আজকের ভয়াবহ গরমে এক অসহ্য অভিজ্ঞতা।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমার কাছে মনে হয়েছে আজকের দিনটা যেন পৃথিবীর উষ্ণতম দিনগুলোর একটি। জীবনে অনেক গরম দেখেছি, কিন্তু আজকের মতো এমন অসহনীয় গরম আগে কোনোদিন অনুভব করিনি। সকাল থেকেই একটা অস্বস্তিকর গরম বাতাস চারদিকে ছড়িয়ে পড়েছে। সূর্য যেন রাগে জ্বলছে, তার রশ্মি সরাসরি আমাদের গায়ে আগুন হয়ে পড়ছে। গ্রামের যেই গাছগুলোর নিচে আশ্রয় নিলে শান্তির ছায়া পেতাম, আজ সেগুলোর পাতাও চুল পরিমাণ নড়ছে না। নিস্তব্ধ একটা গরম যেন গোটা পরিবেশকে ঢেকে ফেলেছে।
গ্রামের কুকুরগুলোকেও আজ করুণভাবে দেখলাম। তারা বিভিন্ন জায়গায় ছায়া খুঁজে খুঁজে হাঁপাচ্ছে। জিভ বের করে শুয়ে আছে, যেন গরম আর সহ্য করতে পারছে না। গরু, ছাগল এমনকি পাখিরাও আজ যেন গরমে নুইয়ে পড়েছে। বাতাস নেই বললেই চলে, আর যে হালকা গরম বাতাস বইছে, সেটাও যেন শরীরে লাগলে পুড়িয়ে দিচ্ছে। খাটের বিছানাগুলো আগুনের বিছানায় পরিণত হয়েছে। বিছানার উপর শুইলে যেন গরম তেলে মাছের মত ভাজি হয়ে যাচ্ছি।
সাধারণত দুপুরে একবার গোসল করলেই একটা ফুরফুরে অনুভূতি হয়, কিন্তু আজকের গরম এতটাই প্রবল ছিল যে আমি তিন-চারবার গোসল করেও শান্তি পাইনি। পানি গায়ে দিতেই ৫ মিনিটের মাথায় আবার শরীর ঘেমে ভিজে যাচ্ছে। ফ্যানের নিচে বসেও ঘাম ঝরছে অবিরত। বিদ্যুৎ চলে গেলে তো মনে হচ্ছিল এই বুঝি দম বন্ধ হয়ে আসছে। আজকে শরীর থেকে ঘামের মাধ্যমে যে পরিমাণ পানি বের হয়েছে, সেই পানি দিয়ে একজন মানুষ অনায়াসে গোসল করতে পারতো।
এই গরম শুধু শরীরের ওপর প্রভাব ফেলেনি, মনেও এক ধরণের অস্থিরতা তৈরি করেছে। কিছুই ভালো লাগছে না। একটানা ঘরের মধ্যে বসে থাকতে থাকতে ক্লান্ত লাগছে। হঠাৎ মনে হলো, যদি পারতাম তবে এই পৃথিবী থেকে পালিয়ে যেতাম। হয়তো কোনো বরফে ঢাকা পাহাড়ে, যেখানে ঠান্ডা হাওয়া গায়ে লাগবে, আর শান্তির নিঃশ্বাস নেওয়া যাবে।
আজকের এই গরম আমাদের বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা কীভাবে প্রতিদিন টের পাচ্ছি। আগে এমন গরম হতো না, অন্তত গ্রামে তো নয়ই। এখন যেন প্রকৃতিও ক্লান্ত, মানুষও অতিষ্ঠ।
এই ভয়াবহ গরম আমাদের সতর্ক করে দিচ্ছে প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে তাকে রক্ষা করার সময় এখনই। না হলে সামনে আরও ভয়ংকর দিন আমাদের জন্য অপেক্ষা করছে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/RamimHa74448648/status/1931912541221101854?t=99rscSh-HIDlwK6CTMiXRw&s=19
https://x.com/RamimHa74448648/status/1931913224884277703?t=-8Q2VDpgxZ2Rr4PeqQL3bA&s=19