পড়ন্ত এক বিকেল।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে এক পড়ন্ত বিকেলের গল্প শেয়ার করবো।
এই বছর ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে ভালোই ঘুরাঘুরি হয়েছে। সকাল বিকেল বিভিন্ন জাগায় গিয়েছি। চারপাশের পরিবেশ দেখে ভালোই লেগেছে। এই সময় একটি বিষয় খেয়াল করলাম, আর সেটা হলো বিলের ধান কাটা শুরু হয়েছে। চৈত্র মাসের রোদে ধান শুকনো হয়। চৈত্র মাস শেষ হওয়ার আর চার দিন বাকি আছে। যার ফলে এখন প্রচন্ড রোদ দেখা যাচ্ছে।
এই রোদে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। যার ফলে বিকেল ছাড়া ঘর থেকে বের হয়নি। ঈদের পাঁচদিন পরে এক পড়ন্ত বিকেলে নদীর পাড়ে হাঁটতে গিয়ে ছিলাম। কোথাও কোথাও নদী শুকিয়ে কাঠ হয়ে গেছে। নদীতে মানুষ ধান চাষ করছে। তারপরেও প্রকৃতির সুন্দর্য দেখতে বিকেলে বের হয়েছিলাম।
কত সুন্দর গ্রামীন রাস্তা। রাস্তার চারপাশে কত সুন্দর গাছপালা। রাস্তায় মানুষজন তেমন নেই। দিনে রাতে কত হেঁটেছি এসব রাস্তায়। এই রাস্তাটি আমাদের গ্রামের পশ্চিম পাশে। এই রাস্তার পরেই ফসলি জমি, তারপর ছোট একটি নদীর পরে আমাদের গ্রামের সীমানা শেষ।
এখানে প্রথম ফটোগ্রাফিটাতে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে ধান সিদ্ধ করা ও শুকানো যঙ্গ চলছে। নদীর অপর পাশ থেকে নৌকা দিয়ে ধান এনে মেশিন দিয়ে মাড়াই করা হয়। এই দৃশ্য গ্রামে না গেলে দেখা অসম্ভব। তারপর হাটতে হাটতে এক সময় নদীতে পানি দেখতে পেলাম। আবার নদীতে নৌকাও ছিল। নৌকার মাঝি গরুর জন্য ঘাস নিয়ে সন্ধার সময় বাড়ি ফিরছে।
বিকেলে হাঁটতে হাঁটতে প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। যে দিকে তাকায় সবুজ প্রকৃতি, ফসলের জমি। এগুলো দেখলে সত্যিই অনেক ভালো লাগে। আর এই সময়টাতে যদি দক্ষিণের হাওয়া থাকে তাহলে আরো বেশি ভালো লাগে।
চকের জমির ধান পরে পাকে। বিলের জমির ধান আগে পাকে। চকের জমির ধান যখন কাটা পড়বে তখন কাল বৈশাখের বৃষ্টি শুরু হয়। তবে এই বছর এখন পর্যন্ত বৃষ্টির দেখা পেলাম না। জানি না কখন বৃষ্টি হবে। বৃষ্টির অভাবে গ্রামের গাছের ছোট ছোট আম জড়ে যাচ্ছে। যেটা খুবই হৃদয়বিদায়ক।
যায়হোক বিকাল বেলা প্রকৃতির মাঝে সময় কাটিয়ে অনেক ভালো লেগেছে। নদীর পারে বসে থেকে সন্ধার পরে বাসায় গিয়েছিলাম। রাতে যদিও কিছু বাতাস বয়ে ছিল তবে বৃষ্টি হয়নি। বৃষ্টির আশায় থাকতে থাকতে ছুটি শেষ হয়ে গেছে। তো বন্ধুরা আর কথা বাড়াবো না। এখনই বিদায় নিবো। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
স্কিন শর্ট | @joniprins |
তারিখ | ০৬.০৪-২০২৫ |
সময় | বিকাল.০৬.১০ মিনিট |
স্থান | ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
প্রকৃতির পরিবেশে পড়ন্ত বিকেলে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে গ্রাম বাংলার পড়ন্ত বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য খুব দারুণ হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিকেলে কাটানো কিছু অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
যেহেতু এই সময় শীত ফুরিয়ে গেছে আর গ্রীষ্মকাল ঢুকে পড়েছে বিকেলের দিকটা প্রকৃতি দেখতে সত্যিই খুব ভালো লাগে। ধানগুলো আধপাকা ফলে তার রঙটা এত সুন্দর লাগে। ঈদের ছুটিতে বাড়ি গিয়ে এত সুন্দর একটা বিকেল কাটিয়েছেন দেখে ভালো লাগলো।
https://x.com/ArianKh29670721/status/1909814374946287969?t=NuBwIaCdkm4V4ppVHa3kDg&s=19
https://x.com/ArianKh29670721/status/1909813895298220491?t=_IkxTi37mp_z4OwBsuJvfA&s=19
https://x.com/ArianKh29670721/status/1909813362797461696?t=Evpdi9qAEGiyLq9I2USf9w&s=19