দিনাজপুরের রাজবাড়ি

in Steem For Tradition2 years ago

আসসালামু আলাইকুম

IMG-20230121-WA0014.jpg

ঐতিহ্য দিয়ে ভরপুর জেলা মোদের দিনাজপুর । বাংলাদেশের রংপুর বিভাগে দিনাজপুরের অবস্থান । দিনাজপুরের সব ঐতিহ্য গুলোর একটি হলো " দিনাজপুর রাজবাড়ি "। দিনাজপুর রাজবাটি গ্রামের পাশে এই রাজবাড়ির অবস্থান

IMG-20230121-WA0007.jpg

দিনাজপুরের বিখ্যাত সেই রাজা " দিনারাজ ঘোষ " এই রাজবাড়ি তৈরি করেন। রাজা " দিনারাজ ঘোস " এর নাম থেকেই " দিনারাজপুর " নামকরন হয় , যা বরেন্দ্র বঙ্গীয় উপভাষায় " দিনাজপুর " হয় ।

IMG-20230121-WA0002.jpg

বতর্মানে রাজবাড়ি বিলিনের পথে । এখন শুধু রয়েছে তার অবশিষ্টাংশ । এর বেশিরভাগ অংশ বিলিন হয়ে গেছে। রাজবাড়ি সীমানার মধ্যে তৌরনের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল কৃষ্ণ মন্দির এবং ডানদিকে রাজবাড়ির বহিঃমহলের ধ্বংসাবশেষ রয়েছে । রাজবাড়ির প্রধান অংশের পূর্বদিকে আরেকটি সমতল ছাদবিশিষ্ট মন্দির রয়েছে । যার মধ্যে অনেক হিন্দু দেবতার মূর্তি রয়েছে । রাজবাড়ি প্রধানত ৩ টি মহলের সমন্নয়ে গঠিত, যেগুলো হলো ঃ আয়না মহল , রাণি মহল ও ঠাকুরবাটি মহল । এর পাশাপাশি আরো কিছু অপ্রধান স্থাপনা রয়েছে , যা জমিদার পরিবারের বিভিন্ন রাজা এবং তাদের বংশধরদের দ্বারা নির্মিত ।
IMG-20230121-WA0009.jpg

এই রাজবাড়ির সীমানায় আরো কিছু মন্দির , বিশ্রামাগার , দাতব্য চিকিৎসালয় , পানির ট্যাঙ্ক এবং আম্লাদের বাসস্থান রয়েছে । দিনাজপুর রাজবাড়ির ভূমির আয়তন ১৬.৪১ একর। এছাড়াও রাজবাড়ির সীমানায় দুটি পুকুর রয়েছে , যার একটি " রানি পুকুর " নামে পরিচিত। রাজবাড়ির পিছে আরো দুটি বিশালাকৃতির পুকুর রয়েছে ( পদ্মপুকুর ও সুখসাগর)। রাজবাড়িতে একটি মাঠ রয়েছে যেটি " হিরাবাগান " নামে পরিচিত । রাজবাড়িটি এখন পুরো বিভিন্ন গাছ দ্বারা আবৃত। তাদের মধ্যে রয়েছে ঃ আম , কাঠাল , লিচু , জাম এবং অন্যান্য জঙ্গী গাছ । এর পাশে আছে আবহাওয়া অফিস , সরকারি এতিমখানা ।
ইঃতপূর্বে দিনাজপুরের মাননীয় হুইপ " ইকবালুর রহিম " তার উদ্যোগে শিশুপরিবারের জন্য একটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন চারতলা ইমারত ও একটি বৃদ্ধাশ্রম নির্মান করেছেন৷।

IMG-20230121-WA0008.jpg

এই রাজবাড়িটি এখন দিনাজপুরের ঐতিহ্য । সারা বছরে অনেক পর্যটক এই রাজবাড়ি দেখতে আসে । সরকার যদি এটির দিকে একটু লক্ষ্য করে তাহলে এটি পর্যটন খাতের অনেক উপকার করবে৷। তাছাড়া এটি জনগন এর অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে । অবিলম্বে এই নিদর্শনটির সংস্কার না করলে এটি কালের গর্তে মিশে যাবে ।

আপনাদের সবাইকে ধন্যবাদ

লোকেশন:দিনাজপুর

Sort:  
 2 years ago 

দিনাজপুরের জেলার ঐতিহ্যবাহি একটি জায়গা রাজবাহি ,আর আমিও অনেক বার গেছি অনেক সুন্দর ভাবেই লেখছেন ভাই পোস্ট পড়ে অনেক ভাল লাগছে ধন্যবাদ ভাই

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

দিনাজপুর ঐতিহ্যবাহি পুরাসো রাজবাড়ী খুব সুন্দর দেখা যাচ্ছে লেখা গুলো সুন্দর করে সাজিয়ে লিখেছেন ফটোগ্রাফি সুন্দর হয়েছে

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ।।

 2 years ago 

আমি প্রায় ৪ বছর আগে আমার বন্ধুদের সাথে দিনাজপুর রাজবাড়িতে ঘুরতে গেছিলাম। তখন সব পূরাতন ছিল মন্দির ও বাড়িটি। এখন দেখে চমকে গেলাম। সেখানকার কাজ সংস্করণ করা হয়েছে। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর ভাষা ব্যবহার করে পোস্ট উপস্থাপন করছেন।

 2 years ago 

পাশে থাকবেন ভাই ।

 2 years ago 

দিনাজপুর রাজবাড়ী দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী একটি জায়গা । এই ঐতিহ্যবাহী জায়গা দেখার জন্য অনেক দুরদুরান্ত থেকে লোক আসে। আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।ধন্যবাদ ভাই।

 2 years ago 

এখন আর আসে না আগের মতো

 2 years ago 

দিনাজপুরের রাজবাড়ী এখন ঐতিহ্যবাহী স্থান। দেখা যায় এই রাজবাড়ীতে অনেক পর্যটন ঘুরতে আসে শুধু রাজবাড়ীটি প্রদশর্ন করার জন্য।আমি ও রাজবাড়ীতে গেছিলাম। পোস্ট অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন তবে পোস্টে মার্কডাউন ব্যবহার করবেন ভাই তাহলে পোস্ট কোয়ালিটি সম্পন্ন হবে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

দিনাজপুরের ভিতরে এখন ঐতিহ্য বাহী স্থান রাজবাড়ী। এখানে রাজাদের প্রাসাদ এবং একটি মন্দির আছে খুবই সুন্দর। আমি দিনাজপুরে পড়াশোনা করা অবস্থায় কয়েকবার গিয়েছিলাম। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পাশে থাকবেন ভাই

 2 years ago 

দিনাজপুরের রাজবাড়ী টা অনেক ইতিহাসের সাক্ষী। এই রাজবাড়ীতে অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে এই রাজবাড়ী সম্পর্কে অনেক তথ্য তুলে ধরার জন্য খুবই ধন্যবাদ ভাই

 2 years ago 

thank you dada

 2 years ago 

দিনাজপুরের রাজবাড়ীটি অনেক আগেরকার বেশ পুরোনো দিনের। এই রাজবাড়িটি দেখার জন্য দুরদুরান্তা থেকে অনেক পর্যটন আসে দেখার জন্য। আমি ও কয়েকবার রাজবাড়ি দেখে আসছি।রাজবাড়ী সম্পর্কে ভাল বর্ণনা দিয়েছেন ভাই।

 2 years ago 

পাশে থাকবেন আপু

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @tocho2

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61726.97
ETH 2392.47
USDT 1.00
SBD 2.60