📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৪৭ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমার বাংলা ব্লগ_20230910_222517_0000.png

Canva দিয়ে তৈরি

এই সপ্তাহের শুরুর দিক থেকে আবার ধারাবাহিকভাবে কাজ শুরু করেছি তবে গত সপ্তাহেও আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছিলাম আর সেটা ছিল ৪৭ তম ফটোগ্রাফি পর্ব। আমি সাধারণত প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি আসলে ফটোগ্রাফি বলতে কোন নির্দিষ্ট একটি সৌন্দর্যকে ফুটিয়ে তোলার যে চেষ্টা সেটাকেই বোঝানো হয় বলে আমি মনে করি। যেমন ধরুন আপনি নদীর পাড়ে গিয়েছেন আর নদীর পাড়ে গিয়ে নদীর সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ইদানিং সকালবেলায় একটু হাটাহাটি করতে যাওয়া হয় যার কারণে বেশিরভাগ ছবিগুলোই সকালবেলা ক্যাপচার করা তাছাড়া মাঝে কিছুদিন অনিয়মিত হয়ে পড়েছিলাম আর সেই মুহূর্তে বেশ কিছু ফটোগ্রাফি পুরাতন অ্যালবামে যুক্ত হয়েছে আর সেগুলো খুব সহজেই এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আজকে আবার নাইট ফটোগ্রাফি অ্যাড করেছি কারণ বর্তমানে আবার লোডশেডিং শুরু হয়েছে আর আবহাওয়া গরম যেটা আসলেই বলার না। কালকে রাত্রেও প্রায় একটা পর্যন্ত বাড়ির বাইরে ছিলাম। মাঝরাতে দেখলাম দারুন চাঁদ উঠেছে তাই সেই ছবিটাও এখানে তুলে ধরেছি। যাই হোক সব বিবরণ এখানে না দিয়ে ছবিগুলো গিয়ে দেখে আসা যাক আর সেই ছবিগুলোর সম্পর্কে ছোট্ট যে বর্ণনাটা সেটা পড়ে আসা যাক চলুন তাহলে।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

IMG-20230918-WA0008.jpg


বিকেলে নদীর পাড়ে।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • আমি প্রতিনিয়ত ঘুরতে পছন্দ করি তাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কিছুদিন আগে বন্ধুদের সাথে সবাই মিলে নদীতে ঘুরতে গিয়েছিলাম। শুক্রবার ছুটির দিনে আমরা একটু বেশি ঘোরাঘুরি করি তো হুট করেই প্ল্যান করে ফেললাম বন্ধুরা সবাই মিলে নদীতে যাব। নদীর ঘাটে গিয়ে ৬০০ টাকা দিয়ে নৌকা ঠিক করলাম। সবাই মিলে নৌকা নিয়ে প্রায় পদ্মা নদীর মোহনায় পৌঁছে গিয়েছিলাম যদিও আমাদের এলাকায় পদ্মার সামান্য শাখা নদী। শেষ বেলায় যখন সূর্য হেলে পড়েছিল তখন দেখে মনে হচ্ছিল সূর্য যেন পানিতে ডুবে যাচ্ছে দারুন কিছু ফটোগ্রাফি করেছিলাম সেই সময়ে তার মধ্যে একটা ফটোগ্রাফি এখন আপনাদের মাঝে শেয়ার করেছি।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20230918_140253-01.jpeg


ধুন্দুল ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ধুন্দুল এই সবজিটার সাথে বলতে গেলে আমরা সবাই পরিচিত। হঠাৎ করেই এই সবজিটার কথা কেন বলছি সেটা অবশ্য আপনারা আন্দাজ করতে পেরেছেন হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা ধুন্দুল গাছের ফুল। আমাদের বাড়িতে ছোট্ট একটি পুষ্টি বাগান আছে। সেখানে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়। পুষ্টি বাগানের পাশেই এই ধুন্দুল গাছের চাষ সেখানে বেশ কয়েকটি ধুন্দুল এসেছে। ধুন্দুল গাছে প্রথমে হলুদ রঙের ফুল আসে আর সেই ফুল ঝরে গিয়ে ধীরে ধীরে ধুন্দুলে রূপান্তরিত হয়। ছবিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুল থেকে পর্যায়ক্রমে বড় ধুন্দুলে রূপান্তরিত হবে।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

IMG-20230918-WA0016.jpg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • ফটোগ্রাফি তে থাকা ছবিটা দেখে অনেকেই ভাবতে পারেন হয়তো দূর থেকে কোন আলোর প্রতিফলনের ছবি তুলেছি আসলে এটা কোন আলো নয় যদিও দেখতে অনেকটাই আলোর মত লাগছে তবে এটা মাছ রাতের চাঁদের দৃশ্য। ভর দুপুর বেলা সূর্য যেমন একদম পুরোপুরি মাথার উপরে অবস্থান করে ঠিক তেমনি মাঝ রাতে চন্দ্র একদম মাথার উপরে এসে অবস্থান করে। ছবিটা অনেকদিন আগে ক্যাপচার করেছিলাম যখন ভরপুর লোডশেডিং শুরু হয়েছিল। প্রচন্ড গরমে লোড শেডিং এর কারণে আর রুমে থাকতে পারছিলাম না তাই মাঝরাতে বাইরে এসে দেখলাম ধীরে ধীরে ঠান্ডা বাতাস বইছে আর আকাশে ফুটফুটে চন্দ্র যার আলোতে মাঝরাতের সৌন্দর্যটা সত্যি অনেক ভালো লেগেছিল। চাঁদের আলো মনে হচ্ছিল এখন যেন দিন। তবে মাঝে মাঝে আকাশটা মেঘে ঢেকে যাচ্ছিল হয়তো বৃষ্টি হবে।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

IMG-20230918-WA0007.jpg

IMG-20230918-WA0006.jpg


ঢেড়স।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ফুলটা দেখে অনেকেই ধারণা করতে পারবে আসলে এটা কি গাছের ফুল যদিও এই ফটোগ্রাফি তে থাকা ছবি দেখে সবারই জানার কথা কারণ ফটোগ্রাফিতে গাছের পাতাগুলো বোঝা যাচ্ছে। ছবিতে যে ফুল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢেঁড়স গাছের ফুল। বাজারে এই সবজিটা শীতের সময় নিয়মিত পাওয়া যায় কিছুদিন পরেই ভাত বাজারে এই সবজিটা পাওয়া যাবে আর আমার কাছে এই ঢেঁড়স ভর্তার সাথে গরম ভাত বেশ মজা লাগে। যত ঝাল বেশি হবে ঢেঁড়স ভর্তা খেতে তত বেশি মজা লাগবে। যাইহোক ফুলের সৌন্দর্যটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে মন্তব্য করে অবশ্যই জানাবেন।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

IMG-20230918-WA0009.jpg

IMG-20230918-WA0010.jpg


পেঁপে ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমাদের বাড়িতে ছোট্ট একটি পারিবারিক পুষ্টিবাগান আছে সেটা অবশ্য আগেই বলেছি। পুষ্টিবাগানের মধ্যে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় তার মধ্যে পেঁপে চাষ হচ্ছে। বড় বড় তিনটা পেঁপে গাছ আছে সেখানে অনেকগুলো পেঁপে গেছে ফুল এসেছে। সাধারণত পেঁপে গাছেও ফুল থেকে ফল হয় গাছে ডগায় ডগায় প্রথমে ফুল আসে এবং সেটা পরিপক্ক হওয়ার পরে পেপে তে পরিণত হয়। বাগানের মধ্যে থেকে আজকে বেশ কয়েকটি ছবি তুলেছি অন্যান্য ফুল গুলোর ছবি তোলার সময়ে লক্ষ্য করলাম পেঁপে গেছেও অনেকগুলো ফুল এসেছে আর তাই পেঁপে গেছে আশা ফুল গুলোর ছবি তুলেছিলাম। পেঁপে ফুলগুলো দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি পেঁপে খেতেও আমার কাছে অনেক ভালো লাগে বলতে গেলে এটা আমার প্রিয় একটি সবজি।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20230824_170952-01.jpeg


খেজুর গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ঘোরাঘুরি করার জন্য আমাদের ছোট এবং বড় ভাইদের নিয়ে একটা গ্রুপ আছে। বাইক নিয়ে যাই বা যেকোনোভাবে যায় না কেন গ্রুপের কিছু মেম্বার সব সময় একসাথে থাকবেই। হুট করেই কোন প্ল্যানিং ছাড়াই এর আগে একদিন আমরা কুষ্টিয়াতে একটি কাজে গিয়েছিলাম যদিও একজনের কাজ ছিল বাকি সবাই মজা করতে গিয়েছিলাম। একজন বড় ভাই ছিল তিনি আমাদেরকে দুপুর বেলায় রেস্টুরেন্টে খাওয়ালেন এবং খাওয়া দাওয়া শেষে আমি বাইকের ছোটখাট কিছু জিনিস কিনে সোজা ডিসি কোটে চলে আসলাম। সেখানে নির্বাচন কমিশন অফিসে আমাদের এক মামা চাকরি করে আর আমরা সবাই একসাথে বাড়ি ফেরার চিন্তা করলাম। মামার অফিস শেষ হতে একটু দেরি হচ্ছিল তাই আমরা অফিসের বাইরে সবাই মিলে বসে গল্প করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম সেই সময়ে এই ফটোগ্রাফি টা করেছিলাম যদিও খেজুর গাছের ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু তার পেছনে বড় বিল্ডিংটাও বেশ সুন্দর লাগছিল সব মিলিয়ে একসাথে ফটোগ্রাফি করেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20230812_141447-01.jpeg


জাহাজ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এর আগে আমরা সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়ে অবশ্য আমি এখনো কোনো পোস্ট শেয়ার করিনি তবে মাঝে কয়েকটি ফটোগ্রাফি পর্বে সুন্দরবনের কিছু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করেছি। সুন্দরবনের এরিয়াটা ভালোভাবে ঘুরে দেখার জন্য আমরা নৌকা ভাড়া করে চারিপাশ দেখার সিদ্ধান্ত নিলাম। যেহেতু আমরা ৩১২ কিলোমিটার পথ অতিক্রম করে সুন্দরবনের এলাকা দেখার উদ্দেশ্যে গিয়েছি তাই যত টাকাই লাগুক না কেন এলাকাটা পুরোপুরি ঘুরে দেখার ইচ্ছা ছিল। নৌকা ঠিক করে আমরা সবাই বেরিয়ে পড়লাম সুন্দরবনের এরিয়া ঘুরে দেখার জন্য। সেখানে প্রতিনিয়ত জোয়ার ভাটা হয় কখনো পানি বৃদ্ধি পায় আবার কখনো পানি কমে যায় তবে আমরা যখন গিয়েছিলাম তখন পানি মাঝামাঝি অবস্থায় ছিল আর সেখানে বেশ কয়েকটি বড় জাহাজ নোংর করা ছিল। আমাদের নৌকা নিয়ে যাওয়ার সময় আমি জাহাজের ছবি তুলেছিলাম আর সেটা এখন আপনাদের সাথে শেয়ার করেছি।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

অনেক দিন পরে জাহাজ এর ফটোগ্রাফি দেখলাম। প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। ঢেঁড়স ফুল এবং পেঁপে ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনার তোলা এত সুন্দর প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ। প্রকৃতির সৌন্দর্যের বেশ দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে ১,৩,৪ নাম্বার ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে প্রতিনিয়ত অনেক বেশি ভালো লাগে। সুন্দর করে ফটোগ্রাফি করে থাকেন যার জন্য সুন্দর হয়।

 last year 

দারুন কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো গুছিয়ে দারুন ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া আপনি এলোমেলো বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবজি ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। নদীর পাড়ের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আমাদের সাথে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ছুটির দিন মানেই ঘোরাঘুরি। ছুটির দিনে পদ্মার পাড়ে ঘুরতে গিয়ে খুব সুন্দর নদী এবং সূর্যের ফটোগ্রাফি করেছেন। তাছাড়া নৌকায় ঘুরতে পারলে ৬০০ টাকা কেন তার থেকে বেশি টাকা দিতেও রাজি আছি আমি। কিন্তু অনেক বছর হলো নৌকাতে ওঠা হয় না। আপনার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। সবগুলো ফটোগ্রাফি একেবারে নিখুঁতভাবে ফটোগ্রাফি করেছেন জন্য এত সুন্দর লাগছে দেখতে।

 last year 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখেই আমি চোখ ফেরাতে পারিনি এত সুন্দর ফটোগ্রাফি গুলো ছিল দেখে মনে হয়েছিল যেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি এত ক্লিয়ার ছিল এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিল মাঝরাতে ফটোগ্রাফিটা সত্যি অপরূপ সুন্দর ছিল।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্য এবং সাথে কয়েকটি ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া।প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত।ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি করেছেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর জনক প্রাকৃতিক সৌন্দর্য। আরে প্রাকৃতিক সৌন্দর্য গুলোর কিছু অংশ আপনে আমাদের মাঝে ফটোগ্রাফির মধ্য দিয়ে তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভাল ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86