মার্কেটের উর্ধ্বগতি || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৬ই কার্তিক | ১৪৩০ বঙ্গাব্দ | রবিবার | হেমন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



20231022_115614_0000-01.jpeg

Canva দিয়ে তৈরি



কাল থেকে মার্কেট একটু নড়াচড়া করেছে এজন্যই আবার মার্কেট নিয়ে কথা বলতে আজকের এই পোস্ট লিখতে বসেছি। আমি ২০২১ সালে যখন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করি তখন মোটামুটি মার্কেট ভালোই ছিল তবে তারপর থেকেই মার্কেট ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে যদিও লেভেল পাস করে কিছুদিন মার্কেট ভালো পেয়েছিলাম হবে তখন আর স্টিম বিক্রি করার স্বাদ নিতে পারিনি কারণ তখন লক্ষ্য ছিল নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি করে স্থায়ী ভাবে কাজ করে এগিয়ে যাব। তবে ভেরিফাইড মেম্বার হওয়ার প্রায় ছয় মাস পরে একবার মোটামুটি ভালো দামে কিছু স্টিম সেল করেছিলাম আর সেটা ছিল ঈদের আগের সময়। আবার তার পর থেকে SBD পে আউট বন্ধ হয়ে গিয়েছে আর পুনরায় চালু হয়নি। এর মাঝে যারা নতুন ইউজার এসেছে তারা আসলে SBD সম্পর্কে হয়তো অনেকটাই অবগত নয়। বলতে গেলে তাড়া SBD এর স্বাদ নিতে পারেনি।

এই কমিউনিটিতে আমরা সবাই কাজ করি নিজেদের সময়টা ভালোভাবে পার করার জন্য তবে সেই সময়টা ভালোভাবে পার করার পাশাপাশি যদি কিছু অর্থ রোজগার করা যায় তাহলে সেটাই মন্দ হয় না। স্টিম মার্কেট যদি মোটামুটি ভালো পজিশনে থাকে তাহলে আমরা সবাই প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা রোজগার করতে পারবো যেটা একটা পরিবারের খরচ বহন করার জন্য যথেষ্ট কেননা বর্তমান সময়ে প্রতিটা দ্রব্যমূল্যের দাম এত পরিমানে বেড়েছে সেটা আসলে বলার না। নিজের প্রফেশনাল প্রেসার পাশাপাশি কোন জায়গা থেকে যদি নিজের পরিবারের খরচটা বহন করা যায় তাহলে নিজের প্রফেশনাল পেশার ইনকামটা ভবিষ্যতের জন্য রয়ে গেল। এই জন্যই প্রতিটা ইউজারের ইচ্ছা স্টিম মার্কেট টা ভালো থাকুক। এখানে আরো যারা ইনভেস্ট করেছে তাদের স্বপ্নটা পূরণ হোক।



আমি দীর্ঘদিন যাবতি একটু আর্থিক সমস্যা নিয়ে ভুগতেছি তার জন্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম যেন স্টিম মার্কেট টা একটু সচল হয় কেননা কিছুদিন ধরে অনেকটা বেশী মার্কেট ডাউন ছিল। মজার বিষয় হচ্ছে কিছুদিন আগে আমি স্টিম মার্কেট বৃদ্ধি পেয়েছে এই নিয়ে একটি স্বপ্ন দেখেছিলাম যদিও সেই স্বপ্নের গল্পটা পোস্টের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করেছি আর সেই পোস্টে অনেকেই তাদের বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেছে। তবে স্বপ্নটা যে এভাবে সত্যি হয়ে যাবে সেটা কখনো চিন্তা করতে পারিনি। যদিও স্বপ্নে দাম অনেক বৃদ্ধি পেয়েছিল তবে এখানে তুলনামূলক অতটা বৃদ্ধি না পেলেও কিছুটা তো বৃদ্ধি পেয়েছে এটাই বলতে গেলে আমাদের কাছে স্বস্তি কেননা দীর্ঘদিন পরে যদি একটু মার্কেট বৃদ্ধি পায় সেটা ইউজারদের জন্য আসলেই স্বস্তির বিষয়।



গতকাল থেকে যেহেতু মার্কেট একটু আপ ডাউন করছে তাই কমবেশি সবসময়ই মার্কেটের খোঁজ নেওয়ার চেষ্টা করছি তবে একটি জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে মার্কেট বৃদ্ধি পাওয়ার পরে ২০ সেন্ট থেকে ২৩ সেন্ট এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আমি চাইছি মার্কেটটা এমন পর্যায়ে থাকুক যেন ইউজাররা সব ধরনের সুবিধা পায়। হয়তো আমাদের সেই সুদিনটা আসবে যেটা প্রতিটা ইউজার মন থেকে আশা করে আছে আর মার্কেটের সেই পরিবর্তনটা আমরা খুব দ্রুতই দেখতে পাবো কেননা কয়েক দিন ধরে মার্কেট একটু বৃদ্ধি পাচ্ছে আর এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের সুদিন খুব শীঘ্রই চলে আসবে।



আসলে মার্কেটের ভবিষ্যৎ নিয়ে আমার তেমন কোন ধারণা নেই বা কি রকম দাম উঠবে সেটা নিয়েও কোন ধারণা নেই শুধু মনের মধ্যে যে অনুভূতিগুলো ছিল সেগুলো এই পোস্টের মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। কেননা দীর্ঘদিন যাব ত যেহেতু মার্কেট ডাউন রয়েছে আর হঠাৎ করে মার্কেট কিছুটা বৃদ্ধি পেয়েছে তাই মনে এমন অনুভূতি জাগ্রত হওয়া স্বাভাবিক। আজকে আর বেশি কথা বলবো না এখানেই বিদায় নিব, সবাই মন থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন মার্কেট আরো বৃদ্ধি পায় আর আমরা সবাই স্বাবলম্বী হতে পারি।





🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 last year 

জি ভাই ঠিক বলেছেন আপনি আর আমি তো এক ব্যাচেরই ছিলাম মনে হয়, পূর্বে যে রকম মার্কেট আমরা ভেরিফাইড হওয়ার পরেই খুব বেশি একটা সময় পাইনি। তবে এটা সত্য তখন অনেক পরিমান আয় করা যেত। আমিও খুব আশাবাদী আমাদের মার্কেট একটু ভালো পজিশনে যাওয়ার।

 last year 

আসলে মার্কেটের ঊর্ধ্বগতি দেখে আমাদের কমিউনিটির সবাই বেশ খুশি। কারণ অনেক দিন যাবৎ মার্কেট ডাউন ছিলো। আশা করি আগামী বছর স্টিম মার্কেটের অবস্থা আরও ভালো হবে। তবে আপনি স্বপ্নে দেখেছেন স্টিম এর দাম বেড়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। আসলে আমরা অনেক সময় যেটা নিয়ে চিন্তা ভাবনা করি, সেটা অনেক সময় স্বপ্নে দেখি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আজ কয়েক দিন ধরে মার্কেটের ঊর্ধ্বমুখী দেখে মনের ভেতরে বেশ ভালো লাগা কাজ করছে বন্ধু। আমরা সবাই চাই স্টিমের দাম অনেক অনেক বৃদ্ধি পাক। আমরা আশা করি সৃষ্টিকর্তা আমাদের মনের আশা পূর্ণ করবে। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমার মনের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

মার্কেট উঠবে নামবে এটাই স্বাভাবিক। তবে শেষ ডাউন টা দিয়েছিল ইসরায়েল হামাস এর যুদ্ধের জন্য। তবে সেটাও ভালো মার্কেট একটা ক‍্যারেকশন নিয়ে আবার উঠে আসলো। স্টিমিট এর দাম বাড়লেই এসবিডি পেআউট চালু হবে যেটার অপেক্ষায় রয়েছি। আশাকরি খুব দ্রুতই আবার সেই ২০২১ এর সময় টা ফিরে পাব। আর্থিক সংকটে আমি নিজেও রয়েছি। মার্কেট এর এমন উর্ধগতি দেখলে বেশ ভালোই লাগে আমার কাছে।

Posted using SteemPro Mobile

 last year 

ভাই ক্রিপটো কারেন্সির মার্কেটে আপ ডাউন চলতেই থাকবে। আপনি যেদিন এই পোস্টটি লিখেছিলেন সেইদিনের থেকে এখন অনেকটা বেড়ে গেছে স্টিমের দাম। আপনি হয়তো এই মুহূর্তে অনেক বেশি খুশি হবেন এই ব্যাপারটা জেনে। আমি যখন থেকে কাজ শুরু করেছি মার্কেট ডাউনই দেখেছি। এখন একটু আপ যাচ্ছে মার্কেট, এই ব্যাপারটা খুব ভালো লাগছে আমারও। আমাদের সুদিন মনে হচ্ছে চলে এসেছে ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63