সতেজ সকাল। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ২৭শে শ্রাবণ | ১৪৩২ বঙ্গাব্দ | সোমবার | বর্ষা-কাল|
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
এই মাসের পুরোটা সময় ধরেই সকালের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করেছি ভোরবেলা ঘুম থেকে উঠে যখন হাঁটতে বের হয় তখন সকালের এই সতেজ আবহাওয়াটা উপভোগ করি। আসলে সকালের আবহাওয়াটা সতেজ থাকার অনেকগুলো কারণ আছে। প্রথমত সকালবেলায় রাস্তায় তেমন একটা গাড়ি থাকে না যার কারণে ধুলাবালি গাড়ির কালো ধোয়া এগুলোর কোন কিছুই থাকে না আর সকালবেলায় আবহাওয়াটা ঠান্ডা থাকে তাই অন্যান্য সময়ের তুলনায় সকালের আবহাওয়াটা সতেজ মনে হয়।
তাছাড়া আপনি যদি নদী কেন্দ্রিক এলাকায় সকালের সৌন্দর্যটা উপভোগ করেন সে ক্ষেত্রে এই সতেজতা আরো গভীরভাবে অনুভব করতে পারবেন। কয়েকদিন ধরে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাই নদীর পাড়ের সৌন্দর্যটা যেন আরো ভালো লাগে যতদূর চোখ যায় শুধু থৈ থৈ পানি। বর্ষাকালের নদী কেন্দ্রিক সৌন্দর্যের মধ্যে এই সৌন্দর্য টা সবার কাছেই আকর্ষণীয় মনে হয়। তবে আমরা নদী কেন্দ্রিক এলাকায় গেলেই সকাল বেলা মাছের আড়তে গিয়ে টাটকা নদীর মাছ গুলো দেখার চেষ্টা করি।
প্রতিদিনের মতো সেদিন সকালেও হাঁটতে হাঁটতে প্রথমে মাসের আরতের দিকে গেলাম দেখলাম অনেক রকমের মাছ আসতে শুরু করেছে তবে খুব বেশি সকালে গেলে অপেক্ষা করতে হয় যেহেতু আমরা অনেক বেশি সকালে হাঁটতে বের হই সেহেতু তখনও খুব বেশি মাছের আনাগোনা শুরু হয়নি তবে সব ধরনের মাছ আসতে শুরু করেছে। নদীর মাছ আর পুকুরের মাছগুলো দেখলে খুব সহজেই চেনা যায় নদীর মাছগুলো চকচকে টাইপের হয় আর পুকুরের মাছগুলো দেখবেন কিছুটা কালচে টাইপের। আচ্ছা উপরের ছবি দেখে কেউ বলতে পারবেন কোনটা নদীর মাছ আর কোনটা পুকুরের মাছ।
আমরা প্রথম অবস্থায় সকাল বেলা ৪ কিলোমিটার হাটার পরে নদীর পাশে গিয়ে নৌকার উপর বসে কিছু সময় রেস্ট নেই অর্থাৎ নদীর সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করার চেষ্টা করি। হালকা ঠান্ডা বাতাস আর নদীর এই অপরূপ সৌন্দর্য সব মিলে যেন নিজের মনটাকে সতেজ করার জন্য পারফেক্ট একটা লোকেশন। যারা সকালবেলায় নদীর এই সৌন্দর্যটা উপভোগ করেছে তারাও অবশ্য এই কথাগুলোর মূল্যায়ন করতে পারবে।
যখন আমরা সেখান থেকে আবার বাসার উদ্দেশ্য রওনা হলাম তখন একটু খারাপ লাগছিল এমন সৌন্দর্য উপভোগ করা বাদ দিয়ে বাসায় ফিরে যাব?? উপরের ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে লেরা নৌকা নিয়ে সব ঘাটে চলে এসেছে রাতভর জাল ফেলে মাছ শিকার শেষে মাছের আড়তে মাছ বিক্রি করার জন্য ফিরে এসেছে আর আমরা সেই নৌকাগুলোর উপর বসেই নদীর সৌন্দর্যটা উপভোগ করি তাছাড়া নদীর পাড়ে এই বিশাল বট বৃক্ষ যেন শত বছর পুরনো। এর আগে একবার একটা ফটোগ্রাফিতে অবশ্য এই বটো বৃক্ষ নিয়ে অনেক তথ্য শেয়ার করেছিলাম।
এই গাছের নিচে অনেক পুরনো একটা কালীমন্দিরে আছে। আশপাশের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তারা এখানে ছুটে আসে। আশপাশ এলাকায় যে কারো কাছে এই কালী মন্দিরের কথা বললে একবারেই চিনতে পারে কারণ এই মন্দিরের বয়স প্রায় শত বছর। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই এই মন্দির আর এই বটবৃক্ষ টা ঠিক একইভাবে দেখে আসছি যেন কোন পরিবর্তন নেই হ্যাঁ বটবৃক্ষ টা কিছুটা বড় হলেও মন্দিরটা যেন সেই একইভাবে রয়ে গিয়েছে। কবে গত কয়েকদিন আগে জানতে পেরেছিলাম এই মন্দিরের পাশেই নাকি এক সময় শ্মশান ছিল তবে এখন আর নেই। যাই হোক সকাল বেলায় এরকম সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালই লাগে তাই প্রতিদিনই হাঁটতে বের হই আর এই সকালের সৌন্দর্যটা উপভোগ করি।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | আগষ্ট,২০২৫ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Daily Tasks.
Link 🔗
https://x.com/KaziRai39057271/status/1954845494078996768?t=9d9DCPiFy9yRJAEkG7Lvmw&s=19
https://x.com/KaziRai39057271/status/1954845801420910637?t=ZXxc93BNw3Rkl-wElU17og&s=19
https://x.com/KaziRai39057271/status/1954846188127322190?t=9-d_pv-Tmm6KUoV8K3cxYQ&s=19
https://x.com/KaziRai39057271/status/1954846495376822557?t=wvsmjlhwBCC8rmrqgEp7sg&s=19
@kazi-raihan, Assalamualaikum! Your post beautifully captures the serene charm of rural Bangladesh during the monsoon season. The descriptions of the morning walks, the bustling fish market, and the ancient Kali temple under the banyan tree are so vivid. The photos truly enhance the experience, making us feel like we're right there with you, enjoying the fresh air and river views.
It's wonderful how you connect with nature and share your experiences with the community. Your dedication to highlighting the beauty of your surroundings is truly inspiring! I'm curious, what's your favorite fish to eat from the river? Thanks for sharing this slice of Bangladeshi life with us! Keep up the fantastic work within the Amar Bangla Blog community!