বাসা পরিবর্তন। একদিনের যুদ্ধ, এক জীবনের স্বস্তি।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক পরিবর্তনের মুখোমুখি হই। কখনো তা হয় আনন্দের, কখনো তা হয় যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার। সম্প্রতি আমি একটি এমনই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেলাম, বাসা পরিবর্তন করে। এটা শুনতে যতটা সাধারণ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন ও ক্লান্তিকর একটি প্রক্রিয়া।
গত কয়েক বছর ধরে আমি যে বাসাটিতে থাকতাম, সেটি মূল হাইওয়ে রোড থেকে অনেকটাই ভেতরে ছিল। প্রতিদিন অফিসে যাওয়া-আসা কিংবা নিত্য প্রয়োজনীয় কাজ সারার পথে এই দূরত্বটা ধীরে ধীরে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই থেকেই মনে হচ্ছিল, যদি হাইওয়ে রোডের পাশেই একটা বাসা পাওয়া যেত, তাহলে জীবনটা একটু সহজ হতো, ক্লান্তিটা দুর হতো। অনেকদিন ধরেই খুঁজছিলাম মন মতো একটা বাসা। যেখানে স্থান হবে সুবিধার, যাতায়াত হবে সহজ আর পরিবেশটা হবে শান্তিপূর্ণ।
অবশেষে গত মে মাসে খুঁজে পেলাম আমার কাঙ্ক্ষিত বাসাটি। হাইওয়ের পাশে, সুবিধাজনক অবস্থানে এবং একদম মনের মতো একটি ফ্ল্যাট। কিন্তু খুশির পাশাপাশি শুরু হলো আরেক যুদ্ধ, বাসা বদলের প্রস্তুতি। বাসা বদল মানেই শুধু মালামাল স্থানান্তর নয়, মানসিক ও শারীরিকভাবে এক চরম চাপের ভিতর দিয়ে যাওয়া।
আজ সেই প্রতীক্ষিত দিন, নতুন বাসায় উঠবার দিন। গতকাল রাতে কিছু মালামাল আগেভাগে স্থানান্তর করেছিলাম, যাতে আজকের দিনে চাপটা কিছুটা কমে। কিন্তু বাস্তবে তার উল্টোটা হলো। আজ সকাল থেকেই বাকি সব মালপত্র গোছাতে গোছাতে দম ফেলবারও সুযোগ পাইনি। ফার্নিচার সরানো, ছোট ছোট জিনিস খুঁজে খুঁজে জায়গা মত রাখা, নতুন বাসার সবকিছু গুছিয়ে নেয়া, নতুন করে ওয়াফাই কানেকশন নেওয়া, এই সব কিছুই যেন একেকটা যুদ্ধ। মাঝেমধ্যে মনে হচ্ছিল, আজকের এই দিনটা কখন শেষ হবে!
গোটা দিনটাই কেটেছে কাজের মধ্যে। দুপুরের খাবার খেতেও ভুলে গিয়েছিলাম। ক্লান্ত শরীরে যখন সন্ধ্যার দিকে একটু চেয়ারে বসলাম, তখন মনে হলো যেন একটা যুদ্ধজয় করলাম। শরীর ব্যথায় কাতর, মন ক্লান্ত, কিন্তু তবুও চোখে একটু তৃপ্তির ছাপ। কারণ, এটাই তো নতুন ঠিকানা, নতুন স্বপ্ন বুনার জায়গা।
যন্ত্রণাদায়ক হলেও এই দিনটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। কারণ এই নতুন বাসাটির সঙ্গে জড়িয়ে আছে আমার আগামীর অনেক পরিকল্পনা, স্বপ্ন আর শান্তির আশা। জীবনে নতুন কিছু শুরু করতে গেলে একটু কষ্ট, একটু ঝামেলা মেনে নিতেই হয়। কিন্তু তার ফলাফল যদি হয় মনের মতো, তবে সেই কষ্টও এক সময় পরিণত হয় মধুর স্মৃতিতে।
আল্লাহর অশেষ রহমতে আশা করি নতুন এই বাসা আমার জীবনে শান্তি ও স্বস্তির ঠিকানা হয়ে উঠবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
https://x.com/RamimHa74448648/status/1939928422261608618?t=81KAFPFOBY0XqZb0qj0O4Q&s=19
https://x.com/RamimHa74448648/status/1939932113358278686?t=4oLjqSBxRj3CxDvZwNnQFw&s=19