বারান্দায় শখের গাছ।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে একটি অনুভূতি মূলক ব্লগ শেয়ার করবো। বাসার বারান্দায় শখের গাছ লাগানো, পরিচর্যা করা ও চোখের সমানে গাছ গুলো ধীরে ধীরে বড় হতে দেখার অনুভূতি শেয়ার করবো।
মানুষের শখের কোন শেষ নেই। স্বপ্ন দেখার কমতি নেই। যেহেতু স্বপ্ন দেখতে কোন চার্য বা ব্যাট দিতে হয় না, রিচার্জ করা লাগে না, কারো অনুমতি লাগে না, কেউ বাঁধা দেয় না, সে জন্য মানুষ অফুরন্ত স্বপ্ন দেখে। শুয়ে শুয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য পরিকল্পনাও করে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। স্বপ্ন দেখা যত সহজ সেটা বাস্তবায়িত করা হাজার গুন বেশি কঠিন। এমনকি মানুষ এমন স্বপ্নও দেখে যেটা কখনো সম্ভব নয়। তারপরেও মানুষ স্বপ্ন দেখেই যায়। কারন স্বপ্ন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, আশায় মানুষ বাঁচে।
আমার জীবনেও আমি অনেক স্বপ্ন দেখেছি কিন্তু ৯৯.৯% স্বপ্নও বাস্তবায়িত হয়নি। কখনো বাস্তবায়িত হবে কি না সেটাও জানি না। মোটামুটি শতভাগ শিউর বাস্তবায়িত হবে না, তারপরেও প্রতিনিয়ত স্বপ্ন দেখে যাচ্ছি। একটি সুন্দর বাড়ি, বাড়ির আঙ্গিনাতে ফল ও ফুলের গাছ, সবজির বাগান, ঘুম থেকে উঠে নিজের যত্ন করে লাগানো গাছে পানি দেওয়া, এমন স্বপ্ন হাজারো লাখ মানুষ দেখে। কিন্তু লাখে একজনের বাস্তবায়িত হয় কিনা সেটা আমার জানা নেই।
প্রকৃতির প্রতি টান, গাছপালা লাগানো, পরিচর্যা করা এগুলো আমি ছোট থেকেই করি। গ্রামের বাড়িতে নিজের হাতে লাগানো অনেক গাছও রয়েছে। চাকরির সুবাদে ঢাকায় আসার পরে সে গুলোর প্রতি মনযোগ কমে গেছে। কারন ঢাকায় এসে ব্যাচেলর লাইফে সে গুলো করা যায় না। তারপর একসময় বিয়ের পরে নিজে ফ্লাটবাসা ভাড়া নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো বারান্দায় রোদ পড়ে না। আশে পাশে বিল্ডিং থাকার কারনে বারান্দা সবসময় অন্ধকার হয়ে থাকে। ধীরে ধীরে বাসা পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু মনের মত বাসা পাওয়া অসম্ভব।
তারপরেও মোটামুটি মানের একটি বাসায় আছি। বারান্দায় মধ্যে বিকালের দিকে রোদ পড়ে। সে জন্য শখ করে কিছু গাছ লাগিয়েছি। পরিচর্যা করার কারনে গাছ গুলো সুন্দর ভাবে বেড়ে উঠছে। দেখতেও ভালো লাগছে। গতকাল অফিস বন্ধ থাকায় গাছ পরিচর্যা করতে গিয়ে বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছি।
দেখতে পাচ্ছেন দুইটি প্লাস্টিকের টবের মধ্যে পুইশাক গাছ আর আলু গাছ লাগিয়েছি। গাছগুলো কত সুন্দর ভাবে বেড়ে উঠেছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আলু গাছের মধ্যে আলু পাবো কিনা সেটা বড় কথা নয়। কিন্তু শখ করে লাগিয়েছি, গাছ বড় হয়েছে, এটাই মনের শান্তি। আর পুঁইশাক গাছগুলো খাওয়ার উপযুক্ত হলে অবশ্যই খাওয়া যাবে। বারান্দার বাহিরে টবগুলো রশি দিয়ে বেঁধে তারপর সেখানে গাছগুলো লাগিয়েছি।
এখানে রয়েছে টাইম ফুল গাছ। এখনো গাছে তেমন ফুল ফোটে নাই। তবে পরিচর্যা পেয়ে গাছগুলো খুব সুন্দর ভাবেই বেড়ে উঠেছে। আরেকটি হল ড্রাগন ফলের গাছ। খুব সুন্দর ভাবেই বেড়ে উঠেছে। আমি এখান থেকে ড্রাগন ফল খাবো, এমন কোন আশা আমার নেই। নিজে শখ করে লাগিয়েছি, গাছ বড় হচ্ছে, দেখে ভালো লাগছে। এটাতেই মনে প্রশান্তি পাচ্ছি। আর টাইম ফুল গাছগুলোতে আশা করি অল্প কিছুদিনের মধ্যেই ছোট ছোট ফুল ফুটবে।
আরো কিছু গাছ লাগানোর ইচ্ছা রয়েছে। পর্যাপ্ত পরিমাণ জায়গার অভাব, ব্যস্ততার কারণে সময়ের অভাবে সেগুলো হচ্ছে না। নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব নিজের শখ পূরণ করার চেষ্টা করছি। অনেকের কাছে হয়তো এগুলো নগণ্য বিষয় হতে পারে। কিন্তু আমার কাছে এই কাজগুলো আনন্দের। নিজের ভালো লাগার জন্য এ কাজগুলো আমি করেছি। আশা করি ব্লগটি দু একজন মানুষের কাছে হলেও ভালো লাগবে। আজকে আর কথা বাড়াচ্ছি না এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ০১.০৫-২০২৫ |
সময় | দুপুর -১২.৩০ মিনিট |
স্থান | শিবু মার্কেট,নারায়ণগঞ্জ , ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1918223169552564516?t=3OyhsuQZKPkFVv5clrZggw&s=19
https://x.com/RamimHa74448648/status/1918223796458393795?t=HJ2kq0EiAPDE9kw4PanwoA&s=19
আসলে আমরা অনেক কিছুই স্বপ্ন দেখি যা বাস্তবের সাথে কোন মিল থাকে না। বারান্দায় গাছ লাগাতে আমার কাছেও বেশ ভালো লাগে যদিও জায়গা কম তবে চেষ্টা করেছি বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য। আপনার বারান্দায়ও গাছ লাগিয়েছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জী বারান্দায় গাছ লাগাতে ভালোই লাগে।
আপনার মত আমি নিজেও অনেক স্বপ্ন দেখি। তবে আমার নিজেরও স্বপ্নগুলো বাস্তব হয় না। আপনি দেখছি ভালো মানের ভাষা পেয়ে গাছের চারা রোপণ করেছেন বারান্দায়। অনেকে দেখে বাসার সামনে বা বারান্দায় বিভিন্ন ধরনের গাছ লাগায়। যাইহোক অফিস বন্ধের দিন গাছগুলোর পরিচর্যা করেছেন শুনে ভালো লাগলো। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।