🎈শুভ জন্মদিন দাদা🎂 🎊🎉
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ২১শে অগ্রহায়ণ | ১৪৩০ বঙ্গাব্দ | বুধবার | হেমন্তকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
প্রথমেই @rme দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই তার প্রতিটা দিন সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো কাটুক এই কামনাই করি। তার মতো একজন মহৎ মানুষকে আমরা বটবৃক্ষের মতো মত পেয়ে সত্যি গর্বিত। সব সময় মানুষ তাদের প্রিয় জিনিসগুলোকে চিরদিন মনে রাখে আর প্রিয় মানুষগুলোর জন্মদিনের কথাও কিন্তু সব সময় মনে রাখে। ৫ই ডিসেম্বর এই তারিখটা হয়তো আজীবন স্মরণীয় হয়ে থাকবে কারণ এই তারিখটাই এমন একজনের জন্মদিন যে একটা পুরো পরিবার আগলে রেখেছে। শুধু একটি পরিবার আগলে রেখেছে এমনটা নয় সেই পরিবারের সদস্য গুলোর পুরোটা দায়িত্ব নিয়েছে। মানুষের জীবনে প্রতিনিয়ত টাকার প্রয়োজন আর আমাদের দাদা আমাদের সবার জন্য এমন একটা কর্মস্থল তৈরি করেছেন যেটা থেকে প্রতিনিয়ত আমরা কিছু টাকা ইনকাম করে আমাদের জীবনটাকে স্বাভাবিকভাবে পরিচালিত করতে পারছি। একজন বড় ভাইয়ের যে দায়িত্ব আমার মনে হয় দাদা সেই দায়িত্বটা আমাদের সবার ক্ষেত্রেই পালন করছে। ছোটখাটো ভুলগুলো ক্ষমা করে দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে চলেছে।
মানুষের মহৎ কাজগুলো কিন্তু পৃথিবীতে আজীবন রয়ে যায় তবে মানুষ কিন্তু পৃথিবীতে আজীবন থাকে না। দাদা এই প্লাটফর্মকে দাঁড় করিয়েছে আর এখানে অনেক মানুষের কর্মস্থল তৈরি করেছে নিঃসন্দেহে এটা একটা মহৎ কাজ যা থেকে ইনকাম করে অনেকেই তাদের অনেক চাহিদা পূরণ করছে। শুধু তাই নয় যে ফান্ড তৈরি করা হয়েছে সেই ফান্ড থেকে বিভিন্ন অসহায় বা বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষ গুলোকে সাহায্য করা হচ্ছে। এই যে তিনি একটা মহৎ উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। একবার চিন্তা করুন কত বড় মনের মানুষ হলে এমন বড় বড় উদ্যোগ নেওয়া যায়। আবার কত বড় দায়িত্ব নিলে এমন একটি পরিবার একা সামলে নেওয়া যায় আসলে তার বিষয়ে যতই বলি না কেন সেটা যেন কম হবে।
দেখুন আপনি যদি একটা কর্মস্থলে কাজ করতে চান তাহলে সেটা সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে কিন্তু যদি আমাদের এই কমিউনিটির কথা বলি তাহলে এখানে কিন্তু প্রথমে আপনাকে ক্লাসের মাধ্যমে বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে আর সেটা একদম ফ্রি। আপনি যদি একটা সরকারি স্কুলে লেখাপড়া করতে যান তাও কিন্তু আপনার প্রতি মাসে কিছু টাকা গুনতে হবে কিন্তু আপনি এখানে ক্লাস করে বিষয়গুলো সম্পর্কে ধারণা নিবেন সেটা একদম ফ্রি কোন টাকা লাগবে না আর এই প্লাটফর্মের পুরোপুরি দায়িত্ব নিয়েছে আমাদের দাদা। তার এই মহৎ উদ্যোগে আমরা কিন্তু তার কাছে কৃতজ্ঞ। একজন লোক যদি এরকম মহৎ কাজগুলো করে তাহলে তার প্রতি কিন্তু অটোমেটিকলি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। তাকে সামনাসামনি কখনো দেখিনি তবে তাকে অনেক সম্মান করি তাকে অনেক ভালোবাসি শুধু তার নামটা শুনলেই অটোমেটিকলি তার প্রতি ভালোবাসা জেগে ওঠে। তার নাম শুনলেই যেন মনে হয় সে আমার অনেক কাছের একজন ভাই। দেখুন তার প্রতি এমন ভালোবাসা সৃষ্টি হওয়ার কারণ কিন্তু তার এই মহৎ কাজগুলো দেখেই।
প্রথম যেদিন শুভ ভাই এনাউন্সমেন্ট দিয়েছিল সেদিন থেকেই প্রতিদিন রাত ৯ টা বাজলেই আমি ডিসকোর্ড এ গিয়ে দেখতাম আসলে হ্যাংআউট আজকে কিনা। কারণ সেখানে তো কোন তারিখ উল্লেখ করা হয়নি। আমি কোনমতে চাইছিলাম না এই বিশ্বাস হ্যাংআউটের একটা মিনিট আমি মিস করি। আরো মজার বিষয় হচ্ছে দাদা বৌদির বিবাহ বার্ষিকী এবং দাদার জন্মদিন দুটো মিলেই এই হ্যাংআউটের আয়োজন করা হয়েছে। হয়তো হ্যাংআউটে গান বা কবিতা লিখে পার্টিসিপেট করতে পারিনি বা নাম জমা দিতে পারিনি তবে তাই বলে তাদের প্রতি ভালোবাসার কমতি আছে এমনটা নয়। আর ভবিষ্যতেও তাদের প্রতি যে ভালবাসার কমতি হবে এমনটাও নয়। ভালোবাসা তো মন থেকে সৃষ্টি হয় আর তাদের প্রতি অলরেডি অঢেল ভালোবাসা সৃষ্টি হয়েছে যেটা সামান্য এই পোষ্টের মাধ্যমে লিখে তো প্রকাশ করা যায় না। আর মনে তাদের নিয়ে যতটা আবেগ আছে তার কিছুটা অংশ যদি এই পোস্টে প্রকাশ করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো কিন্তু হঠাৎ করেই আবেগটা কেমন যেন হয়ে গিয়েছে তাদের নিয়ে লিখতে পারছি না যতটাই লিখছি যেন অতি ক্ষুদ্র মনে হচ্ছে।
যাইহোক @rme দাদা এবং @tanuja বৌদির জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আসলে এই ছোট ভাই দূর দেশে থেকেও তাদের জন্য কিছু গিফট তো আর পাঠাতে পারছে না তাই দূর থেকে দোয়া আর ভালোবাসা দিয়েই সেটা পূরণ করার চেষ্টা করল। আমার দোয়া ও ভালবাসা গ্রহণ করবেন। আপনাদের ভবিষ্যৎ দিনগুলো টিনটিন বাবুকে নিয়ে অনেক সুখের কাটুক। আর সৃষ্টিকর্তার রহমত আপনাদের উপর বর্ষিত হোক এমন দোয়া করি। ভালো থাকবেন সেই সাথে এই ছোট ভাইয়ের ভালবাসা নিবেন।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা দাদাকে। দাদার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন আপনি। আজকে কিন্তু অনেক বেশি মজা হবে হ্যাংআউটে। দাদা বৌদির বিবাহ বার্ষিকী এবং দাদার জন্মদিন উপলক্ষ্যে একই দিনে হ্যাংআউটের আয়োজন করা হয়েছে। দাদা বৌদি যেন সবসময় ভালো থাকে এবং তাদের সন্তানকে নিয়ে হাসিখুশিভাবে দিন কাটায় সারা জীবন দোয়া করি সব সময়।
হ্যাঁ দাদা বৌদির জন্য দোয়া এবং ভালোবাসা তো থাকবেই।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দাদার জন্মদিন উপলক্ষে আজকে আপনি দাদাকে উইশ করে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইজান। আপনার এই পোস্ট দেখে কিন্তু আমি মুগ্ধ হয়েছি। সুন্দরভাবে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো উপস্থাপন করেছেন আর দাদাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আর এভাবেই আমাদের সুন্দর একটি ব্লগ পরিবার এগিয়ে যাবে সামনের দিকে সেই আশা ব্যক্ত করলাম।
আসলে দাদার প্রতি সবার মন থেকে ভালোবাসা সৃষ্টি হয়েছে যাই হোক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
দাদা অনেক সুন্দর করে এই পরিবারটাকে আগলে রেখেছে। দাদার অবদানের কথা যতই বলবো ততই কম হবে। দাদা সব সময় যেন হাসিখুশি ভাবে জীবন কাটাতে পারে এবং কি নিজের পরিবারকে নিয়ে ভালো থাকে দোয়া করি সব সময়। উনার জন্য এবং উনার পরিবারের সবার জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। এই পোষ্টের মাধ্যমে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এটা দেখেই আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। আমার কাছে আপনার পুরো পোস্টটা পড়তে খুব ভালো লেগেছে।
হ্যাঁ একদম বটবৃক্ষ যেভাবে আগলে রাখে ঠিক সেভাবেই এই পরিবারটাকে আগলে রেখেছে।
একদম ঠিক কথা বলেছেন ভাই। প্রিয় দাদা আমাদের সব সময় বটবৃক্ষের ছায়ার মত আমাদের মাথার উপরে আসেন এবং তিনি আমাদের প্রতিনিয়ত ছায়া দিয়ে যাচ্ছেন।
মূলত আমরা সকলে দাদার জন্য দোয়া করি সৃষ্টিকর্তা যেন তাকে দীর্ঘজীবী করুক এবং সুস্থ জীবন নিয়ে দাদা যেন পরিবারের সঙ্গে ভালো একটা সময় অতিক্রম করতে পারে সেই কামনা করি।
দাদার জন্মদিনে শুধু এতটুকুই অন্তর থেকে বলতে পারি শুভ জন্মদিন আমার বাংলা ব্লগের ফাউন্ডার ও আমাদের সকলের প্রিয় আইডল @rme
#happybirthday
ধন্যবাদ ভাইয়া।
শুভ জন্মদিনে দাদাকে উইশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। সত্যি দাদার প্রতি আমাদের সবার ভালোবাসাটা প্রচন্ড। আজকে হ্যাংআউটে অনেক মজা হবে রেডি থেকো বন্ধু।
এমন মহৎ মানুষের প্রতি ভালোবাসা থাকবে এটা স্বাভাবিক।