শখের ফুলের ফটোগ্রাফি।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। অনেক দিন যাবত ফুলের ফটোগ্রাফি শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করা যাক।
আজকে একটি কারনে এমনিতেও মনটা ভালো নেই। একটি বিষয়ে ভীষণ খারাপ লাগছে। সৃষ্টকর্তার খেলা বুঝা বড় দায়। তিনি কখন কাকে দিয়ে কি করান সেটা বুঝা মুশকিল। আমরা যে বেঁচে আছি, আমরা যে এখনো ধ্বংস হয়নি, এর একমাত্র কারন হলো সৃষ্টকর্তার দয়া। তবে আমি এটা শিকার করি সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তিনি সঠিক সময়ে সঠিক বিচার করবেন।
মূল কথায় ফিরে যায়, আজকে বেশ কিছু রঙ বে রঙ্গের ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। যেহেতু মন খারাপ তাই ফুল গুলো দেখলে মনটা ভালো হতে পারে।
আপনার আমার সকলের চেনা পরিচিত ফুল ডালিয়া। খুবই সুন্দর কালার,দেখলেই সবার পছন্দ হয়। বর্তমানের ভাইরাল ফুলও বটে। আমি তো ফটোগ্রাফি করেছি, রাস্তায় বিক্রি করা অবস্থায়। তবে ছোট বড় সব বাগানেই এই ফুল দেখা যায়।
এই ফুলটি একেবারে নতুন। নাম তার পানশি। যে কোন জিনিসের নাম শুনলেই আমার মনে প্রশ্ন জাগে কেন এমন নাম হলো। এসব নিয়ে চিন্তা করি। তবে পানশি নাম কেন রাখা হয়েছে সেটা আমার জানা নেই। ফুলটা দেখতে অনেক সুন্দর।
আমি যদি ভুল না বলি তাহলে আমি মনে করি সবাই ফুলটার নাম জানেন। কসমস ফুলের সুন্দর্যে সবাই মুগ্ধ। খুবই সুন্দর একটি ফুল। আমার খুবই পছন্দের একটি ফুল। উপরের তিনটি ফুলই আমি রাস্তার পাশে বিক্রি করা অবস্থায় ফটোগ্রাফি করেছি।
এই ফুলটির নাম হলো ধুতরা বা কাঁটা ধুতরা ফুল। এটি একটি কাঁটাযুক্ত গাছ, যেটাতে হলুদ রঙের ফুল ফোটে এবং সাধারণত রাস্তাঘাট বা অনাবাদি জায়গায় দেখা যায়। এটি বিষাক্ত গাছ হিসেবে পরিচিত। আমি এই ফটোগ্রাফিটা বিলের মাঝখান থেকেই ক্যাপচার করেছি।
আরাবিয়ান জেসমিন ফুল। বাড়ির পাশে মসজিদের আঙ্গিনায় অনেক গুলো জেসমিন ফুলের গাছ লাগানো হয়েছিল। সে গুলো এখন বড় হয়েছে, ফুল ধরেছে। জেসমিন ফুলের ঘ্রান খুবই ভালো লাগে।
এই ফুলটি তেলাকুচা উদ্ভিদের ফুল। তেলাকুচা গাছের কচি ডগা দিয়ে শাক রান্না করে খাওয়া যায়। আমি আম্মুকে দেখেছি রান্না করতে। এই উদ্ভিদ টি বন-জঙ্গলের চাষাবাদ ছাড়াই হয়ে থাকে। আমি রাস্তার পাশে পেয়ে ফটোগ্রাফি করেছি।
এই ফুলটি হলো ধোঁচার ফুল। যাকে অনেক এলাকায় টিউব বেগুন বা ডিম্ব বেগুন নামেও ডেকে থাকে। এর ছোট ছোট সাদা ফুল হয় এবং পরে ছোট সবুজ ফল ধরে, যেগুলো মাঝে মাঝে তরকারিতে ব্যবহার হয়। রাস্তার পাশে জঙ্গল থেকেই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছি।
বন্ধুরা দেখতে দেখতে আমি আমার নির্ধারিত ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে ফেলেছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
স্কিন শর্ট | @joniprins |
তারিখ | ০৫.০৪-২০২৫ |
সময় | দুপুর১২.৩০ মিনিট |
স্থান | সৈয়দাবাদ, কসবা,ব্রাহ্মণবাড়িয়া। |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/ArianKh29670721/status/1911009920993948082?t=Ul8CjwvbFsty59WB7S4k2A&s=19
আপনি আজকে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। তেলাকুচা গাছের পাতা কখনো খাওয়া হয়নি। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
তেলাকুচা পাতা বিভিন্ন শাকের সাথে রান্না করে খেয়ে থাকে। ধন্যবাদ।
আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে তবে এর মধ্যে দু-একটা ছাড়া বাকি ফুলগুলো আমার কাছে নতুন এবং নামগুলো অজানা। তবে আমার কাছে কয়েকটি ফুলের নাম খুব অদ্ভুত লেগেছে। যাইহোক আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ।
জী জানা অজানা দুই রকমের ফুল রয়েছে। ধন্যবাদ।
চরম সত্য কথা বলেছেন ভাই সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তিনি সঠিক সময়ে সঠিক বিচার করেন। যাইহোক আজকের ফুলের ফটোগ্রাফি গুলি দুর্দান্ত হয়েছে ভাই। ডালিয়া ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বর্ণনা সহ পুরো পোস্টটি মুগ্ধ করে ফেলেছে আমাকে।
সুন্দর কমেন্ট করেছেন। ধন্যবাদ।
কাটা ধুতরা ফুলের দারুন ফটোগ্রাফি ধারণ করেছেন। এই ধুতরা ফুলগুলো আমাদের এলাকাতে বেশ দেখা যায়। অনেকেই বলে এই গাছ নাকি অনেক উপকারী। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
কোন গাছই অপ্রয়োজনীয় নয়। ধন্যবাদ।
বেশ দুর্দান্তক কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। সবচেয়ে বেশি ভালো লাগলো আলাদা আলাদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। আমার নিজের কাছেও ফুলের রাজ্যে হারিয়ে যেতে ভীষণ ভালো লাগে। ফুল মানেই সুন্দর্য আর এই সৌন্দর্য কার না ভালো লাগে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি প্রশংসা যতই করবো ততই কম মনে হয়। বেশ ভালো কোয়ালিটির ফটোগ্রাফি শেয়ার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।
জী আপু ঠিক বলেছেন আসলেই ফুল দেখলে খুবই ভালো লাগে।
ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। অনেক ভালো লাগলো ভাইয়া।
আপনার কমেন্ট পেয়েও আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকের এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ একই সাথে এখানেই ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷ এর মধ্যে আপনি যে কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমরা অনেক পছন্দ হয়েছে৷
ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর গুছিয়ে কমেন্ট করেছেন।
পানসি ফুলটা নতুন দেখলাম। বেশ দারুণ দেখতে। অন্য ফুলগুলোর ফটোগ্রাফি অসাধারণ করেছেন ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ধারণ করা ফুলের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
যে ভাইয়া দু একটা ফুলের ফটোগ্রাফি নতুন। ধন্যবাদ