papercraft ||22-05-2023||Flowers drawn on the wall with colored paper.

in Steem For Bangladeshlast year

আলাইকুম কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে কাগজ দিয়ে বানানো ফুল শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

InShot_20230522_180618488.jpg

উপকরণ

  • রঙিন পেপার
  • কাউচি
  • আঠা

প্রথম ধাপ

প্রথমে আমরা আমাদের পছন্দ মতন রংয়ের একটি কাগজ নিয়ে নিব। সেটি কি আমরা ৩ ইঞ্চি রেখে লম্বালম্বি ভাবে কেটে নিব। পরে এটির এক কোনা ধরে আস্তে আস্তে রোল করতে শুরু করব। যেন এটি লম্বা একটি লাঠির মতন তৈরি হয়। এভাবে আমরা লম্বা লাঠির মতন আটটি তৈরি করে নেব। এবার অন্য রঙের আরো একটি পেপার নিব। সেটিকে ও আমরা তিন ইঞ্চি লম্বালম্বি ভাবে পাচ টুকরা কেটে নিব।তিন টুকরা বড় রাখব আর দুই টুকরা মাঝখান থেকে কেটে দিব। প্রথমে আমি যে সবুজ রঙের লম্বা লাঠি তৈরি করে নিয়েছিলাম সেটি একটি কলম বা পেন্সিলের সাহায্যে মুড়িয়ে গোল করে নিব। পরে খয়রি রংয়ের যে লম্বা লাঠি বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে রেখে দিব এক সাইডে।

InShot_20230522_180657897.jpg

দ্বিতীয় ধাপ

এবার আমরা গোলাপি রঙের একটি কাগজ নেব। সেই কাগজটিকে ৩/৩ ইঞ্চি করে কেটে নিব। এটিকে আমরা তিন কোণা করে ভাজ করে নিব। এভাবে তিনকোনা করে তিনবার ভাস করব। পরে একটি কাউটির সাহায্যে এটিকে সুন্দর করে পাপড়ির সেপ দিয়ে কেটে নিব। এভাবে আমরা চারটি ফুল কেটে নিব। প্রথম ফুল থেকে একটি পাপড়ি দ্বিতীয় ফুল থেকে দুইটি পাপড়ি তৃতীয় ফুল থেকে তিনটি পাপড়ি কেটে নিব। এবার একটি আঠার সাহায্যে একটি সাথে একটি পাপড়ি লাগিয়ে দিব। এদিকে দেখতে যেন গোলাপ ফুলের মতন লাগে। এইভাবে আমরা ৭ টি ফুল তৈরি করে নিব।

InShot_20230522_180812263.jpg

তৃতীয় ধাপ

এবার আমরা কোচি কলাপাতা রং এর একটি কাগজ নিব।সে কাগজটিকে ছোট ছোট অংশের টুকরো করে নিব এমনভাবে টুকরো করব যেন আমরা একটা পাতার শেপ দিতে পারি। এবার সেই টুকরাগুলোকে পাতার সেপ দিয়ে কেটে নিব। পাতার সেপ দিয়ে কাঁটা হয়ে গেলে উপরের দিকটা একটু ঢেউ ঢেউ দিয়ে কেটে নিব। এভাবে আমরা ৭টি পাতা কেটে নেব।

InShot_20230522_180834595.jpg

চতুর্থ ধাপ

আমরা খয়রি রংয়ের যে কাগজটি মুড়িয়ে লাঠির মতন তৈরি করেছিলাম। এবার সেটি দিয়ে একটি ফ্রেমের মতন তৈরি করে নিব। এবার সবুজ রঙের যে লাঠি গোলা তৈরি করেছিলাম তারপর কলম দিয়ে বা পেন্সিল দিয়ে মুড়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে লতাপাতার মতন আমাদের যেখানে যেখানে মন চায় সেইখানে আঠা দিয়ে লাগিয়ে দিব। এমন ভাবে লাগাতে হবে যেন দেখতে সুন্দর লাগে আর মনে হয় যে যেন সত্যিই লতাপাতা জড়িয়ে আছে।লতা পাতার মতন জড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা ফুলগুলো আমাদের জায়গা মতন বসিয়ে দিব। ফুল গোলা বসানো হয়ে গেলে এবার আমরা পাতাগুলো সুন্দরভাবে বসিয়ে দিব আঠা দিয়ে।

InShot_20230522_180946767.jpg

এবার এটিকে আমরা দেয়ালে টাঙিয়ে দিব। আপনারা চাইলে পেছনের একটু সুতো বেঁধে নিতে পারেন দেয়ালে টানানোর জন্য। আমি টেপ দিয়েই দেয়ালে লাগিয়ে দিয়েছি।

InShot_20230522_181018012.jpg

আশা করি আমার এই পোস্টটি আপনাদের সবার খুব পছন্দ হয়েছ। আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লেগেছে।

ধন্যবাদ সকল বন্ধুদের আমার পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

AB
পোস্টের ধরনকাগজের তৈরি ফুল
তৈরিকারক@juli009
ডিভাইসvivo y12s
লোকেশনবাংলাদেশ
Sort:  
 last year 

অল্প কিছু এলিমেন্টস দিয়ে ওয়াল সাজানোর ক্রাপ্ট তৈরি করার পারদর্শীতার জন্য আমি আপনার প্রশংসা জানাচ্ছি । নজর কাড়া এই আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

 last year 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI[ ? ] ( 0.00 % self, 15 upvotes, 14 accounts, last 7d )
Period2023-05-22
Transfer to VestingPowerUp : 1.700 STEEM
Cash Out
0
Result Club5050

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54787.37
ETH 2302.94
USDT 1.00
SBD 2.35