সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়।।
হ্যালো আমার প্রাণপ্রিয় স্টিমিট পরিবার,
কেমন আছেন সবাই,আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পোষ্টি একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। সম্পূর্ণ নিজের চিন্তা ভাবনা থেকে ব্লগটি লেখার চেষ্টা করছি। আশা করছি মনযোগ দিয়ে ব্লগটি পড়লে আপনাদের কিছুটা হলেও নলেজ বৃদ্ধি পাবে।
আমার জীবনে প্রথম আমার বন্ধুর হাতে একটি ক্যামেরা মোবাইল দেখেছিলাম। প্রথম ক্যামেরা মোবাইল দেখে তাকে বলেছিলাম আমার একটি ছবি তুলে দিতে। সে তখন বলেছিল আমার যে চেহেরা তার মোবাইল দিয়ে আমার ছবি তুললে নাকি তার মোবাইলের ক্যামেরার অপমান হবে। তারপর এক সময় জীবনের প্রথম সেলারি আর জমানো কিছু টাকা নিয়ে মোট ১৮ হাজার টাকা দিয়ে একটি সিম্ফনি এন্ড্রয়েড ফোন কিনেছিলাম। আমার ফোনটি দেখে সে বলেছিল যদি আমার ফোনটি সেকেন্ড হ্যান্ড হিসাবে সেল করি তাকে যেন দেয়। কারন আমার ফোনটি তার ভীষন ভাল লেগেছে। আজকে আমার হাতে ছবি তুলার কয়েকটা ডিভাইস অথচ তার হাতে শুধু একটি নরমাল পুরাতন ফোন। সময় অনেক কিছু বদলে দেয়।
যে পোস্ট অফিসে একটা মানি অর্ডার বা চিঠির আশায় তীর্থের কাকের মত মানুষ অপেক্ষা করতো,সে পোষ্ট অফিস আজ পরিত্যক্ত। কেউ সেটার খবরও রাখে না। কোন কোন পোষ্ট অফিসে কুকুর বেড়াল ঘুমায়। সময় পরিবর্তনশীল।
যে নোকিয়া কোম্পানি এক সময় বিশ্ব কাঁপিয়েছে সেই নোকিয়া কে বর্তমান প্রজন্ম চিনেই না। সব সময় বাতাস এক দিকে বয় না। সুতরাং গর্ব করে লাভ নেয়।
পৃথিবীর কত রাজা বাদশাহরা বছরের পর বছর রাজত্ব করলেও তাদের পরবর্তী প্রজন্মরা আজকে ভিখারীর মত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মাথা গুজার ঠায় পায় না। সময় কি না করে।
যেই ছেলেটা ১৩ টাকার বেনসন কিনে বন্ধুদের নিয়ে অহংকারের সাথে ধোঁয়া ছাড়তো। সেই ছেলেটা এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে শুয়ে শুয়ে মানুষের কাছে দোয়া চায়। ছোটদেরকে ধূমপান না করার জন্য উপদেশ দেয়। পরিস্থিতি পরিবর্তন হতে বেশি সময় লাগে না।
একজন বৃদ্ধ লোক ৬০ বছর বয়সে ৬০ লাখ টাকা পেনশন পেয়ে ভাবে এগুলো আমার জীবনে এখন ৬০ টাকার মূল্য নেই। কারন এখন এই টাকা দিয়ে আমার জীবনের ছয় সেকেন্ড সময়ও কিনতে পারবো না। সময়ের কাজ সময়ে করতে হয়।
ন্যায্যমূল্যে ৫ কেজি মোটা চাল কেনার আশায় যেই লোকটা দুই-আড়াই ঘন্টা কাঠফাটা রৌদ্রে ১০০ জনের পিছনে লাইনে দাঁড়িয়ে থাকতো । আজ উনার বাড়ীর সামনে লোকজন লাইন ধরে বসে থাকে যাকাতের টাকার আশায়। সময় কাকে কখন কোথায় নিয়ে যায় কেউ জানে না।
যার বাড়ির সামনে দিয়ে পথচারী গেলে কুকুর লেলিয়ে দিতো। সে এখন কুকুরের মত জীবন যাপন করে। খোজঁ নেওয়ার কেউ নেই। যার বাস্তব প্রমান আমি আমাদের নিজ গ্রামে দেখেছি।
যে হাজীসাহেব প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে না পারলে,বাড়ী ছেড়ে দেয়ার হুমকি দিতো। সেই আজকে ব্যাংক নিলামে শেষ আশ্রয় টুকু হারিয়ে শ্বশুরবাড়ীতে আশ্রয় নিয়েছেন। সময় সবসময় নিজের আয়ত্বে থাকে না।
যে শিক্ষক ক্লাসের সবচেয়ে অপছন্দের ছেলেটা কে অমানুষ বলে প্রতিদিন অপমান করত। তুই একটা বলদ, তোকে দিয়ে হালচাষ ছাড়া কিছু হবে না। সেই ছেলেটাই আজকে ঐ কলেজের প্রিন্সিপাল। কিছুদিন আগে আর পরে সময় পরিবর্তন হবেই।
এক সময়কার নামকরা বিউটি সোপ কসকো আজ হোটেলে হাত ধোয়ার কাজে ব্যবহৃত হয়। যাকে একসময় কোম্পানি থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। সেই এখন এমন একটি কোম্পানির মালিক।
যে “মাইকেল জেকসনকে” দেখার জন্য,তাকে স্পর্শ করার জন্য সুন্দরী মেয়েরা পাগল হয়ে যেত,জ্ঞান হারিয়ে ফেলতো আজকে তার কোন অস্তিত্ব নেই। কি নিয়ে অহংকার করি আমরা।
বিশ্বের ধনী ব্যাক্তিরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও মৃত্যুকে নিজের আয়ত্বে আনতে পারে নাই। নির্ধারিত সময় থেকে এক সেকেন্ডও বেশি পৃথিবীতে বেঁচে থাকতে পারে নাই। সময়কে কেনা অসম্ভব।
সময় খুবই নির্মম,খুবই অমানবিক আবার মাঝে মাঝে খুবই রোমান্টিক। কখন কি উপহার নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনি টেরই পাবেন না। চেষ্টা করতে হবে হাল ছাড়া যাবে না। সময় কখনোই স্থির নয়। সময় সব সময় আপনার নয়। সারাজীবন আপনার পক্ষেও নয় আবার বিপক্ষেও নয়। সময় কখনো কঠিন,কখনো নরম, কখনো প্রতিশোধ নেয়,কখনো উপহার দেয়। সময় কখন কার জীবনে কি নিয়ে আসে কেউ জানে না। তবে জীবনে যায় কিছু হোক হতাশ হওয়া যাবে না। অহংকার ছাড়তে হবে, ঘৃনা ত্যাগ করতে হবে, চেষ্টা করতে হবে,ধৈর্য ধরতে হবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে।
সবাইকে ধন্যবাদ।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP













Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভালো লিখেছেন ভাইয়া আসলেই সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। আপনার বন্ধুর কথাটি কেমন লাগলো মানুষ এই কথাটি কেমনে বলতে পারে। একদম ঠিক কসকো সাবানের একটা সময় অনেক নাম ছিল এখন সেই সাবান মানুষ হাত ধোয়ার কাজে ব্যবহার করে। আর নোকিয়া ফোনের যে নাম ছিল এখন তো সেটা আর খুঁজেই পাওয়া যায় না। ঠিকই বলেছেন ভাইয়া সারা জীবন কষ্ট করে রোজগার করে বৃদ্ধ বয়সে টাকা দিয়ে কি লাভ। ভালো লাগলো আপনার লিখাগুলো পড়ে।
জী আপু কিছু কিছু কথা ভুলা যায় না। আজকে আমি তার থেকে অনেক দামি ব্যান্ডের মোবাইল ব্যবহার করি।
সময় উপযোগী এবং বাস্তবসম্মত কথা লিখেছেন ভাইয়া। সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। তবে সময় পরিবর্তনশীল সবসময়ই খারাপ সময় একজনের উপর দিয়ে যায় না ভালো সময়টাও দেখা দেয়।। কিছু কিছু অহংকারী মানুষ সব সময় পৃথিবীতে থাকে তবে তাদের পতন ঘটে।।
ঠিকই বলেছেন ৬০ বছরের একজন বৃদ্ধ মানুষ শেষ বয়সে ৬০ লক্ষ টাকা পেনশন পেয়ে ৬০ টাকার কাজে আসবে না কেননা তার জীবনের মূল্যবান সময় ইতিমধ্যে যে পার করে ফেলেছে।।
জী ভাইয়া জীবনের মূল্যবান সময়টায় টাকা না থাকলে পরে টাকা দিয়ে কি হবে। ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ লিখেছেন ভাইয়া আপনার প্রতিটি কথা অনেক গুরুত্বপূর্ণ। কারণ সময় অনেক কিছু বদলে দেয় অনেক কিছু শিখায় মানুষকে। অনেক গুলো উদাহরণ দিলেন প্রতিটি উদাহরণ শিক্ষণীয়। সময়ের কাজ সময় থাকতে করে নিতে হয় অসময়ে এসে কাজের বা টাকার কোন মূল্য থাকে না। আর কাউকে গর্ব করি অহংকার করে কিছু বলা একদম ভালো নয় তার পরিণাম কিন্তু ভোগান্তির শিকার করতে হয়।
জী আপু ঠিক বলেছেন সময় অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ধন্যবাদ আপু।
আসলেই সবকিছু আগের মতো না। সময় পরিবর্তনশীল। একসময় একজনের রাজত্ব থাকলেও পরে সে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। আপনি কিন্তু যে লেখাটি লিখেছেন এটা একেবারে সত্যি এবং বাস্তবিক। বিভিন্ন রকম টপিক তুলে ধরে বর্ণনা দিয়েছেন আপনি। আসলে এটা ঠিকই বলেছেন যে নোকিয়া কোম্পানি এক সময় বিশ্ব কাঁপিয়েছে এখন তার কোন মূল্য নেই। এরকম পোস্ট গুলো পড়লে সত্যি অনেক কিছুই জানতে পারি এবং অনেক রকম শিক্ষা অর্জন করতে পারি। অসম্ভব ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট লেখার টপিক।
জী আপু সময় সব সময় নিজের পক্ষে থাকে না। কখনো খারাপ আবার কখনো ভালো যায়। ধন্যবাদ আপু।
আপনার কথার সাথে আমি একদম একমত ভাই। আপনি একদম ঠিক বলেছেন সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। আমি মনে করি আমাদের সমাজে কিছু অহংকারী মানুষ রয়েছে তাদের একদিন না একদিন পতন ঘটবে। আপনি অবশ্যই আমাদের মাঝে আজকে সময় উপযোগী একটি পোস্ট লিখে শেয়ার করেছেন ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জী ভাইয়া কিসের এত অহংকার । যার এক মূহর্তের ভরসা নেই। ধন্যবাদ ভাইয়া।
প্রথমেই বলি আপনার টাইটেল পড়েই আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা কিন্তু ঠিক বলেছেন আপনি সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। সময় কখনো থেমে থাকে না, সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। পরিবর্তন হয় প্রকৃতির, পরিবর্তন হয় মানুষের, সেই সাথে পরিবর্তন হয় যুগের। একটা মানুষ ৬০ বছর ধরে ৬০ লক্ষ টাকা রুজি করে কি লাভ, সে তো এই টাকাগুলো খরচ করারও সময় পাবে না। বৃদ্ধ বয়সের সে এত টাকা দিয়ে কি বা করবে। প্রত্যেকটা বর্ণনা বেশ সুন্দরভাবেই লিখেছেন। ভীষণ ভালো লাগলো আপনার আজকের লেখার টপিক।
জী ভাইয়া সময় কখন কার জন্য কি নিয়ে হাজির হয় কেউ জানে না। ধন্যবাদ ভাইয়া।