সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবাম।।
হ্যালো বন্ধুরা আমি @joniprins আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি পোষ্ট নিয়ে। আমার আজকের পোষ্টের বিষয় হলো ফটোগ্রাফি। আজকে আমার ঝুড়িতে রয়েছে বিভিন্ন প্রকারের ফুলের ফটোগ্রাফি। ফুল হলো আমাদের প্রকৃতির মধ্যমনি। প্রকৃতির মাঝে ফুল থাকলে পরিবেশটাই পরিবর্তন হয়ে যায়। চলুন দেখি কি কি ফুলের ফটো রয়েছে ঝুড়িতে।
বন্ধুরা আমার আজকের ফটো গুলো সংগ্রহ করেছি একটি বাগান থেকে। আজকে আমার ঝুড়িতে কোন বন্য ফুল নেই। যে গুলো রয়েছে সব গুলোই বাগানে চাষ করা হয়ে থাকে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর ছিল। এক একটা ফুল যেন একটি সূর্যের মত ফুটে আছে। ফুলের বাগান বা ফুল গাছ আমার কাছে খুবই ভাল লাগে। মন চাই বিভিন্ন ফুলের গাছ দিয়ে একটি বাগান তৈরী করি। কিন্তুু জায়গার জন্য সেই শখটা পুরন হচ্ছে না। নিজের বাসার বারান্দার মধ্যে কয়েকটি ফুলের গাছ লাগিয়েছি। একসময় সে গুলো আপনাদের সাথে শেয়ার করবো।
আজকে যে আমাদের দেশে এত গরম তার প্রধান কারন হলো গাছ কেটে ফেলা। কেউ গাছ লাগাতে চাই না। বরং যেখানে গাছ আছে সে গুলো কেটে ফেলার প্লান করছে। উচিত ছিল যতটা গাছ কাটা হবে ততটা গাছ লাগাবে। অথচ সবাই গাছ কাটতে চাই কিন্তুু কেউ লাগাতে চাই না। এই যে গরম সেটা আমাদের কর্মের ফল। আরেকটি হলো নদী দূষন। নদী দূষন কি সেটা মনে হয় আমরা জানি না, মূল কথা হলো জানি কিন্তুু মানি না। ড্রেন দেওয়া হয়েছে শহরের পানি বা এই জাতীয় ময়লা ফেলার জন্য। অথচ আমরা ড্রেনের মধ্যে পলি ফেলে সেটা বন্ধ করে দেয়। এই পলি গিয়ে নদীতে পড়ছে। যার ফলে নদী দূষন হচ্ছে। নদীর স্তর উপরে উঠে যাওয়াও বৃষ্টি না হওয়ার একটি কারণ। সব মিলিয়ে আমাদের কারনেই আমরা গরমে কষ্ট পাচ্ছি। চলুন এবার ফটোগ্রাফি গুলো শেয়ার করা যাক।
চারটি পাপঁড়ি বিশিষ্ট সুন্দর এই ফুলটির নাম আমার অজানা। গাছটি তিন থেকে সাড়ে তিন ফুট লম্বা হবে। একটি গাছে একটি ফুলই ফুটে। লাল রঙের ফুলটি দেখে আমার কাছে অনেক ভাল লেগেছে। ফটোগ্রাফিটা খুব সুন্দর এসেছে।
হলুদ রঙের এই ফুলটির নাম দুর্বা ফুল। এই ফুল গাছ গুলো একটি টবের মধ্যে লাগানো ছিল। এই গুলো সাধারনত বাড়ির আঙিনাতেই বেশি দেখা যায়। আমাদের বাড়ির চার পাশে অনেক খালি জায়গা আছে শুধু যত্ন করে কয়েকটি গাছ লাগালেই পরিবেশটা সুন্দর হয়ে যায়।
জবা ফুলের কলি গুলো দেখে মনে হয় আমাদের সাথে রাগ করেছে। রাগ তো করতেই পারে, কারন আমরা অযথা পানি নষ্ট করতে পারি কিন্তুু কোন গাছে পানি দিতে গেলেই আমাদের বিভিন্ন বাহানা শুরু হয়ে যায়। সুন্দর পরিবেশ উপভোগ করতে পারি কিন্তুু সুন্দর পরিবেশ তৈরী করতে জানি না।
এটি কলাবতি ফুলের ভিন্ন একটি ধরন। প্রত্যেকটা ফুলের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট থাকে। আমরা হয়তো দুই একটা জানি। বেশি অংশই আমাদের অজানা থাকে। এগুলো বিভিন্ন জলাশয় বা পুকুর, ডোবার কিনারেও হয়ে থাকে। অযত্নে অবহেলায়ও এগুলো ফুল দিতে কার্পন্য করে না।
রাস্তার পাশে এভাবে ফুল যদি আমাকে শুভেচ্ছা জানায় তাহলে ফটোগ্রাফি না করে থাক যায়....। রাস্তা দিয়ে এক বড় আপুর বাসায় যাচ্ছি পথের মধ্যে ফুটন্ত ফুলটি দেখে আর শান্ত থাকতে পারলাম না। মোবাইলটা বের করে সাথে সাথে ক্লিক ক্লিক করে ফেললাম।
পাচঁটি ফুলের পাপঁড়ি বিশিষ্ট এই ফুলটির নাম সম্ভবত টগর। সাদা রঙের ফুলটি দেখতে সুন্দর হওয়ার কারনে সবার দৃষ্টি আকর্ষন করে। ফুলের মাঝখানে হলুদ অংশটি থাকার কারনে বেশি সুন্দর লাগে। এই ফুল গাছটির মধ্যে যত গুলো ডালপালা থাকে সব গুলোতেই ফুল ফুটে।
বন্ধুরা আজকে এপর্যন্তই,আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আশা করি আমার আজকের আয়োজনটা আপনাদের কাছে ভাল লাগবে। বিভিন্ন জায়গা থেকে ফটোগুলো সংগ্রহ করেছি। মূল কথা হলো ইচ্ছা থাকলে যেকোন সময় যে কোন জায়গা থেকে ফটো সংগ্রহ করা যায়। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রেডমি নোট-৮ |
শিরোনাম | সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবাম। |
স্থান | নারায়নগঞ্জ, ঢাকা |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @joniprins |
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আপনি খুবই দারুন সাতটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন।এই ফুলের ফটোগ্রাফী করতে আমার ও অনেক বেশি ভালো লাগে। আপনি নিখুঁত ভাবে সুন্দর করে আমাদের মাঝে ফুলের ফটোগ্রাফী শেয়ার করেছেন।
আপনার মতামত জানতে পেরে অনেক খুশি হয়েছি। ধন্যবাদ।
ভাই আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব দারুণ লেগেছে। বিশেষ করে প্রথম ছবিটা দেখে মুগ্ধ হলাম। অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার মতামত পেয়ে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রথমের দিকের যে ফুলটার নাম আপনার জানা নেই ওইটার নাম হচ্ছে রঙ্গন। এছাড়াও আপনারা শেয়ার করার ডালিয়া এবং টগর ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
জী ভাইয়া ডালিয়া ফুলটা দারুণ ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ ফুলের ফটোগ্রাফি করেছেন ভাই। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আপনি ফটোগ্রাফার সাথে সাথে চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। বিশেষ করে ডালিয়া ফুলের ফটোগ্রাফার আমার কাছে খুব ভালো লেগেছে। ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সময় দিয়ে মূল্যবান মতামত পেশ করেছেন।
সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনার অ্যালবামটি অসাধারণ ছিলো ভাই। আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখার মতো ছিল। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর কমেন্ট করেছেন।
আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রকৃতির গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো গাছ
গাছপালা কমে যাওয়ার কারণে একদিকে প্রকৃতিতে ক্রমশ বৃষ্টি কমছে, অন্যদিকে ক্রমশ উষ্ণতর হচ্ছে পৃথিবীপৃষ্ঠ আর আমরা তারই ফল ভোগ করছি।সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে পোস্ট টি দেখে খুবই ভালো লাগলো।ফুল সবসময়ই সুন্দর তা যেকোনো ফুল হোক না কেনো।প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবমিলিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
জী আপু গাছ ছাড়া মানুষের জীবন অসম্ভব। ধন্যবাদ আপু।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। সুন্দর করে বর্ননা তুলে দিয়েছেন। তাই আরো বেশী ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
জী আপু চেষ্টা করেছি নিজের মত করে বর্ণনা তুলে ধরার জন্য। ধন্যবাদ আপু।
ফুলের ফটোগ্রাফি বরাবরই আমার কাছে খুব ভালো লাগে। অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি? ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফিই ভাল ছিল। তবে আমার কাছে টগর ফুল এবং কলাবতী ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে এত সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আপু আমার কাছেও ফুল অনেক ভাল লাগে। ফুল ছাড়া প্রকৃতি বেমানান। ধন্যবাদ আপু।
আপনার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লেগেছে আমার। বিশেষ করে কলাবতি ফুল, জবা ফুল এবং রঙ্গন ফুল দেখতে অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ফুল যদি বাগানে থাকে দেখতে অনেক ভালো লাগে। তাছাড়া ফুলের মাঝে সময় কাটাতে অনেক পছন্দ করি আমি। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল।
জী আপু ফুলের মাঝে সময় কাটাতে দারুণ লাগে। ধন্যবাদ আপু।
ভাইয়া আজ আপনি যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন আমার তো নাম উচ্চারণ করতে দাঁত ভেঙ্গে গেল। যাইহোক বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি করেছেন। আজকের ফটোগ্রাফিটি আমার কাছে বেশ সুন্দর লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে।
দাঁত ভাঙ্গার দরকার নেই আপু। ধীরে ধীরে শিখে যাবেন,হি হি হি। ধন্যবাদ আপু।