📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৪০|| প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

png_20230425_164732_0000-01.jpeg

Canva দিয়ে তৈরি

অনেকদিন পরে আবার আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছি। রমজান মাসে রোজা রেখে বাইরে ঘোরাঘুরি করা অসম্ভব তাই ঘুরাঘুরিও করাও হয়নি আবার ফটোগ্রাফি গুলো সংগ্রহ করা হয়নি তাই তেমন ফটোগ্রাফি পর্ব শেয়ার করিনি। তবে এখন রমজান মাস শেষ হয়ে ঈদুল ফিতর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে তবে ঈদের আমেজ এখনো কিছুটা রয়ে গিয়েছে। সত্যি বলতে ঈদের আমেজ এখন যেন শুধু বিয়ে বাড়িতে কেননা ঈদের ছুটিতে সব লোকজন বাড়িতে এসেছে আর এই জন্যই চারিদিকে শুধু বিয়ে হচ্ছে তবে এসব নিয়ে আমার কোন ইন্টারেস্ট নেই। সিঙ্গেল মানুষ ভাই ঐসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি?? যাইহোক বেশি কথা বলবো না কারণ আজকেও বাড়িতে কয়েকজন মেহমান এসেছে। বিকেল বেলায় যদিও তাদেরকে একটু আড্ডা দিয়েছি তবে সেটা সীমিত সময়ের জন্য। বলতে গেলে সবকিছুই অনেকটা একহাতেই হ্যান্ডেল করছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঈদের পরে অনেকগুলো বিয়ের দাওয়াত পেয়েছি কিন্তু একটা দাওয়াতেও অংশগ্রহণ করিনি কারণ এখন তো নিজেরও বিয়ের বয়স চলছে হা হা হা। তাই অন্যের বিয়েতে গিয়ে নিজে নিজেই জেলাস ফিল হওয়ার কোন ইচ্ছা আমার নেই। ঈদ উপলক্ষে কমবেশি ঘুরাঘুরি শুরু করেছি তাই কিছু ফটোগ্রাফিও সংগ্রহ করেছি তবে আজকে বিকালে এই ফটোগ্রাফি পর্বটি শেয়ার করার জন্য ফোন নিয়ে বেরিয়েছিলাম কিছু সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করব। অনেকগুলো ছবি আজকে তুলেছি আর তাই ৪০ তম পর্বটি আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চলে এলাম।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20230424_170850-01.jpeg


আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • গতকালকে আমাদের এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। শুধু আমাদের এলাকায় নয় সব এলাকাতেই মনে হয় কালকে কমবেশি বৃষ্টি হয়েছে তবে আমাদের এলাকায় দীর্ঘদিন পরে বৃষ্টি হয়েছে কারণ পুরো রমজান মাস তাই একদিনও বৃষ্টি হয়নি। রমজান মাসে একদিন হালকা বৃষ্টি হয়েছিল যাতে পথ ঘাট ও ঠিকমতো ভিজেছিল না তাই ওটা আর তেমন বৃষ্টি বলা চলে না। আকাশে মোটামুটি ভালোই মেঘ জমে ছিল মনে হচ্ছিল বেশ ভালোই বৃষ্টি হবে তবে আশানুরূপ হয়নি। দুপুর থেকেই আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছিল তাই অপেক্ষায় ছিলাম হয়তো বৃষ্টি বড় আকারে হবে। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত টুকটাক বৃষ্টি হয়েছিল তবে শেষ বিকেলের দিকে আবার অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। উপরের ফটোগ্রাফিতে যে সুন্দর ছবি দেখছেন সেটা মেঘলা আকাশের মধ্যে সূর্য উঁকি দিলে যেরকমটা দেখা যায় এটা সেরকম সৌন্দর্য।
🌹📷ফটোগ্রাফি ২🌹

IMG-20230425-WA0000.jpg


বুনো ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলটার সাথে অধিকাংশ লোক পরিচিত হওয়ার কথা কারণ গ্রামের আনাচে কানাচে এই ফুল দেখা যায়। যদিও এই ফুলটা অনেক পরিচিত তবে আমি এই ফুলের নাম জানিনা তবে ছোটবেলায় এই ফুল নিয়ে অনেক খেলা করতাম। এই ফুলটার ছবি তোলা রাস্তার পাড় থেকে, রাস্তার ধারে কিছু আগাছা জন্মেছিল আর সেখানে এই ফুলটি ফুটেছিল। প্রথম দিকে অবশ্য এই ফুলের দৃশ্যটি খেয়াল করেছিলাম না কারণ এই ফুলটি একদম ছোট তবে পরবর্তীতে হলুদ রঙের ফুলটি দূর থেকেই চোখে পড়ে আর ম্যাক্রোলেন্স এই ফুলের ছবি তুলেছিলাম যেটা এখন আপনাদের সাথে শেয়ার করেছি। ফুলের ছবিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই নিচে জানিয়ে দিবেন।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20230425_162917-01.jpeg


নাম না জানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • এই ফুলের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় এই ফুলের নাম জানিনা। এক ধরনের বড় আগাছা জাতীয় গাছ আর সেই গাছে এই হলুদ রঙের ফুল ফোটে তবে এই ফুলের নিচ দিয়ে চিকুন ছোট ছোট কাটাযুক্ত থাকে। যতদূর পারলাম এই ফুলের বিবরণ দেয়ার চেষ্টা করলাম যদি কারো এই ফুল বা এই গাছের নাম জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আসলে দূর থেকেই ফুলের সৌন্দর্য দেখলে সেটা ক্যাপচার করার একটা ইচ্ছা মনের মধ্যে জন্ম নেয় তাই আমি এই হলুদ ফুলের ছবি তুলেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20230425_161742-01.jpeg

20230425_161722-01.jpeg


বেলি ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • উপরের এই ফুলের ছবি দেখে হয়তো অনেকেই চিনতে পেরেছেন যে এটা বেলি ফুল। হ্যাঁ আসলেই এটা হচ্ছে বেলি ফুল। আজকে বিকেল বেলায়ও একটু আকাশে মেঘ জমে ছিল তবে বৃষ্টি হয়নি। মেঘ কেটে যাওয়ার পরেই আবার পুনরায় সূর্যমামা উঁকি দিতে থাকে। সূর্যের আলোতে সাদা ফুলের দৃশ্যটা আরো সুন্দর লাগছিল। তবে আমার কাছে এই বেলি ফুলের সৌন্দর্যটা এই সাদা রংয়ের পাপড়িগুলোর জন্যই বেশি ভালো লাগে। আমার কাছে তো সাদা যে কোনো কিছুই ভালো লাগে যেমন ঈদ উপলক্ষে কিন্তু আমি সাদা পাঞ্জাবি কিনেছি, পছন্দের কথা তো বলেই দিলাম হা হা হা।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20230422_184542-01.jpeg


গড়াই নদী।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ প্রকৃতির সৌন্দর্য দেখতে আসলেই ভালো লাগে। ছবিটা তুলেছিলাম ঈদের দিন সন্ধ্যার আগ মুহূর্তে। কুষ্টিয়া জেলা শহর কে কেন্দ্র করে, পাশ দিয়ে ঘেষে গিয়েছে গড়াই নদী আর নদীর বিপরীত দিকের লোকজনের যাতায়াতের জন্য কুষ্টিয়া জেলা শহর থেকে একটি সেতু নির্মাণ করা হয়েছে যেটা স্থানীয় লোকজনের কাছে হরিপুর ব্রিজ নামে পরিচিত। এটা কুষ্টিয়া শহরের পর্যটন কেন্দ্রের মধ্যে অন্য একটি বলা যেতে পারে। ঈদ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে ঘুরতে এসেছিল আর একইভাবে আমরাও সবাই বাইক নিয়ে সেখানে একটু থেমেছিলাম। দেখলাম সূর্য অস্ত চলে গেল আর সেই মুহূর্তেই একটি নৌকা ঘাটে আসছে। ফোন দিয়ে চারিদিকের ছবি তুলছিলাম এবং আমরা নিজেরাও ছবি উঠছিলাম তবে হঠাৎ নদীর দিকে ক্যামেরা যাওয়ার পরে বুঝতে পারলাম ছবিগুলো অনেক সুন্দর আসছে তাই কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম যার মধ্যে এই ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল তাই এই ফটোগ্রাফি পরবে আপনাদের মাঝে তুলে ধরেছি।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20230425_161856-01.jpeg

20230425_161834-01.jpeg


ছাগলের ছানা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • শুরুতেই বললাম আমাদের বাড়িতে মেহমান এসেছে। মামার পরিবার আমাদের বাড়িতে ঘুরতে এসেছে কারণ মামার পরিবারের সবাই ঢাকায় থাকে আর ঈদ উপলক্ষে তারা বাড়িতে ঘুরতে আসে। সেই সুবাদে আজকে তারা আমাদের বাড়িতে এসেছে যদিও আমার মামাতো ভাই ঈদের আগে থেকেই আমাদের বাড়িতেই রয়েছে আর নানা বাড়ি কাছাকাছি হওয়ায় তার যাতায়াতে তেমন কোন অসুবিধা হয় না। যাইহোক আমি আর আমার মামাতো ভাই আবির বিকেল বেলায় হাঁটতে হাঁটতে আমাদের বাজারের দিকে যাচ্ছিলাম তবে কিছু দূরে যাওয়ার পরে দেখতে পেলাম রাস্তার পাশে কয়েকটি ছাগল বেঁধে রাখা হয়েছে আর সেখান থেকে দুইটি ছাগলছানা রাস্তার পাড়ে যে ঘাস জন্মেছে সেগুলো খাচ্ছে। সত্যি বলতে আমার ফটোগ্রাফি পর্বটি শেয়ার করার জন্য কিছু ছবির দরকার ছিল তাই আমি ছাগলছানার ফটোগ্রাফি করেছিলাম ।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

IMG-20230425-WA0001.jpg


বুনো ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • উপরের যে ফুলটি দেখতে পাচ্ছেন আমি আসলে সেই ফুলটির নাম জানি না তবে ফুলের সৌন্দর্য দেখতে ভালো লাগে বলে ফুলের ফটোগ্রাফি করি।। তবে আজকে ভালোলাগা এবং নিজের কাজের সুবাদে দুই কারণেই ফটোগ্রাফি করেছি। প্রথমত আজকে আমার সাতটা ফটো দরকার ছিল কারণ আমি একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করতে চাচ্ছিলাম। আর দ্বিতীয়তঃ নিজের কাজের পাশাপাশি নিজের শখ পূরণ হবে বলতে গেলে এক ঢিলে দুই পাখি শিকার করা হবে। তাই বিকেল বেলায় যখন বাসা থেকে বের হলাম তখন নিজের উদ্দেশ্য ছিল বাসা থেকে বাজার পর্যন্ত যেতে রাস্তার পাশ দিয়ে যতগুলো ফুলের দৃশ্য দেখতে পাবো সবগুলোই ফোন ক্যামেরায় বন্দী করব। আপনি দেখবেন রাস্তার পাশ দিয়ে বিভিন্ন রকমের ফুল দেখা যায় তবে বেশিরভাগই বুনোফুল থাকে সেগুলোর নাম জানা অতটা সহজ নয়। এই ফুলটা তুলেছিলাম একদম সর্বশেষ সময়। আমাদের বাজারের যে পশুহাট কাছে তার বিপরীত পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে তবে তার মধ্যে এই ফুলের সৌন্দর্যটা আমার কাছে বেশি ভালো লেগেছিল কারণ সবুজ পাতার উপরে এরকম সাদা ফুলের সৌন্দর্যটা একটু বেশি স্পষ্টভাবে ফুটে ওঠে।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনি প্রকৃতি ও ফুলের বেশকিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। দারুন লাগলো। আপনি ফটোগ্রাফির সাথে বিবরন তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফোটোগ্রাপিক পোস্টি অনেক সুন্দর হয়েছে। কিন্তু কয়েকটা ছবি একই রকমের হয়ে গেছে দাদা।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি খোলার মধ্যে থেকে আমার কাছে গড়াই নদীর ফটোগ্রাফি এবং বেলি ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে ছাগলের ফটোগ্রাফি। ফুলের মধ্যে সবথেকে আমার কাছে বেশি ভালো লেগেছে বেলি ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট ভিজিট করতে দুটোই আমার খুব ভালো লাগে।।
আজকে আপনি অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো।
বিশেষ করে গড়াই নদীর ফটোগ্রাফিটি।।

ঈদের পর বিয়ের দাওয়াত খেয়ে আসেন সমস্যা নাই। হা হা হা...

যাইহোক আপনার শেয়ার করা বেশ কয়েকটা ফটো খুব সুন্দর হয়েছে। তবে দু একটা ফটো একই রকম হয়ে গেছে। সব মিলিয়ে আপনার উপস্থাপনা বেশ ভালোই ছিল আরকি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92268.82
ETH 3102.93
USDT 1.00
SBD 3.03