আমার প্রথম পরিচিতি মূলক পোষ্ট By @joniprins।। Beauty of Creativity
আজকে আমি Beauty of Creativity তে আমার পরিচয় পর্ব শেয়ার করবো।
হ্যালো ডিয়ার ফ্রেন্স,
যুগ পরিবর্তন হচ্ছে, সেই সাথে পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তা চেতনা,ধ্যান ধারনা। দিনে দিনে মানুষ অলাইনের দিকে এগিয়ে যাচ্ছে। একসময় এমন সময় আসবে যখন মানুষ সব কিছু করবে অনলাইনে। অনলাইনে ইনকাম করবে আবার অনলাইনে ব্যয় করবে। সেই সময়টা বেশি দূরে নয়। মানুষ এখন অনলাইনে ইনকামের রাস্তা খুজতেছে। আর স্টিমিট হলো ব্লগ তৈরী করার মাধ্যমে ইনকামের সুন্দর একটি সুযোগ। আমি ২০১৮ সালে আমার এক বন্ধুর মাধমে স্টিমিট জগতে প্রবেশ করি। ঐ সময় দুই বছর কাজ করে করোনা আসার পরে কাজ ছেড়ে দেয়।
২০২১ সালে স্টিমিট প্লাটফর্মে ঘুরাঘুরি করতে গিয়ে বাংলাতে একটি পোষ্ট দেখি। তারপর সেই পোষ্টে গিয়ে দেখি সেটা “আমার বাংলা ব্লগ” কমিউনিটির একজন মডারেটরের পোষ্ট। তারপর পর থেকে আমি আমার বাংলা ব্লগে বাংলাদে ব্লগিং করার সিদ্ধান্ত নেয়। সেখানে ধীর্ঘ চার মাস এবিবি স্কুলে ক্লাস করে পরিক্ষা দিয়ে ভেরিফাইড মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করি। বর্তমানে আমি আমার বাংলা ব্লগে ভেরিফাইড মেম্বার হিসাবে সফল ভাবে কাজ করে যাচ্ছি।
আমার বাংলা ব্লগে কাজ করার সুবাদে আর সম্মানিত বড় দাদার বিভিন্ন পোষ্টের মাধ্যমে জানতে পারি যে দাদার আরো কয়েকটি কমিউনিটি আছে। তার মধ্যে একটি হলো Beauty of Creativity। আমার বাংলা ব্লগের অনেক মেম্বার সেখানে কাজ করার পাশা পাশি এই কমিউনিটিতে কাজ করে। তাই আমিও এখানে কাজ করার সিদ্ধান্ত নিলাম। নিচে আমার পরিচিতি পর্ব টা ধাপে ধাপে উল্লেখ করতেছি।
আমার নাম মোহাম্মাদ রেজাউল করিম। স্টিমিট আইডি @joniprins। আমার জন্মস্থান বাংলাদেশের চট্রগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবদ গ্রামে। আমার জন্ম সাল ১৫.০২.১৯৯৭ । আমরা তিন ভাই দুই বোন। আমি ভাইদের মাঝে সবার বড়। আর দুই বোনের মাঝে একজনের বিয়ে হয়ে গেছে,আরেক বোন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আমার বাবা একজন কৃষক আর মা গৃহিণী। আমি চাকরীর সুবাদে বাংলাদেশের রাজধানী ঢাকাতে থাকি।
আমি ২০১২ সালে জিপিএ ৫ পেয়ে সফল ভাবে মাধ্যমিক পরিক্ষা পাশ করি। ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক পরিক্ষা পাশ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিএ পাশ করি ২০১৮ সালে। তারপর ঢাকা কলেজে এমএ ভর্তি হলেও করোনার জন্য এমএ পরিক্ষা দেওয়া হয়নি। তবে দেওয়ার ইচ্ছা আছে।
আমি প্রথমত বই পড়তে আর ভ্রমন করতে খুব ভালবাসি। যখন সুযোগ পায় তখনই ভ্রমন করতে বের হয়ে যায়। তাছাড় ফুটবল ক্রিকেট খেলা দেখতে ও খেলতে পছন্দ করি। আমি একজন গ্রাফিক ডিজাইনার। বিভিন্ন ডিজাইন করতেও খুব ভালবাসি।
আমি সফল ভাবে অনলাইনে কাজ করতে চাই। আগে অনলাইনের বিভিন্ন সাইটে গিয়ে অনেক সময় নষ্ট করেছি। আর সময় নষ্ট করতে চাই না। জীবনে যতদিন বেচে থাকবো স্টিমিটের সাথে থাকতে চাই। আর সেই চেষ্টা নিয়েই এগিয়ে যাচ্ছি। আশা করি সঠিক ভাবে চেষ্টা করলে সফল হবো।
বন্ধুরা এই হলো আমার আজকের পরিচিতি পর্ব। আশা করি আমাকের আপনাদের সাথে পেয়ে অনেক খুশি হবেন। আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ দিবেন। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন।
Device | Mobile |
---|---|
Camera | Redmi Not-8 |
Community | Beauty of Creativity |
Dear @faisalamin
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi, @joniprins
Our team members will soon check for your introduction. Meanwhile, make sure that your introduction post covers these points.
Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord
Thank you for Joining our BOC community.
Keep sharing creative and quality content. You can share creative content like Art, Photography, Traveling, Music, Poetry, Lifestyle, etc without any limits. I would like to request you join our discord server by just clicking on the above BoC poster.
Some Rules and Regulations that you must have to follow. Community Rules.
Join us on Discord
Welcome to our community bro. Keep working good and post quality content
আপনাকে দেখে ভীষণ ভালো লেগেছে ভাই। আপনাকে কমিউনিটিতে স্বাগতম।