আজ কলেজে গিয়ে কাটানো কিছুটা সময় ।

in Incredible Indialast month

IMG_20240918_213524.jpg

  • বেশ কিছু টা দিন হলো কলেজে যাওয়া হয় না। যেহেতু আমি বাড়িতে থাকি না তাই ঠিকমত ক্লাসে যেতে পারি না। যেহেতু এখন ছুটিতে বাড়িতে এসেছি, তাই আজ কলেজে গিয়েছিলাম।কলেজে গিয়ে ঐ সময় টা আমার কিভাবে কেটেছে কি কি করেছি সবকিছু জানতে পারবেন আমার এই পোস্টে,,,,।

IMG_20240918_213501.jpg

আমি এখন আমার বাবার বাড়িতে আছি আজি হয়তো চলে যাব বিকেলের দিকে, তাই ভাবলাম এখান থেকে কলেজে যাই, যে কথা সেই কাজ। সকাল সকাল খাবার খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। ঘর থেকে বের হওয়ার পরে পাশের ঘর থেকে আমার কাকাতো বোন ডাক দিল সে ও নাকি স্কুলে যাবে।

IMG_20240918_213447.jpg

তাই তাকে সাথে করে নিয়েই বেরিয়ে পড়লাম, ওর সাথে করে যেতে যেতে অনেক টা পথ গল্প করেছিলাম আর আমার স্কুল জীবনে ফিরে গিয়েছিলাম, ওই স্কুল জীবনটাই ভালো ছিলো,কলেজ বিয়ে,সন্তান, সংসার সবকিছু চাপে যেন ঐ জীবনটাই মিস করছিলাম।

তখন তো স্কুল থেকে আসার পরে , আমার মাকে বলতাম তাড়াতাড়ি খাবার দাও না হলে কিন্তুু খাব না। আর এখন কলেজ থেকে এসে সংসারের কাজকর্ম করে বাচ্চাকে দেখে, তারপরে নিজের দিকে খেয়াল নেওয়ার সময় হয়। তবু একটা জায়গায় এসে শুকরিয়া আদায় করি সৃষ্টিকর্তার কাছে, তিনি আমাকে সব কিছু দিয়েছেন। আলহামদুলিল্লাহ।। তাছাড়া মেয়ে হয়ে যখন জন্মেছি। স্বামী,সন্তান ও সংসারের স্বাদ তো গ্রাহন করতেই হবে।🥱

IMG_20240918_213402.jpg

এরপরে আমি কলেজে চলে আসি।আজ আর গাড়ি পায়নি তাই অটো তো করেই গিয়েছিলাম। কলেজে গিয়ে সকল বন্ধু ও বান্ধবীদের সাথে দেখা হয়ে, আমারে ভীষণ ভালো লেগেছিলো,,,সবার সাথে অনেক সময় কথা বললাম পড়ালেখার খোঁজ-খবর নিলাম।কিছুদিন আগে আমাদের ইনকোর্স পরীক্ষা হয়েছে,, তবে আমি দিতে পারিনি যেহেতু আমি বাড়িতে ছিলাম না সেই কারণে।

IMG_20240918_213421.jpg

তাছাড়া আমি যেহেতু এখন কিছুটা অসুস্থ তাই ম্যামের সাথে গিয়ে কিছুটা কথা বললাম এই বিষয়ে, কারণ আমাদের ম্যাম ভীষণ কঠিন,,, তবে আমার বিষয়টা তিনি ভালোভাবে নিয়েছেন ঠিক,,, কিন্তু অনেক গুলো কথা বলেছেন ,,,যে কথাগুলো খুবই ভালো লেগেছিল আমার, একটা সময় ছিল আমি নিয়মিত ক্লাস করতাম,,পড়ালেখা টা ও নিয়মিত করতাম, আর এখন অনেকটাই পিছিয়ে গিয়েছি যার জন্য ম্যাম অনেকটা দুঃখ প্রকাশ করলেন।

IMG_20240918_213435.jpg

তবে হয়তো ক্লাসে নিয়মিত হতে পারব না। কিন্তু পড়ালেখা টা ঠিকঠাক ভাবে করে যাবো এই আশা রাখলাম। এরপর আমি ক্লাসে চলে গেলাম,এবং পরপর তিনটা ক্লাস শেষ করলাম,সেখানে আমার পছন্দের একটা স্যার ছিল খুবই সুন্দর লেকচার তার,,আমার খুবই ভালো লাগে।।।

এত সুন্দর তিনি সাহিত্য প্রবন্ধ বাংলা ছোট গল্প এত সুন্দর করে বিশ্লেষণ করে,, আমাদের কে বুঝিয়ে দেয় শুনতে শুনতে ঘন্টার পার ঘন্টা পার হয়ে যাবে, তাও খারাপ লাগে কাজ করবে না। এরপরে আজকের মত সকল ক্লাস শেষ করে,,বাড়ি ফিরে চলে আসি।

  • অনেক দিন পর কলেজে গিয়ে,, আমার ভীষণ ভালো লেগেছে এবং অনেক তথ্য জানতে পেরেছি, যেটা আমার জন্য খুবই প্রয়োজন ছিলো,আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Sort:  
Loading...
 last month 

ক্লাস করতে না পারলেও পড়ালেখা চালিয়ে যাওয়াটা অনেক ভালো, অনেকদিন পর কলেজে গেলে বন্ধুদের সাথে দেখা হয়, অনেক ভালো লাগে, তখন মনে চায় প্রতিদিন যদি কলেজে যেতে পারতাম, আশা করি আপনি নিজের পড়ালেখায় আরো মনোযোগী হবেন, আপনার কলেজের কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

একদম তাই অনেকদিন পরে কলেজে গেলে সব বন্ধু-বান্ধবের সাথে দেখা হয়, এবং তখন আরো বেশি ভালো লাগে,, মনে চায় আর একটা দিনও কলেজে আসা বন্ধ দিব না।
হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করছি আগের মত পড়ালেখা মনোযোগী হওয়ার,,, জানিনা কতটুকু পারবো তুমি চেষ্টা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর গুছিয়ে একটা কমেন্ট করার জন্য।

 last month 

সকলে মিলে ক্লাস করার মজাই অন্যরকম। আমরা যে কোন কাজ করি না কেন আমাদের প্রতিনিয়ত কাজটি করতে হবে। সেটা লেখাপড়া বা অন্য কোন কাজ। যদিও আমরা আমাদের দায়িত্বের কারণে সেই কাজগুলো মনোযোগ সহকারি করতে পারি না। আমাদের চেষ্টা করতে হবে। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

একদম তাই,, আমাদের চেষ্টা করতে হবে অনেক বেশি।
কারণ আমি মনে করি আমাদের যত কাজ এবং যতই দায়িত্ববোধ থাকুক না কেন,,, যদি চেষ্টা থাকে তাহলে প্রত্যেকটা কাজের জায়গা থেকে খুব সুন্দরভাবেই গুছিয়ে করা যায়।
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 last month 

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। দীর্ঘদিন পর কলেজে গিয়ে বন্ধু-বান্ধব, শিক্ষক, আর ক্লাসের অভিজ্ঞতা শেয়ার করেছেন। জীবনের এই ব্যস্ততা আর দায়িত্বের মাঝে, কলেজের দিনগুলোতে ফিরে গিয়ে কিছুটা স্মৃতিচারণ মনকে প্রশান্তি দেয়। আপনার সাহিত্যের স্যারের সুন্দর লেকচারের কথা শুনে মনে হচ্ছে, তিনি একজন অসাধারণ শিক্ষক, যিনি শিক্ষার্থীদের মুগ্ধ করে রাখেন। পড়ালেখা থেকে কিছুটা দূরে চলে গেলেও, আশা করছি আপনি ধীরে ধীরে সবকিছু আবার ঠিকমত করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আল্লাহ আপনার জীবনে শান্তি এবং সফলতা দিন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 68872.12
ETH 2524.42
USDT 1.00
SBD 2.53