ফটোগ্রাফি- সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
আসালামুআলাইকুম ওরহমাতুল্লাহ,
হ্যালো বাংলাদেশ ভারতের স্টিমিট পরিবারের প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি পোষ্ট নিয়ে। আজকে আমার দখলে রয়েছে প্রাকৃতিক সুন্দর্য অনেক প্রকারের ফুল। প্রকৃতি মানুষকে প্রাণ খুলে ভালবাসে,প্রাণ খুলে ফল ফুল দিয়ে থাকে। প্রকৃতির মাঝে কোন কৃপণতা নেই, কোন রাগ নেই,কোন অভিমান নেই। তারা সবসময় মানুষকে দিতে চায়। দেওয়ার জন্যই পৃথিবীতে তাদের জন্ম। প্রকৃতি হলো সৃষ্টিজীবের প্রতি সৃষ্টিকর্তার অকেন বড় একটি উপহার। যেখানে প্রকৃতি আছে সেখানে আর কিছু লাগে না। কিন্তুু আমরা মানুষই প্রকৃতি থেকে ভাল ভাবে নিতে জানি না।
আমারা মানুষ হলাম অকৃতজ্ঞ। আমরা প্রকৃতি থেকে উপকার নিতে পারি কিন্তুু তাদের দেওয়ার সময় হাত কাপেঁ। বাড়ির আশে পাশে কত গাছ গাছালি আছে,ইচ্ছে করে কোনদিন একটু পানি দিতে মন চাই না। অথচ সেই গাছে যদি ফল বা ফুল ধরে সে গুলো আমরা খুব ভালভাবেই উপভোগ করতে পারি। বারান্দায় পানির অভাবে ফুল গাছ মরে যাচ্ছে,সে দিকে আমরা ফিরেও তাকায় না। অথচ শ্বাস কষ্ট নিয়ে রোজ হাসপাতালে দৌড়াতে খুব ভাল লাগে। গাছ ফ্রী ফ্রী আমাদের অক্সিজেন দিচ্ছে,সেটা আমরা নিচ্ছি কিন্তুু গাছের একটু যত্ন করি না। এসব বিষয় গুলো আমরা বুঝিও না আর বুঝার চেষ্টাও করি না। যায়হোক চলুন নিচে ফুলের ফটোগ্রাফি গুলো দেখা যাক।
এটি হলো দুর্বা ফুল। বলতে পারেন দুর্বা ফুলের নতুন জাত। অনেকে এটাকে অফিস ফুলও বলে থাকে। কারণ এই ফুল গুলো সকাল ১০ টায় ফুটে আবার সন্ধা ৬ টায় মজে যায়। অফিস টাইমের মত,হা হা হ। ফুলও টাইম মেইন্টিন করে ফুটে।
তারিখ : ১০ মার্চ ২০২৩
সময় : বিকাল ৪ টা ৩০ মিনিট
স্থান : চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক,ঢাকা,বাংলাদেশ।
এটি হলো সন্ধ্যামালতী ফুল। সন্ধামালতী এমন এক ধরনের ফুল যা সাধারণত বসতবাড়ি সাজানোর কাজে ব্যবহৃত হয়। সন্ধ্যামালতী বিভিন্ন রঙের হয়ে থাকে। সম্ভবত এই ফুল পেরু হতে অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। সন্ধ্যামালতীর অন্যতম একটি বৈশিষ্ট্য হল একটি গাছেই বিভিন্ন রঙের ফুল ফুটতে পারে। শুধু তাই না, মাঝেমাঝে একই ফুলে বিভিন্ন রঙ দেখা যায়। সবই সৃষ্টিকর্তার খেলা।
তারিখ : ১০ মার্চ ২০২৩
সময় : বিকাল ৪ টা ৪০ মিনিট
স্থান : চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক,ঢাকা,বাংলাদেশ।
এই ফুলটির বিষয়ে কারো অজানা থাকার কথা নয়। শহরে গ্রামে,হাটে বাজারে,রাস্তা ঘাটে সব জাগায় এই ফুলটি দেখা যায়। গাদা ফুলের একটি গাছে অনেক গুলো ফুল ফুটে থাকে। এই ফুল গুলো গাছ থেকে ছাড়ানোর পরে যদি কোন কাজে লাগানো না হয় তাহলে এক দিনের মধ্যেই ফুল গুলো নষ্ট হয়ে যায়।
তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৩
সময় : বিকাল ৪ টা ৩৫ মিনিট
স্থান : আহসান মনজিল জাদুঘর,ঢাকা,বাংলাদেশ।
ভালবাসা দিবসের দিন সাধারনত প্রেমিক প্রমিকার জন্য এই ফুলের মালা গুলো বানানো হয়। মেয়েরা এই মালা গুলো মাথায় পড়ে ঘুরাঘুরি করে। আর মালা গুলোর নিচে আছে গোলাপ ফুলের ছোট এক রাজ্য। এই ছবিটি ভালবাসা দিবেসের দিন চাষাড়া শহীদ মিনারের সামনে থেকে তুলে ছিলাম।
তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩
সময় : দুপুর ২ টা ৩০ মিনিট
স্থান : চাষাড়া মোড়, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
রঙ্গন ফুল। আরবীতে একটি প্রবাদ আছে, “প্রত্যেক নতুনই সুস্বাদু বা সুন্দর”। হাজারো নতুন নতুন ফুলের ভিড়ে রঙ্গন ফুলের খোঁজ আর কেউ রাখে না। পৃথিবীর চিরাচরিত নিয়ম অনুযায়ী সবাই এই ফুলটিকে ভুলে যাচ্ছে। বাংলাদেশ থেকেও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
তারিখ : ১০ মার্চ ২০২৩
সময় : বিকাল ৪ টা ৩০ মিনিট
স্থান : চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক,ঢাকা,বাংলাদেশ।
এটি ডালিয়া ফুলের নতুন একটি জাত। ডালিয়া ফুলের দশ থেকে বারোটি কালার রয়েছে। আমার কাছে সব থেকে বেশি ভাল লাগে সাদা আর পিংক কালারটি। এই ফুল গুলো একেকটা অনেক বড় বড় হয়ে থাকে। তবে তেমন বেশি ঘ্রান নেই। তবে বাগান সাজাতে এই ফুলের তুলনা নেই।
তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৩
সময় : বিকাল ৫ টা ৩০ মিনিট
স্থান : আহসান মনজিল জাদুঘর,ঢাকা,বাংলাদেশ।
এখানে রয়েছে কয়েক রকমের ফুল। ঈদের আগে যখন অফিস,আদালত,গার্মেন্টস ফ্যাক্টরিতে ছুটি দেওয়া হয়। তখন রাস্তার মোড়ে মোড়ে এরকম ফুল বিক্রয় করতে দেখা যায়। যারা বাড়িতে যায় তারা তাদের প্রিয় মানুষদের জন্য ফুল কিনে নিয়ে যায়। ফুল হলো সব থেকে বড় গিফট।
তারিখ : ২০ এপ্রিল ২০২৩
সময় : দুপুর ১২ টা ৪৫ মিনিট
স্থান : সাইনবোর্ড,ঢাকা,বাংলাদেশ।
বন্ধুরা আজ এপযন্তই। আশা করি আমার অগুছালো বর্ণনা আপনাদের একটু হলেও ভাল লাগবে। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন, বেচে থাকলে আবার দেখা হবে। গাছ লাগান পরিবেশ বাচাঁন,নিজে বাচুন।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
বাহ্!আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ লাগছে। ফুলগুলো খুবই সুন্দর। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনাদের ভাল লাগলেই আমার স্বার্থকতা। ধন্যবাদ ভাইয়া।
আপনি খুবই সুন্দর সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন যা দেখে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। আমার কাছে যে কোন কিছুর ফটোগ্রাফার থেকে ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লাগে দেখতে। প্রত্যেকটা ফুলের বর্ণনা আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন যার কারণে আরো বেশি ভালো লেগেছে। জাস্ট অসাধারণ ছিল আপনার ফুলের ফটোগ্রাফি।
জী আপু ফুলের ছবি যেভাবে তুলা হয়,সেভাবেই ভাল লাগে। ধন্যবাদ আপু।