বৃষ্টি|| by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -২০শে শ্রাবণ | ১৪৩০ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



png_20230804_114729_0000.png

Canva দিয়ে তৈরি



এখন বর্ষার সময় তাই প্রতিদিনই আকাশে মেঘ জমে কিন্তু বৃষ্টিটা নিয়মিত নেই তবে আজকে সকালবেলা আকাশে প্রচন্ড মেঘ ছিল ভেবেছিলাম হয়তো সকালে প্রচন্ড বৃষ্টি হবে কিন্তু না সকালে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। প্রতিদিন সকালে শারীরিক সুস্থতা এবং শরীর ফিট রাখার জন্য হাঁটাহাঁটি করা হয় তাই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আকাশে মেঘ তাই বাসার ছাদে গিয়ে মেঘলা আকাশের ছবি তুললাম। যদিও বাঁশ বাগানের আড়ালে পুরোপুরি মেঘলা আকাশের দৃশ্যটা পুরোপুরি তুলে ধরতে পারিনি তার পরেও দেখে অবশ্য বুঝতে পারবেন আসলে আকাশে কতটা মেঘ জমেছিল। পরবর্তীতে যখন হাঁটা শুরু করলাম তখন কিছু সময় যাওয়ার পরে ফাঁকা জায়গা থেকে লক্ষ্য করতে পারলাম আসলেই সকালবেলা বেশ ভালো মেঘ ঘিরে ধরেছে। হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পরেই বৃষ্টি শুরু হল তাই দৌড়ে আপাতত বৃষ্টি থেকে মুক্তির জন্য একটি ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম।



20230802_073227.jpg

20230802_073618.jpg

20230802_073623.jpg



ছাওনির নিচে দাঁড়ানোর পরে বৃষ্টি আর বেশি সময় স্থায়ী হয়নি সর্বোচ্চ বোধহয় পাঁচ মিনিট গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে সে বৃষ্টিতে আপাতত পথঘাট কিছুটা ভিজেছে তবে পরিবেশটা মোটামুটি ঠান্ডা হয়েছিল। যেহেতু আকাশে প্রচন্ড মেঘ ছিল তাই সকাল বেলা আর সূর্য উঠেনি তারপর গুড়ি গুড়ি বৃষ্টিতে আবহাওয়া টা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল তাই সকালবেলার হাটাহাটি করতে আরও বেশি মজা লাগছিল তবে বৃষ্টি হওয়ার কারণে আর বেশি দূরে যাওয়া হয়নি অল্পতেই বাসায় ফিরে এসেছিলাম। পরবর্তীতে বাসায় ফেরার পরে অবশ্য একটা লম্বা ঘুম দিয়েছিলাম কারণ আবহাওয়াটা ঠান্ডা ছিল আর সূর্যের দেখা তো সকাল থেকে ছিলই না তাই ঘুমোনোর দারুন একটা ফিলিংস হচ্ছিল। মজার বিষয় ঘুম থেকে উঠে আবার দেখলাম সেই একই মেঘ আকাশে তবে বাজারে একটু কাজ থাকায় গোসল করে দ্রুত বাজারে আসলাম। বাজারে এসে দেখলাম কালো মেঘ আকাশটা ঘিরে নিচ্ছে। দেখতে দেখতে হঠাৎ যেন রাতের মত অন্ধকার হয়ে আসলো আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হল।



20230803_154512.jpg

20230803_154826.jpg

20230803_154859.jpg

20230803_154946.jpg

20230803_154913.jpg



ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকল আর আমিও অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম যে কবে একটু ভরপুর বৃষ্টি দেখতে পারব আর সে বৃষ্টি ভেজা ছবি নিয়ে আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করতে পারব তবে অবশেষে যেন সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছিল। মোটামুটি এই মাসের মধ্যে এই ছিল সর্বোচ্চ বৃষ্টি যদিও বৃষ্টি তুলনামূলক অনেক কম হচ্ছে তবে মোটামুটি ভালই হয়েছিল যদি উপরের ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। মজার বিষয় হচ্ছে অনেকদিন যাবত রাস্তার পাশে বৃষ্টির পানি জমে থাকতে দেখিনি তবে আজকের বৃষ্টিতে রাস্তার পাশে একটু পানি জমে থাকতে দেখেছি। হয়তো সবে বৃষ্টি শুরু হয়েছে এখন ধীরে ধীরে প্রতিদিন এরকম একটু একটু বৃষ্টি হলেই হয়তো একটু বর্ষার আভাস পাওয়া যাবে। তবে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল যদি একটানা আধা ঘন্টা বৃষ্টি হতো তাহলে হয়তো খাল বিলে একটু পানি জমতে দেখা যেত। তবে আমার মনে হয় যেহেতু বৃষ্টি শুরু হয়েছে এখন টুকটাক দেখা যাবে।



20230803_154735.jpg

20230803_180610.jpg



বেশিরভাগ সময়ই বৃষ্টি হওয়ার পরে ধীরে ধীরে আকাশটা কেমন যেন লাল হয়ে যায়। উপরের প্রথম যে ছবিটা দেখছেন সেটা বৃষ্টির পরবর্তী সময়ে যখন বৃষ্টি থেমে গেল আর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যেতে লাগলো তখন তুলেছিলাম আর দ্বিতীয় যে ছবিটা দেখছেন সেটা আমাদের বাজারের মার্কেটের ছাদ থেকে তোলা। তবে মেঘলা আকাশের চেয়ে বৃষ্টির পরবর্তী সময়ে আকাশে যে হালকা লাল মেঘ আর কালো মেঘের কম্বিনেশনটা থাকে সেই সৌন্দর্যটাই আমার কাছে বেশি সুন্দর লাগে। বিকাল পাঁচটার পরে আকাশে এরকম মেঘ দেখতে পেলাম হয়তো সূর্যটা অস্ত যাচ্ছে বলেই আকাশে এরকম সৌন্দর্যটা লক্ষ্য করা যাচ্ছে। তবে বর্ষার সময় অনেক মজার ঘটনা ঘটে যেমন এক এলাকায় বৃষ্টি হচ্ছে আর অন্য এলাকায় ঝলমলে রোদ্দুর। আবার রোদ্দুরের মাঝেও বৃষ্টি এমনটা লক্ষ্য করা যায় আর এই আবহাওয়াকে অনেকেই খাকশিলার বিয়ের সাথে তুলনা করে হা হা হা।

যাইহোক সৃষ্টিকর্তার কাছে দোয়া রাখছি যেন ভরপুর বৃষ্টি হয়। আর বিশেষ করে এদেশের কৃষকদের সবচেয়ে বেশি বৃষ্টির প্রয়োজন কারণ তারা বৃষ্টির অভাবে জমি চাষ করতে পারছে না। তবে পরবর্তী দিন যদি আবার ভরপুর বৃষ্টি হয় তাহলে সেই ভরপুর বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফির সাথে সেই দিনটির কাহিনী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়আগষ্ট,২০২৩



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG-20211015-WA0027.jpg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 last year 

ধন্যবাদ।

 last year 

হুম আজকে কিন্তু প্রশান্তির বৃষ্টি হয়েছে। প্রথমে অল্প হলেও দুপুরের পরে অনেক জোরে বৃষ্টি হয়েছে। যদিও বাসা থেকে তেমন বের হওয়া হয়নি। তবে ঘরের জানালা দিয়ে দেখলাম বেশ জোড়ে সোড়ে বৃষ্টি হয়েছে। ধরনী কে কিছু টা শান্ত করে দিয়েছে। তবে বিকেলের আকাশ কিন্তু বেশ পরিস্কার পরিচ্ছন্ন। যাই হোক বাহিরে যেয়ে বৃষ্টি দেখা না হলেও কিন্তু আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে বৃষ্টির ‍ কিছুটা ঝলক দেখা গেল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

তবে আমাদের এলাকায় কিন্তু সেরকম ভারি বর্ষণ হয়নি। যাইহোক যেহেতু বৃষ্টি শুরু হয়েছে ইনশাল্লাহ হবেই।

 last year 

আসলে ভাই বৃষ্টি হলে আল্লাহর রহমত। তবে এই বছরে বৃষ্টির সেই ধরনের ধার নেই। অর্থাৎ জোরালোভাবে কোন বৃষ্টি নেই। আমি ছোটকালে দেখেছি বর্ষার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। কিন্তু বর্তমান সময়ে মেঘ হচ্ছে অথচ বৃষ্টির কোন নাম নেই। তবে বৃষ্টির সময় পরিবেশ যেন একেবারে ভিন্ন রকম হয়ে যায়। যখন মেঘ হয় তখন ঘন কালো হয়ে আসে বৃষ্টি হলে সবকিছু সজিব হয়ে ওঠে। সব মিলিয়ে বৃষ্টি হলে মানুষের রহমত স্বরূপ।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই বৃষ্টি আল্লাহর রহমত। মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভাই আপনাদের এলাকায় হয়তো প্রশান্তির বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এলাকাতে বৃষ্টির কোন ছায়াও পড়েনি। আসলে আমি ছোটবেলায় দেখছি বর্ষাকালে অনেক বৃষ্টি হতো কিন্তু এখন আর সেই বৃষ্টির ধারা নেই। আসলে বর্ষাকালে বৃষ্টি হবে প্রকৃত বিভিন্ন সময়ে বিভিন্ন সাজে মেতে উঠবে দেখতে তো বেশ ভালোই লাগবে ভাই। আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে জানতে পেরে বেশ ভালো লাগলো ভাই। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

এখনকার সময়ে এমন হয় দেখা যাচ্ছে পাশের এলাকায় বৃষ্টি হচ্ছে কিন্তু অন্য এলাকায় বৃষ্টি নেই।

 last year 

সকাল বেলা হাটতে গিয়ে বৃষ্টির সাথে ভালই মোলাকাত হয়েছে। বৃষ্টিকে নিয়ে আপনার অনুভূতি পড়ে ভালই লাগলো। আমাদের দিকেও দুই দিন যাবৎ বৃষ্টির কারনে সূর্য মামার দেখা নেই। বৃষ্টি আসা ভাল,আমিও চাই আরো বৃষ্টি হোক। ধন্যবাদ।

 last year 

আসলে ভাই আশা করছিলাম ভারী বর্ষণ হবে কিন্তু সে রকম আর বৃষ্টি হলো কোথায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47