আমার ছোট সময়ের কিছু হাস্যকর ভুল ধারণা ।।
আসসালামু আলাইকুম,
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। কিছু দিন যাবৎ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিন অতিক্রম হচ্ছে। সব কাজ শেষ করে রাতের বেলা পোষ্ট করতে বসলাম। আজকের পোষ্টি আগে রেডি করে রেখেছিলাম। তাই পোষ্টি করতে সহজ হয়েছে। আজকে আমার ছোট সময়ের হাস্যকর কিছু ভুল ধারনা শেয়ার করবো। আমি আশা করি এগুলো পড়লে আপনারাও মনে মনে হাসঁবেন। চলুন শুরু করি।
ছোটকালে সাধারনত সবাই বরকন্যা খেলেছেন,তেমন আমিও খেলেছি। আমি ছিলাম বর আর প্রতিবেশী সুন্দরী একটা সমবয়সী মেয়ে ছিল বউ। প্রতিদিন পুতুল নিয়ে খেলতাম। পুতুলের সাথে আমাদেরও প্রতিদিন বিয়ে হত ৷ আর আমাদের বিয়ের কথা প্রতিবেশী সবাই জানত। এমনকি মেয়ের বাবা-মা আমাকে জামাই সম্মোধন করতো। আমি তখন ভেবেছিলাম বড় হয়ে তাকে বিয়ে করবো। মজার ব্যাপার হলো মেয়েটিও একই কথা ভাবত।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মেয়েটি সুন্দরী হওয়ার কারনে লন্ডনি এক বরের সাথে খুব তাড়াতাড়ি তার বিয়ে যায়। এদিকে আমি তখন ক্লাস সেভেনে পড়তাম। মেয়েটি সারাবছর স্বামীর সাথে লন্ডন থাকে আর প্রতি ঈদের সময় বাপের বাড়ি আসতো। বাড়িতে এসেই আমাকে খুজে বের করতো। আমার সাথে দেখা করবেই করবে। অনেক আড্ডা হতো, গল্প হতো। আড্ডার মধ্যে দিয়ে মাঝে মাঝে আমরা শৈশবে ফিরে যেতাম। ওহহ হ্যা, তার একটা সুন্দরী কন্যা আছে। মাঝে মধ্যে তাকে মজা করে বলতাম, যদি আমাদের শৈশবের স্বপ্ন পুর্ণ হত, তাহলে তোর মেয়েটি আজকে আমাকে মামা না ডেকে , বাবা বলে ডাকতো,হা হা হা । 🤣
ছোট সময় আমাদের স্কুলের দ্বিতীয় তলায় যেতে ভয় পেতাম। মনে মনে ভাবতাম যদি দ্বিতীয় তলায় যায় তাহলে স্কুল ভেঙ্গে পড়ে যাবো। আমার সাথের সবাই দৌড়াদৌড়ি করে দ্বিতীয় তলায় যেত। আর আমি নিচে দাড়িয়ে দাড়িয়ে দেখতাম। এসব কথা এখন মনে হলে হাসিঁ থামাতে পারি না।
ছোট সময় বড়দেরকে জিঙ্গেস করতাম বাচ্ছা কোথায় থেকে আসে। তখন বড়রা বলতো বিয়ে করার পরে জামাই বউ এক সাথে থাকলে আল্লাহ উপর থেকে বাচ্ছা দেয়। অনেক বছর যাবৎ এই ধারনা পোষন করে বড় হয়েছি,হা হা হা।
ছোট সময় সন্ধার পড়ে চাদঁকে দেখে দেখে হাটতাম। মনে মনে ভাবতাম চাদঁ মনে হয় আমার সাথে সাথে হাটতেছে। সাথের ছেলে পেলেদেরকে বলতাম চাদঁ আমার সাথে আমাদের বাড়িতে যাচ্ছে,হা হা হা।
চাদঁ নিয়ে আরেকটি ভুল ধারনা হলো,বড়দের থেকে শুনেছি চাদেঁ নাকি একটি বট গাছ আছে। আর সেই বট গাছের নিচে একজন বুড়ি বসে আছে। দাড়ান আরেকটু হেসেঁ নেয়,হা হা হা।
ছোট সময় চকের (যেখানে বিশাল জায়গা জুড়ে ধান চাষ করা হয়) মাঝে বিভিন্ন গর্তে বৃষ্টির পানি জমে থাকতো। আমি আর আমার ভাই সেই গর্ত সেচে অনেক মাছ পেতাম। আমরা ধারনা করতাম আকাশ থেকে বৃষ্টির সাথে মাছও পড়ে। কত বড় বোকা ছিলাম,হা হা হা।
আরেকটি ভুল ধারনা হলো স্কুলে যাবার সময় কবরস্থান বা গোরস্থানের দিকে আঙ্গুল দিয়ে দেখালে গুনা হতো। যদি কেউ ভুলে আঙ্গুল দিয়ে দেখিয়ে ফেলতো তাহলে তার হাতে এবং হাটুতে কামড় দেওয়া লাগতো। কত নাম্বার গাদা ছিলাম চিন্তা করা যায়।
ছোট সময় যখন বিমান যাওয়ার আওয়াজ শুনতাম তখন দৌড়ে বাহিরে এসে বিমান দেখে বড়দের জিঙ্গেস করতাম বিমান কিভাবে যায়। তারা উত্তর দিতো গাড়ির রাস্তার মত বিমানেরও রাস্তা আছে। আমাদের সিনিয়ররা কত বড় বৈজ্ঞানিক ছিল।
ছোট সময় সকালে বা বিকালে আমাদের গরুর জন্য ঘাস কাটতে যেতাম। তখন সাথে যারা যেত তাদেরকে জিঙ্গেস করতাম, আমাদের মত আর কোন দেশ আছে না কি। তারা বলতো পৃথিবীতে বাংলাদেশ আর ভারত ছাড়া আর কোন দেশ নেয়,হা হা হা। 🤣🤣🤣
বন্ধুরা নিজের ব্যাপারে আর কিছু বলে নিজেকে গাদার নিচে নামাতে চায় না,হা হা হা🤣। আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন,সুস্থা থাকবেন। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
পোস্টের টাইটেলের প্রথমেই বানানটা ভুল হয়েছে ভাইয়া। ঠিক করে নিলে পোস্ট পড়তে ভালো লাগবে। যাই হোক ভাইয়া আপনার প্রতিটা কথাই একদম ঠিক। ছোটবেলায় আমাদের অনেক ধারণা ছিল যেগুলো বড় হওয়ার সাথে সাথে পরিবর্তন হয়েছে।
আপনার পোস্টটি পড়ে সত্যি দেশ মজা লাগলো। আসলে ছোটবেলায় আমাদের চিন্তাভাবনা গুলো অন্যরকম থাকে যা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে । তবে আপনার কবরস্থানের ওই কথাটি আমার ছোটবেলার সঙ্গেও মিলে যায় । তখন আঙ্গুল দিয়ে কবরস্থান দেখালে আঙ্গুলের কামড় দিতে হতো ।এছাড়াও লাস্টের লেখাটা পড়ে বেশ মজা পেলাম ।বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীতে আর কোন দেশ নেই । সত্যিই ছেলেবেলা অন্যরকম ই থাকে ।
ভাইয়া লেখাটা পড়তে নিয়ে আমি হাসতে হাসতে শেষ 😀। সত্যি কথা বলতে আপনার সাথে আমার ধারণা অনেকটা মিলে গেছে। হিহিহিহি।
আপনার বর বউ খেলার সাথী কে এভাবে ছাড়লেন কেন ভাই? জোর করেই আটকায় রাখতেন। হিহিহিহি।
এটা সবার প্রশ্ন ছিল বোধ হয়। তবে আপনি বাচ্চা টাকে সংশোধন করে সঠিক ভাবে নিয়ে আসুন এবার 🤪