📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৬০ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমার বাংলা ব্লগ_20231230_150047_0000.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহেই একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় এই সপ্তাহেও আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। আর এটা আমার ৬০ তম ফটোগ্রাফি পর্ব। আমি সাধারণত প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি আসলে ফটোগ্রাফি বলতে কোন নির্দিষ্ট একটি সৌন্দর্যকে ফুটিয়ে তোলার যে চেষ্টা সেটাকেই বোঝানো হয় বলে আমি মনে করি। যেমন ধরুন আপনি নদীর পাড়ে গিয়েছেন আর নদীর পাড়ে গিয়ে নদীর সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ইদানিং সকালবেলায় একটু হাটাহাটি করতে যাওয়া হয় যার কারণে বেশিরভাগ ছবিগুলোই সকালবেলা ক্যাপচার করা তাছাড়া মাঝে কিছুদিন অনিয়মিত হয়ে পড়েছিলাম আর সেই মুহূর্তে বেশ কিছু ফটোগ্রাফি পুরাতন অ্যালবামে যুক্ত হয়েছে আর সেগুলো খুব সহজেই এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আজকে আবার নাইট ফটোগ্রাফি অ্যাড করেছি কারণ বিগত কয়েকটি ফটোগ্রাফি পর্বে রাতের সৌন্দর্যটা তুলে ধরেছি তাই ফটোগ্রাফির ভিন্নতা ধরে রাখতে এই পর্বেও একটি নাইট মুড ফটোগ্রাফি শেয়ার করছি। তবে আজকের এই ফটোগ্রাফি পর্বে পুরাতন অ্যালবাম থেকে কয়েকটি ছবি সংগ্রহ করেছি সেই সাথে নাইট মুডের যে ফটোগ্রাফিটা এখন আপনাদের সাথে শেয়ার করব সেটাও আমার পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। নিয়মিত ফটোগ্রাফি করে ছবিগুলো আলাদাভাবে সেভ করে রাখি যেটা পরবর্তীতে বিভিন্ন পর্বে তুলে ধরি।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20231230_073212.jpg


সরিষা ফুলের গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • কয়েকদিনের ব্যস্ততার কারণে ঠিকমত ফটোগ্রাফি ক্যাপচার করা হচ্ছে না তাই কালকে সকালে ঘুম থেকে উঠে কাজগুলো কমপ্লিট করে বাড়ির পাশে সরিষার মাঠে কিছু ফটোগ্রাফি করতে গেলাম তবে সকালের সূর্যের আলোতে কুয়াশা আরো বেশি ভালো লাগছিল। যারা গ্রামে বাস করেন তারা সরিষা ফুলের গাছ অবশ্য ভালোভাবেই চিনেন। প্রথমে কয়েকটি ছবি তুললাম আর ছবিগুলো দেখার পরে মনে হল যদি সূর্যকে পেছনে রেখে কুয়াশা ভেজা সরিষা ফুলের গাছের ছবি তুলি তাহলে বোধ হয় বেশি সুন্দর হবে। ঠিক তাই, সেরকম কয়েকটি ফটোগ্রাফি করলাম দেখলাম তুলনামূলক অনেক ভালো হয়েছে তার মধ্যে একটি ফটোগ্রাফি আপনাদের সাথে উপরে শেয়ার করেছি।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20231226_075021-01.jpeg


হলুদ ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • হলুদ এই ফুলের সৌন্দর্যটা আমাকে দূর থেকে আকৃষ্ট করেছিল। ছবিটা কয়েকদিন আগে তোলা, আমি আর আমার ছোট মামাতো ভাই কুয়াশা ভেজা আবহাওয়ার মধ্যে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছিলাম আর সিদ্ধান্ত নিলাম রাস্তার আশপাশ থেকে কিছু প্রাকৃতিক সৌন্দর্য ফোন ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করব। কিছু পথ যাওয়ার পরে লক্ষ্য করলাম রাস্তার পাশ দিয়ে কিছু সবজির গাছ লাগানো হয়েছে আর তার মধ্যে একটি সবজি গাছে হলুদ রঙের ফুল ফুটেছে। এই ফুলটার নাম জানার ইচ্ছা জেগেছে আপনাদের?? কোন সবজি গাছের ফুল হতে পারে কেউ যদি ধারনা করে বলতে পারেন তাহলে পুরস্কার দিব হা হা হা।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20231026_220846-01.jpeg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • রাতের বেলায় চারিদিকে কুয়াশায় অন্ধকার আর চাঁদের আলোয় আকাশের সৌন্দর্যটা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও কুয়াশার তীব্রতা তেমন বৃদ্ধি পায়নি তাই চাঁদের সৌন্দর্যটা লক্ষ্য করা যাচ্ছে। আমি ফটোগ্রাফি করার পাশাপাশি কিছু ফটোগ্রাফি আবার পুরাতন অ্যালবামে যুক্ত করে রাখি যাতে পরবর্তীতে সেই ফটোগ্রাফি গুলো আবার শেয়ার করা যায় যেমন সামনে শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে চাঁদের সৌন্দর্যটা খুব মিস করব। ধরুন এখন শীতের মৌসুম চারিদিকে প্রচন্ড কুয়াশা আর হাড় কাঁপানো শীত পরছে তখন যদি এরকম সুন্দর চাঁদের ফটোগ্রাফি কেউ দেখে তাহলে নিশ্চয়ই গরমের আবহাওয়া তার মনে অটোমেটিক্যালি চলে আসবে কেননা গরমের সময় এরকম চাঁদের সৌন্দর্য সবসময়ই প্রায় লক্ষ্য করা যায়।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20231226_074122-01.jpeg


নাম না জানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলটার ছবি একদম আমাদের বাড়ির সামনে থেকে তোলা। সকালে ঘুম থেকে উঠে লক্ষ করলাম চারিদিকে একদম কুয়াশায় অন্ধকার সামনে কি আছে সেটা যেন দেখাই যাচ্ছে না। উপরের ছবিটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে বেশ কুয়াশা ছিল যাইহোক ঘুম থেকে উঠেই রাস্তার দিকে একটু হাটতে গেলাম। লক্ষ্য করলাম রাস্তার পাশে এক ধরনের ফুলের উপরে কুয়াশার শিশির গুলো জমে আছে। আসলে ফুলটা কে বুনো ফুল বলতে পারেন যেহেতু এই ফুল টা বেশিরভাগ রাস্তার আশেপাশে বা জঙ্গলের মধ্যে দেখা যায়। তবে শিশির ফোটা গুলো জমে থাকার কারণে ফুলের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20231120_063522-01.jpeg


কুয়াশা ঘেরা সকাল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা আবার পুরাতন এলবাম থেকে ক্যাপচার করা। যখন শীত আর কুয়াশা ঘেরা আবহাওয়া শুরু হয়েছিল তখন এই ছবিটা তুলেছিলাম। শীতকালে কুয়াশা পড়বে এটা অস্বাভাবিক কিছু নয় তবে মাঝে মাঝে এত পরিমাণে কুয়াশা পড়ে যার কারণে রাস্তায় চলতে গেলে সামনে কি আছে সেটা বোঝা যায় না। মাঠের মধ্যে শীতকালীন কিছু ছবি তোলার জন্য বের হলাম তবে লক্ষ্য করলাম কুয়াশা ঘেরা সৌন্দর্য টা ফোন ক্যামেরায় বেশ ভালো আসছে সেই সাথে কৃষক জমিতে ধান কেটে রেখেছে সেই দৃশ্যটাও পরিষ্কারভাবে এসেছে।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20231226_074754-01.jpeg


মাকড়সার জাল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • মাকড়সার জাল এটা অবশ্য আমরা সবাই চিনি। বেশিরভাগ সময় গাছের ডালের সাথে মাকড়সা বিভিন্ন ভাবে জাল তৈরি করে রাখে যেটা তার শিকারের জন্য পেতে রাখা হয়। বিভিন্ন ছোট পোকামাকড় সেই যারে আটকে যায় আর মাকড়সা এসে সেই পোকামাকড়কে শিকার হিসেবে গ্রহণ করে। তবে আজকে যে মাকড়সা জালটির ছবি তুলেছি সেটার সাথে কোনো পোকামাকড় আটকে ছিল না। প্রচন্ড কুয়াশা হওয়ার কারণে তার সাথে কিছু শিশির ফোঁটা আর ছোট ছোট অনেক ময়লা জমে ছিল তবে শিশির ফোটা গুলোর কারণে মাকড়সার জালটা পুরোপুরি সাদা দেখাচ্ছিল তাই ছবি তুলেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20231224_073908-01.jpeg


শিশির বিন্দু।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • শীতকালে প্রচন্ড কুয়াশা পড়ে আর যেখানে ঘাস থাকে সে ঘাসের উপরে শিশুর বিন্দুগুলো জমে থাকে সে দৃশ্যটা আসলে খুবই সুন্দর লাগে। হ্যাঁ ঠিক একই রকমের একটি ফটোগ্রাফি করে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। উপরের ফটোগ্রাফিটা যদি দেখতে পান তাহলে বুঝতে পারবেন আসলে সেদিনও প্রচন্ড কুয়াশা ছিল আর শিশির ফোটা গুলো ঘাসের উপরে জমেছিল। মূলত ভোরবেলায় ঘুম থেকে উঠে কমিউনিটি তে কাজ করি। আর কাজ শেষে সকালবেলায় বের হই কিছু শীতকালীন ছবি তোলার জন্য তবে সেটা নিয়মিত নয় মাঝে মাঝে। যাই হোক সেদিনের হুট করেই রাস্তার পাশে থেকে এরকম ঘাসের উপরে শিশির বিন্দু জমে থাকার ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম সেটা এখন শেয়ার করেছি।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 7 months ago 

শীতকাল মানেই হচ্ছে কুয়াশা ভেজা প্রকৃতি, কুয়াশা ভেজা গাছপালা, কুয়াশা ঘাস। শীতকালে এসব কিছুকে দেখতে এত বেশি ভালো লাগে যে চোখ ফেরানোই যায় না। সবকিছু যখন কুয়াশায় মোড়ানো থাকে, তখন দেখতে অসম্ভব ভালো লাগে। এক কথায় জাস্ট অসাধারন এবং মনোমুগ্ধকর ছিল, আপনার তোলা আজকের এই ফটোগ্রাফি গুলো। আশা করছি আপনার শখের ফটোগ্রাফি পর্ব ৬১ তে আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন।

 7 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো তো অসম্ভব ভালো লাগলো আমার কাছে। শীতকালে কুয়াশার ফটোগ্রাফি গুলো দেখলে আলাদা একটা সৌন্দর্য লাগে। আর ঘাসের উপর যখন শিরশির ভেজা থাকে তখন দেখতে বেশ চমৎকার লাগে। তবে আপনার আপনার রাতের ফটোগ্রাফি ও চমৎকার হয়েছে। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আর পটোগ্রাফি গুলো অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন তাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

প্রকৃতির সৌন্দর্য সবসময় অন্য যেকোনো সৌন্দর্যকে হার মানে। চারিদিকের এই সৌন্দর্য মানুষকে বিমোহিত করে। সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য যেন চারদিকে ছড়িয়ে ছিটে রয়েছে। আপনি খুবই চমৎকার কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ফটোগ্রাফি করতে আমারও অনেক ভালো লাগে৷ সব সময় আমি ফটোগ্রাফি করে থাকি৷ আজকে আপনি আপনার শখের ফটোগ্রাফির মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি এখানে তুলে ধরেছেন৷ খুবই সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি আপনি এখানে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এই ফটোগ্রাফিগুলোর বর্ণনাও খুবই ভালোভাবে দিয়েছেন৷ সবগুলো ফটোগ্রাফির মধ্যে আপনি যে চাঁদের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷ খুবই ভালোভাবে এই চাঁদকে দেখা যাচ্ছে৷

 7 months ago 

দেখার মতো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইজান। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এ ফটোগ্রাফি গুলো দেখতে পেরে। যেখানে বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি আপনি ক্যামেরা বন্দি করেছেন আর আমাদের মাঝে আজকে তুলে ধরেছেন। খুঁজে পেলাম এখানে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য।

 7 months ago 

এই হলুদ ফুলের নাম জানা নেই, পুরস্কার পাওয়াও হলো না😜।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনাদের ওদিকে ভালই ঠান্ডা পড়ে। সবগুলোই কুয়াশার ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। সরিষা ফুলের ফটোগ্রাফি তো অসাধারণ লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 7 months ago 

বাহ্!! প্রকৃতির কিছু সুন্দর ফটোগ্রাফি করেছেন তো। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে কুয়াশা ঘেরা সকালের ফটোগ্রাফি বেশিই সুন্দর। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। আসলে প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো যত দেখি ততই ভালো লাগে। আর সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 7 months ago 

আমারও খুব একটা ফটোগ্রাফি করা হচ্ছে না ইদানিং। যদিও আমার ফোনটা অনেকাংশে দায়ী এর পেছনে। আপনি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন ভাই। সকালের সরিষা খেত রাতের আকাশে চাঁদ শিশিরভেজা ঘাস পাশাপাশি পুরান অ‍্যালবাম থেকে শেয়ার করে নেওয়া অসাধারণ কুয়াচ্ছন্ন সকাল। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60482.94
ETH 2613.04
USDT 1.00
SBD 2.63