আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর কিছু ফটোগ্রাফি ও বর্ণনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

ফুলের সৌন্দর্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ওয়াও বন্ধু তুমি দারুন ফটোগ্রাফি করেছো। তোমার প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে টমেটোর ফুল, ভুট্টার ফুল সব মিলিয়ে দারুন ছিল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

তুমিও দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করো, তোমার ফটোগ্রাফি গুলো দেখেও কিন্তু অনেকেই অনুপ্রেরণীত হয়।

Posted using SteemPro Mobile

 6 months ago 

সত্যি ভাই আপনার ফটোগ্রাফি পর্ব ৬৭ দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনার ফটোগ্রাফির বেশিরভাগ পর্ব আমি দেখেছি। আর আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ছিল একেবারে মনোমুগ্ধকর। যেগুলো আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে এক এবং দুই নাম্বার ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। অন্য সবগুলো ফটোগ্রাফিও কিন্তু একেবারে কম ছিলনা। সবগুলোই জাস্ট অসাধারণ ছিল এক কথায় বলতে গেলে।

 6 months ago 

আপনাদের কাছে যদি সুন্দর লাগে তাহলে তো আমার ফটোগ্রাফি করা সার্থক ভাই।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ওয়াও কাজি ভাই ৬৭তম পর্বে দারুন কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করছেন ৷ প্রতিটি ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ৷ স্যামসাং ফোনের ক্যামরা বরাবরই ভালো লাগে ৷ সবমিলে প্রতিটি ফটোগ্রাফি বেশ মনোযোগ ধৈর্য নিয়ে তুলেছেন ৷
অসংখ্য ধন্যবাদ ভাই ৷

 6 months ago 

ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আজকে আপনি অসাধারণ কিছু প্রকৃতির ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনারা তোলা প্রকৃতির ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বরাবরের মতো সব সময় খুবই সুন্দর ফটোগ্রাফী করে থাকেন।আর প্রকৃতির ফটোগ্রাফী আমাদের সকলের কাছে বেশ অনেক ভালো লাগে।

 6 months ago 

চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 52827.29
ETH 2171.15
USDT 1.00
SBD 2.28