বাইকের ২য় সার্ভিসিং ||১০% লাজুক খ্যাকের জন্য by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -৮ই মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শীতকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



20230120_190322_0000.png

Canva দিয়ে তৈরি



পাঁচ মাস হচ্ছে আব্বু আমাকে নতুন বাইক কিনে দিয়েছে। প্রতিটা ছেলের স্বপ্ন থাকে বড় হয়ে সে একটা বাইকের মালিক হবে, যদিও একটা বউয়ের মালিক হওয়া জরুরী হা হা হা 😜 একটু মজা করলাম আর কি। বাইক কেনার পরে শোরুম থেকে বলেছিল চারটা ফ্রি সার্ভিসিং দিবে। এক মাস পরে প্রথম সার্ভিস নিয়েছিলাম আর যেহেতু তিন মাস পার হয়ে গিয়েছে তাই দ্বিতীয় সার্ভিসিং নেওয়ার জন্য আবার শোরুমে গিয়েছিলাম। শোরুমের আন্ডারগ্রাউন্ড রুমে বাইক সার্ভিসিং করা হয় এবং বাইকের বিভিন্ন পার্স সেখানে পাওয়া যায়। আব্বু ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছে সেটা নিয়ে একটি পর্ব ইতিমধ্য আপনাদের সাথে শেয়ার করেছি। হালকা এক্সিডেন্ট করার কারণে বাইকে ছোটখাটো কিছু সমস্যা ছিল তাই একবারে সেগুলো ঠিক করিয়ে নেওয়ার জন্য দ্বিতীয় সার্ভিসিং এর জন্য নিয়ে গিয়েছিলাম। আব্বুর থেকে সকালবেলা কিছু টাকা নিয়েছিলাম কারণ যদি বাইকের কোন কিছু চেঞ্জ করতে হয় তাহলে সেটা তো ক্রয় করতে হবে। যাইহোক সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাইক নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে আব্বু আমার আরো কিছু কাজ দিল আর বলে দিল আগে যেন সেই কাজগুলো কমপ্লিট করি। আর আমিও একটু সকাল সকাল বাসা থেকে বের হয়েছিলাম কারণ সার্ভিস সেন্টারে দেরি করে গেলে সিরিয়ালে পড়তে হয়। আর শোরুমের যে ম্যানেজার তাকে আব্বু আগে থেকেই সবকিছু বলে রেখেছিল তার জন্য আর বাড়তি কোন টেনশন নিতে হয়নি।



20230117_124357.jpg

20230117_121941.jpg

20230117_121810.jpg

20230117_120647.jpg



আমি যখন বাইক নিয়ে গেলাম তখন প্রায় সকাল দশটা বাজে আর গিয়ে দেখলাম দুইটা বাইক অলরেডি সিরিয়ালে রয়েছে। সেখানে বাইক নিয়ে যাওয়ার পরে ই সার্ভিস সেন্টারের লোকগুলো আমাকে জিজ্ঞাসা করল কি কাজের জন্য নিয়ে এসেছেন সার্ভিস করাবেন নাকি?? আমি বললাম জী আমার বাইকের দ্বিতীয় সার্ভিসিং করাতে হবে। বাইক বাইরে রাখতে বলল আর বলল বাইকের চাবি যেন সাথেই থাকে কারণ তারা চালিয়ে দেখবে। আমি সেখানে বাইক রেখে সোজা ম্যানেজারের রুমে চলে গেলাম। তার সাথে কথা বলার পরে তিনি বললেন নিচে গিয়ে বাইক সার্ভিসিং এর জন্য যে বই দেয়া হয়েছে সেটা যেন অফিসে জমা দেই। অফিসে বই জমা দেওয়ার পরে আমার বাইক নিয়ে সার্ভিসিং এর জন্য কাজ শুরু করা হলো। প্রথমে সিট কভার খুলে আস্তে আস্তে বাইকের সবগুলো পার্টস খুলে ফেলতে লাগলো। আমি সেখানেই দাঁড়িয়ে ছিলাম আর যে কাজ করছিল সে আমাকে বলল ভাইয়া আপনি একটু ওয়েটিং রুমে গিয়ে বসলে ভালো হয়। পাশেই ওয়েটিং রুম ছিল আমি সেখানে গিয়ে বসলাম আর একটা ছেলে এসে আমাকে চা দিল আর বসে বসে চা খাচ্ছিলাম। শীতের সময় এই চায়ের অপূর্ণতায় আমাকে মনে হয় ভোগা ছিল যাই হোক চা টা কিন্তু অনেক সুন্দর ছিল যদিও চায়ের কাপের ছবি তোলা হয়নি কারণ আমার পাশে আরো দুইজন লোক বসেছিল। তারা তাদের বাইক সার্ভিসিং করানোর জন্য এখানে এসেছে।



20230117_124538.jpg

20230117_121529.jpg



সার্ভিসিং আন্ডারগ্রাউন্ড রুমে করানো হয় যার কারণে ঠিকমতো সেখানে নেটওয়ার্ক পায়না। সার্ভিসিং করতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে আর এত সময় বসে আসলেই সময় কাটতে চায় না তার জন্য ফোন বের করে গ্যালারি ঘাটাঘাটি করছিলাম আবার কখনো ক্যামেরায় ছবি তুলছিলাম। কিছু সময় পরে সার্ভিসিং করা ছেলেটি আমাকে ডেকে বলল ভাইয়া আপনার বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করা দরকার। আমি তাকে জিজ্ঞাসা করলাম এর দাম কত পড়বে?? সে আমাকে বলল আপনি অফিস রুমে ম্যাডামের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। আমি ম্যাডামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আপু এটার প্রাইস কত?? মেয়েটি আমাকে বলল ভাইয়া এটার প্রাইজ হচ্ছে ৬৫০ টাকা। সে আমাকে দেখালো আপনার বাইকের এয়ার ফিল্টার পুরো জ্যাম হয়ে গিয়েছে তাই এটা চেঞ্জ করলে আপনার বাইকের ভালো হবে তার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি একটা এয়ার ফিল্টার দেন। নতুন এয়ার ফিল্টার লাগিয়ে আপাতত বাইকের সার্ভিসিং এর কাজ শেষ করা হলো। ঝট পট সবকিছু সেট করে দিয়ে বাইকের চাবি আমাকে দিয়ে বলল ভাইয়া একটু চালিয়ে আসুন আর টেস্ট করে নিন সব ঠিকঠাক আছে কিনা। বাইক চালিয়ে এসে দেখলাম মোটামুটি সব ঠিকঠাক আছে। অফিস রুমে গিয়ে ৬৫০ টাকা পেমেন্ট করে আর সার্ভিসিং বইয়ের উপরে আমার নিজের সিগনেচার দিয়ে আপাতত কাজ কমপ্লিট করলাম। উপর তলায় গিয়ে ম্যানেজারের সাথে দেখা করে সেখান থেকে বিদায় নিলাম।



20230117_133003.jpg

20230117_132943.jpg

20230117_174249-01.jpeg



শোরুমে বাইকের বাম্পার এর দাম চেয়েছিল ১৩০০ টাকা। আমাদের বাড়ির পাশে একটা বড় ভাই একই বাম্পার লোকাল দোকান থেকে লাগিয়েছে সেটা ৮০০ টাকা দিয়ে। আমার ছোট চাচার বাসার সামনে বাইকের পার্স লাগানোর কয়েকটি দোকান আছে আর আমি সেখানে গিয়ে দাম জিজ্ঞাসা করায় তিনি আমাকে বলল এখন সবকিছু দাম বেড়ে গিয়েছে তাই আমরা বর্তমানে ৯০০ টাকা করে বিক্রি করতেছি। পরবর্তীতে দাম দর করে ৮০০ টাকা দিয়েই বাইকের বাম্পার লাগালাম। বাইক এক্সিডেন্ট করার কারণে সাইডের কিছু স্টিকার নষ্ট হয়ে গিয়েছিল আমি সেগুলো আবার তুলে ফেলে নতুন করে লাগিয়ে নিলাম। বাম্পারের মাথায় রাবার জাতীয় একটি অংশ থাকে সেখানে এক ধরনের স্টিকার লাগানো হয় সেটা সহ বেশ কয়েকটি স্টিকার লাগিয়ে সবমিলিয়ে এক হাজার টাকা বিল করলাম। আরো বেশ কয়েকটি স্টিকার লাগানোর দরকার ছিল তবে টাকার স্বল্পতার কারণে আর লাগানো হয়নি। কাছে আরো প্রায় দুই হাজার টাকা ছিল সে টাকা দিয়ে বাইকের তেলের টাংকি ফুল করতে হবে এই জন্য আর ওই টাকা খরচ করা হয়নি।

মোটামুটি সব কাজ কমপ্লিট করে চাচার বাসায় গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করলাম। ছোট্ট চাচাতো ভাইয়ের সাথে কিছু সময় দুষ্টামি করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমি যখন বের হয়েছিলাম তখন বিকেল হয়ে গিয়েছে। যেহেতু কুষ্টিয়া থেকে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বের হয়েছিলাম তার জন্য সোজা বাসায় না গিয়ে দোকানে চলে আসলাম আর আমার ভাইয়াকে দেখালাম বাইক একদম নতুন করে নিয়ে এসেছি। আসলে অনেক শখের ভাই এর জন্যই বিন্দু পরিমাণে কোন দাগ রাখিনি। সবশেষে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাইকের বর্তমান অবস্থা। দেখে কোন বোঝার কায়দা নেই এই বাইক এক্সিডেন্ট করেছে একবার।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়জানুয়ারি,২০২৩



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG-20211015-WA0027.jpg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ছবি আঁকতে, ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আংকেল বাইক এক্সিডেন্ট করেছে শুনে খারাপ লাগল। আপনি দ্বিতীয়বার বাইকের সার্ভিসিং করতে গিয়ে দারুন অভিজ্ঞতা অর্জন করেছেন। ম্যানেজার আংকেলের পরিচিত না হলে হয়ত আরো ঝামেলা পোহাতে হত। আপনার বাইক অনেক সুন্দর। বাম্পারের দাম সম্পর্কে আইডিয়া নেই তবে সব জিনিসেরই দাম বেড়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে যে কোনো কাজের ক্ষেত্রে পরিচিত একজন মানুষ থাকলে অনেক সুবিধা পাওয়া যায়।

 2 years ago 

ভাইয়া আপনার বাইকটা অনেক সুন্দর। ইয়ামাহা বাইক। আপনি সত্যিই বলেছেন সবার জীবনে একটি বাইক থাকার শখ থাকে। আমার জীবনেও শখ আছে। আশা করি নিজের টাকা দিয়ে নিজের শখটা পুরন করতো পারবো ইশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দোয়া করি ভাইয়া আপনি যেন আপনার ইচ্ছা পূরণ করতে পারেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59022.17
ETH 2569.27
USDT 1.00
SBD 2.53