বাসার পাশে ওয়াজ মাহফিলে কিছু সময়।।
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে বাসার পাশে ওয়াজ মাহফিলে কিছু সময় কাটানোর অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। আশা করি ব্লগটি সবার কাছেই ভালো লাগবে।
বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি। সে অনুযায়ী বাংলাদেশে ওয়াজ মাহফিল হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। তাছাড়া প্রত্যেক ধর্মের মধ্যেই তার অনুসারীদেরকে ধর্মের বিষয়ে শিক্ষা দেওয়ার প্রচলন রয়েছে। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বুদ্ধ, খৃস্টান এই চার ধর্মের মানুষ রয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী প্রত্যেক ধর্মের মানুষ স্ব স্ব ধর্ম পালন করতে পারে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষদেরকে তাদের ধর্মের আচার অনুষ্ঠান পালনে বাধা প্রদান করতে পারে না। সবাই স্বাধীনভাবেই নিজেদের ধর্ম পালন করতে পারে।
ইসলাম ধর্মের রীতি অনুসারে বিভিন্ন ভাবে তাদের অনুসারীদেরকে ইসলাম ধর্মের ব্যাপারে শিক্ষা প্রদান করার প্রচলন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ওয়াজ মাহফিলের মাধ্যমেও ধর্মীয় বিষয়ে জ্ঞান প্রদান করা হয়। আমাদের দেশে হাজার হাজার আলেম-ওলামা রয়েছে। সাধারণত শীতকালে ওয়াজের মৌসুম থাকে। এই সময়ের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান নিজেরা উদ্বেগ নিয়ে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল ও ইসলামী কনফারেন্স এর আয়োজন করে থাকে। সেখানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলেম-ওলামাগণ এসে ধর্মীয় বিষয়ে আলোচনা করে থাকেন।
গত শুক্রবারে আমাদের বাসার পাশে বিরাট বড় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমি যে বিল্ডিং এ ভাড়া থাকি, এর একটি বিল্ডিং পরেই মাহফিলের প্যান্ডেল করা হয়েছিল। আমার বাসা থেকে স্পষ্ট মাহফিলের আওয়াজ শোনা যাচ্ছিল। তারপরেও আমি সন্ধ্যার পরে মাহফিলে গিয়েছিলাম। সাধারণত ওয়াজ মাহফিল হলে অনেক প্রকারের খাবারের দোকান বসে। যেহেতু ওয়াজ মাহফিলে অনেক মানুষের সমাগম হয়ে থাকে, তাই ভালোই বেচাকেনা হয়ে থাকে।
বন্ধুরা আজকের ওয়াজ মাহফিলের একটি বিশেষত্ব ছিল। আর সেটি হল ঐদিন মাহফিলের মধ্যে একজন আলেমকে দাওয়াত করা হয়েছিল, যিনি জন্ম থেকে অন্ধ ছিল। তারপরও তিনি শুনে শুনে কোরআন হাদিস মুখস্ত করেছেন। তিনের বাড়ি হল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকায়। তিনি নারায়ণগঞ্জে প্রতিবছর ৫ থেকে ছয়টি প্রোগ্রাম করে থাকেন। তিনি খুব সুন্দর ওয়াজ করেন। উনার আরেকটি বিশেষত্ব হলো তিনি যেই শব্দগুলো বাংলাতে প্রকাশ করেন সেগুলো আবার ইংলিশে ও ট্রান্সলেট করে সবার কাছে বলে থাকেন। তিনি অন্ধ হওয়ার পরেও এই শিক্ষাগুলো শুনে শুনে গ্রহণ করেছেন। চেষ্টা থাকলে মানুষ সবকিছু পারে, এর জলন্ত প্রমাণ হলো এই অন্ধ হুজুর।
আমি দশটার দিকেও একবার গিয়েছিলাম। সে অন্ধ হুজুরের ওয়াজ শোনার জন্য। অনেকক্ষণ উনার বয়ান শুনে ধীরে ধীরে আমার ঘুম চলে আসছিল। যার ফলে সাড়ে ১১ টার দিকে আমি বাসার দিকে চলে এসেছিলাম। আমাদের বাসার নিচে প্রচুর খাবারের দোকান বসেছিল।
বন্ধুরা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কয়েক প্রকারের খাবার রয়েছে। এরকম আরো অনেক প্রকারের খাবার বিক্রি করতে দেখা যায়। আমি কয়েকটি দোকান ঘোরাফেরা করে এক বাটি হালিম খেয়ে চলে এসেছিলাম। যেহেতু নিজের বাসার নিচে এতগুলো খাবারের দোকান বসেছে, কিছু না কিছু খেতেই হয়। তাই ঘোরাফেরা করে অবশেষে হালিম কে চয়েস করলাম। অনেকে হালিমের ভিতরে যে মাংস দেওয়া হয় সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। যাই হোক সেগুলোর বিষয়ে আজকে আমি আর কথা বলছি না।
এখন শীত প্রায় শেষের দিকে। গত দুই এক সপ্তাহ ধরে একটু একটু করে গরম লাগা শুরু হয়েছে। গরমের সিজনে ওয়াজ মাহফিল তেমন হয় না। কারণ কখন বৃষ্টি বাদল শুরু হয়ে যায় কেউ বলতে পারেনা। আমার মনে হয় আমার জন্য এটাই এই মৌসুমের শেষ ওয়াজ মাহফিল। সৃষ্টিকর্তা আমাদের সকল সকলের মনের আশা পূরণ করে দেন।
বন্ধুরা এ হলো আমার আজকের ব্লগ। আশা করি ব্লগটি সবার নিকট ভালো লেগেছে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | realme-53 |
শিরোনাম | বাসার পাশে ওয়াজ মাহফিলে কিছু সময়।। |
স্থান | নারায়নগঞ্জ সদর ,ঢাকা,বাংলাদেশ। |
তারিখ | ২৩/০২/২০২৪ |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @joniprins |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
ওয়াজ মাহফিল শীতকালে বেশি হয়। কয়েকদিন আগে আমাদের এখানে ও অনেক ওয়াজ মাহফিল হলো। ওয়াজ মাহফিলে বিভিন্ন ধরণের দোকান আসে দেখলে মনে হবে যেনো মেলা বসেছে। বেশ সুন্দর সময় কাটিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
বাসার পাশে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন জেনে ভালো লাগলো তবে এটা জেনে রীতিমতো অবাক হলাম যে শুনে শুনে কোরআন হাদিস মুখস্ত করেছে অন্ধ হবার পরেও। আসলে একজনের এক এক রকম প্রতিভা রয়েছে তার মধ্যে এক অন্যরকম প্রতিভা রয়েছে যেটা হয়তোবা অনেক মানুষের মাঝে নেই। যাইহোক ওয়াজ মাহফিলে গিয়ে দারুণ কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আপনার বাসার পাশে অনুষ্ঠিত হওয়া ওয়াজ মাহফিলে আপনার কাটানো মুহূর্তটুকু পড়ে আমার খুবই ভালো লেগেছে। সত্যি বলতে এরকম অন্ধ মাওলানার ওয়াজ শুনতে আমার অনেক ভালো লাগে। আর ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে বেশ সুস্বাদু খাবার বিক্রয় করতে আসে অনেকেই। যাহোক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এখনকার সময়টাই হচ্ছে ওয়াজ মাহফিলের সময়। বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় ওয়াজ মাহফিল হয়। বিশেষ করে খোলামেলা ময়দানে অনেক বড় বড় ওয়াজ মাহফিল হয়ে থাকে। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।