বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।এস্টিমিট প্ল্যাটফর্মের সকল বন্ধুরা,আমি
@kalidsyfulla বাংলাদেশি।
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আমাকে সমর্থন করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর মতামত প্রদান করবেন।
আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা শুরু করছি প্রতিদিনের ডায়েরি গেম। প্রতিদিন সকাল শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে।ঘুম থেকে উঠেই পবিত্রতা অর্জন করে মসজিদে গিয়ে আযান দেই।তারপর নামাজ আদায় করি। আজও ঠিক তাই করেছি। নামাজ শেষ করে আজ দ্রুত বাড়িতে চলে আসি।বাড়িতে অনেক কাজ রয়েছে। সেজন্যই দ্রুত বাড়িতে চলে আসি ।
বাড়িতে ধান ঝাড়ার কাজ রয়েছে। বাড়িতে পৌঁছে দেখি আমার আব্বা ধান ঝাড়তেছে। আমি দ্রুত কাপড়-চোপড় পাল্টিয়ে কাজে লেগে পড়ি। প্রথমে আমি বিছেলির আটি বাঁধি।তারপর আবার ধান ঝাড়া শুরু করি।আবার ৯ টার দিকে বিছালিগুলো বাধতে থাকি।তারপর সকালের খাবার খাই। খাবার খেয়ে আবার কাজে লেগে পড়ি।
ধান ঝাড়ার ফাঁকে কিছু সময় জিরিয়ে নেই। ঘরের কোনায় উঠানের একপাশে কিছু আখ লাগানো ছিল।তারপর সেখান থেকে একটি আখ কাটি।তারপর খাওয়া শুরু করি। কাজ করার ফাঁকে একটু জিরিয়ে নিলাম সেই সাথে আখ ও খেয়ে নিলাম।
আজকের মত ধান ঝাড়ার কাজ শেষ করলাম। এই দিকে জোহরের আযানের সময় হয়ে আসছে। জোহরের আযানের জন্য একজনকে বলে দিলাম আযান দিতে। তারপর কিছু সময় বসে জিরিয়ে নিলাম।আযান দেওয়ার সাথে সাথে দ্রুত গোসল করে মসজিদে চলে যায়। জোহরের নামাজ শেষ করে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নেয়।
ঘুম থেকে উঠে আসরের নামাজের সময় মসজিদে গিয়ে আসরের আযান দিয়ে আসরের নামাজ আদায় করি। তারপর বাড়িতে এসে শীতের কাপড় গায়ে দিয়ে ইসলামী দাওয়াতের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বেরিয়ে পড়ি।
ইসলামি দাওয়াতের এই অনুষ্ঠান ছিল বাংলাদেশ জামাতে ইসলামি এর।রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায়একটি মোটর সাইকেল আসে।তারপর মোটরসাইকেলে করে অনুষ্ঠানে পৌঁছায়।এসে দেখি আলেমরা সাধারণ আলোচনা করতেছে।আসরের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করে কোরআন এবং হাদিস থেকে। বসে বসে সেগুলো শুনতে থাকি।
মাগরিবের নামাজের সময় সবাই মসজিদে যাই। তারপর জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করি। নামাজ শেষ করে আমরা আবার অনুষ্ঠানে গিয়ে বসি। মাগরিবের নামাজের পর অনুষ্ঠানের প্রধান মেহমান এমবি বাকের সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এবং যারা জামাত ইসলামের কর্মী সামর্থক তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন ।তারপর আলোচনা সভা শেষ করে এশার নামাজের আগে মসজিদে চলে আসি।তারপর এশার নামাজ আদায় করে বাড়িতে চলে আসি।
প্রিয় বন্ধুরা, সকলের সার্বিক কল্যাণ ও সুস্থতা কামনা করে আজকের মত ব্লগটি এখানেই শেষ করছি।
Photography Details
Device | রিয়েলমি c33 |
Location | মাগুরা বাংলাদেশ |
Captured By | @kalidsyfulla |
****
ব্লগটি পড়ার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
https://x.com/KalidSyful53290/status/1863629963502686519