ভালোবাসা ||১০% লাজুক খ্যাকের জন্য by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -২৯শে পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | শীতকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



png_20230109_224608_0000-01.jpeg

Canva দিয়ে তৈরি



একটা পরিবারের প্রতিটা সদস্যের প্রতি গভীর ভালোবাসা থাকে। ছোট ভাই বোন বা বাবা-মা যাই বলেন পরিবার তো ভালোবাসা নিয়েই তৈরি হয়। বিশেষ করে যারা একটু বড় থাকে, যেমন ধরুন বড় বোন বা বড় ভাই তারা ছোটদের প্রতি একটু বেশি দুর্বল হয়। বড় ভাই বলে ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা থাকে। আজকে আমি এই টপিক নিয়ে কথা বলছি কারণ হচ্ছে আমার ছোট ভাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবাসিক মাদ্রাসায় শিফট হয়েছে। আমার ছোট ভাইয়ের বয়স মাত্র ১৪ বছর। ফেব্রুয়ারি মাস পার হলে তার বয়স পুরোপুরি চোদ্দ বছর হবে। ছোট ভাইয়ের অনুপস্থিতি প্রতিটা মুহূর্তে আমাকে স্মরণ করিয়ে দেয় তার কণ্ঠস্বর। সে আমাকে রায়হান ভাই বলে ডাকত আর সেই আওয়াজ আমি বারবার অনুভব করি। মাঝে মাঝে তার সব কথা মনে পড়লে চোখে জল এসে যায়। বিশেষ করে রাত্রিবেলা ঘুমানোর আগে তার কথা একটু বেশি মনে পড়ে।



আবাসিক মাদ্রাসায় শিফট হওয়ার পরে গত পরশুদিন আমি তাকে দেখতে গিয়েছিলাম। কুষ্টিয়াতে সারাদিন অনেক কাজ ছিল আর কাজগুলো কমপ্লিট করে বাসায় আসতে প্রায় রাত হয়ে গিয়েছিল। ছোট ভাই বর্তমানে কুমারখালী মোহাম্মাদিয়া আবাসিক মাদ্রাসায় ভর্তি হয়েছে। বাসায় ফেরার সময় কুমারখালী ছোট ভাইয়ের সাথে দেখা করার জন্য গিয়েছিলাম। মেইন গেইটে কথা বললে জানতে পারলাম ছোট ভাই বর্তমানে পঞ্চম তলায় সিট পেয়েছে। আমি সোজা পঞ্চম তলায় গিয়ে দেখতে পারলাম ওর বয়সী অনেক ছেলে রয়েছে। দূর থেকে দেখতে পেলাম সে তার সমবয়সী বন্ধুদের সাথে কথা বলছে।ও আমাকে দেখেই কাছে চলে আসলো আর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। অনেকদিন বাসার কোন লোকজনের সাথে তার দেখা হয়নি তার জন্য হয়তো একটু কষ্ট লাগছে এর জন্যই কান্নাকাটি করছে কিন্তু ওর কান্না দেখে আমি নিজেও প্রায় কেঁদে ফেলেছিলাম। ওর জন্য আমার এত পরিমাণ খারাপ লাগছিল আর এত মায়া লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজেকে শক্ত করলাম আর ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম।



brothers-457234_1280.jpg

Source



আমি লক্ষ্য করলাম ও আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর চোখের পানি ওর সোয়েটার বেয়ে বেয়ে পড়ছে। আমি ওর চোখের পানি মুছে দিলাম আর ওকে একটু শান্ত করলাম। আমি টপিক ঘোরানোর জন্য ওকে জিজ্ঞাসা করলাম বিকেলবেলা কি কোথাও ঘুরতে গিয়েছিলে?? ও আমার প্রশ্নের উত্তরের জবাবে একটু হেসে বলল আমরা বিকালে পার্কের পাশে ঘুরতে গিয়েছিলাম আর নতুন ব্রিজ দেখে আসছি। নতুন ব্রিজ বলতে গড়াই নদীর উপরে একটি সেতু হচ্ছে সেখানে গিয়েছিল। যাইহোক টপিক ঘুরিয়ে অন্য অনেক কথা জিজ্ঞাসা করার পরে আমি ওকে ৫০ টাকার একটি নোট বের করে দিলাম যে বাইরে যখন যাবে এই টাকা দিয়ে কিছু খেতে মন চাইলে কিনে খাবে। আমি যখন গিয়েছিলাম তখন মাগরিবের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাই খুব বেশি সময় দাঁড়াতে পারিনি। সেখানে আজান হওয়ার আগে থেকেই ছাত্ররা নিজেকে তৈরি করে নেয়। যাইহোক আমি তাকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।



camera-4332111_1280.jpg

Source



আমি যখন নিচ তলায় যেখানে বাইক রেখেছিলাম সেখানে আসলাম তখন নিজের কাছে এত খারাপ লাগছিল সেটা বলে বোঝাতে পারছি না। আমার শুধু ওর বারবার কান্না করার কথাটি মনে পড়ছিল আর নিজের কাছে খারাপ লাগছিল। ওর কথা বারবার মনে পড়ছিল আর আমি আমার চোখের পানি মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। যাই হোক নিজেকে একটু শক্ত করে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আসার পথেও আমি বাইক চালাচ্ছি আর অটোমেটিক আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। বারবার শুধু ওর ওই কান্না করার কথা মনে পড়ছে আর অটোমেটিক আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। এমন মনে হচ্ছিল যেন পৃথিবীর পুরো আকাশটা আমার মাথার উপরে ভেঙে পড়েছে।

দীর্ঘ সময় পর যখন আমাদের বাজারে আসলাম তখন আমি সোজা দোকানে গিয়ে ভাইয়ার কাছে কথাগুলো বলতে গিয়ে আবারো কেঁদে ফেললাম। আসলে একমাত্র ছোট ভাই তাকে যে কি পরিমাণে ভালোবাসি সেটা আমি বলে বোঝাতে পারবো না। সে সামান্য একটু দূরে চলে গিয়েছে তাতে আমি এতটা কষ্ট পাচ্ছি। তবুও সবকিছু মেনে নিতে হবে কারণ একজন মুসলিম হিসেবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হলে এতোটুকু সেক্রিফাইস তো করতেই হবে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আমি এবং আমার পরিবারসহ আমার ছোট ভাইকে যেন ধৈর্য্য ধারণ করার শক্তি দান করেন। সবাই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন।





🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG-20211015-WA0027.jpg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আসলে পরিবারের মধ্যে ভাই-বোন অথবা ভাই ভাই যেটাই হোক না কেন এই সম্পর্ক গুলো অনেক বেশি মধুর হয়। যখন কাছাকাছি থাকে তখন বেশি ঝগড়া হলেও যখন কিছুটা সময়ের জন্য দূরে চলে যায় তখন সেই অভাবটা অনেক বেশি লক্ষ্য করা যায় আপনার ক্ষেত্রেও হয়তোবা সেটাই ঘটেছে। ছোট ভাইকে যখন মাদ্রাসায় দিয়ে এসেছিলেন তখন সে আপনাকে জড়িয়ে ধরে কান্না করেছিল এটা মূলত তার ভালোবাসা এবং আবেগ দুটোই। আসলে এই সম্পর্কগুলো কোন টাকা পয়সা দিয়ে কেনা সম্ভব নয় এটা হৃদয় থেকে আসে। তবে এটা জেনে খুবই ভালো লাগলো যে তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন শুভকামনা রইল আপনার ভাইয়ের জন্য।

 2 years ago 

সুন্দর বলেছেন ভাই, মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43