ফটোগ্রাফি- সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।।
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই। আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভাল এবং সুস্থ আছি। আজকে একটু সকাল করেই ব্লগ লিখতে বসলাম। আগে আগে প্রতিদিনের নির্ধারিত পোষ্টটি করে ফেললে বাকিটা সময় চিন্তা মুক্ত থাকা যায়। গত কাল একটি নিউসে দেখলাম এদানিং কালে মানুষ ব্লগিংটাকে পেশা হিসাবে বেছে নিচ্ছে। পড়াশোনা শেষ করে চাকরির জন্য পই পই না করে ব্লগিং করে টাকা উপার্জন করছে। নিউসটা দেখে অনেক ভাল লাগলো। চলুন আজকেরে পোষ্টি শেয়ার করা যাক।
আজকে আপনাদের সাথে কিছু শখের ফটোগ্রাফি শেয়ার করবো। সত্যি কথা বলতে কি আমি যে চাকরি করি সেটা থেকে আমার কাছে ব্লগিং করাটাই বেশি ভাল লাগে। এখানে মনের চিন্তা ধারা প্রকাশ করা যায়। যখন যেখানে ইচ্ছা ঘুরতে যাওয়া যায়। যেখানে যায় সেখানের গল্প ফটোগ্রাফি শেয়ার করা যায়। সব মিলিয়ে খুব ভাল লাগে। আজকে যে ফটো গুলো শেয়ার করবো সে গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গার বিভিন্ন অনুষ্ঠান থেকে সংগ্রহ করেছি। আগে মানুষের সামনে ফটো তুলতে লজ্জা পেতাম। আমার বাংলা ব্লগে কাজ করতে গিয়ে মানুষের সামনে ফটো তুলতে আর লজ্জা করে না। বুকের মধ্যে খুব সাহস নিয়েই ফটোগ্রাফি করি। এদিক দিয়ে অনেক উপকার হয়েছে।
ফটোগ্রাফি করতে যে খারাপ লাগে তাও না। ভালই লাগে ফটো তুলতে। আমরা অনেকে তো কাজের জন্য ফটো তুলি আর কিছু মানুষ তো শুধু শুধু ফটো তুলে। যে কোন জাগায় ফটো তুললে এখন কেউ আর মন্দ চোখে দেখে না। ফটোগ্রাফি করা এখন ফ্যাশন হয়ে গেছে। নতুন নতুন ফটো সংগ্রহ করতে ভ্রমন করতে হয়। ভ্রমন করলে অনেক লাভ। অনেক কিছু জানা যায়,অনেক কিছু দেখা যায়। নতুন নতুন বিষয়ে অভিজ্ঞতা হয়। যায়হোক আর কথা বাড়ালাম না। ফটো গুলো শেয়ার করা যাক।
এটি মেঘনা নদীর সূর্যাস্তের ফটো। যদিও সূর্য অস্ত যেতে আরেকটু লেইট হয়েছিল তবে আমি এখানে ভিউটা ভাল পেয়েছিলাম। তাই মুহূর্তটা নষ্ট করি নাই। এরকম মূহর্তে সময় কাটাতে কি যে ভাল লাগে সেটা বলে বুঝানো যাবে না। যারা নদীতে ভ্রমন করেছেন তাই হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন।
তারিখ : ১৯শে ফেব্রুয়ারি ২০২৩
সময় : বিকাল ৫ টা ৩৫ মিনিট
স্থান : মেঘনা নদী,চাদঁপুর,বাংলাদেশ।
গত রমজানের আগে আমার কাজিনের গাঁয়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঐদিন মস্ত বড় আয়োজন ছিল। নাচ,গান খাওয়া দাওয়া খুব ভাল ভাবে হয়েছিলো। সেখানে গাঁয়ে হলুদের বিভিন্ন আইটেম ছিল। কেক,ফল,মিষ্টি আরো অনেক কিছু ছিল। সেদিন অনেক ফটো তুলেছিলাম। সে গুলোর মধ্যে এটি একটি।
তারিখ : ১৩ই জানুয়ারি ২০২৩
সময় : বিকাল ৯ টা ৩০৫ মিনিট
স্থান : বনশ্রী, ঢাকা,বাংলাদেশ।
এই পিকটা তুলে ছিলাম চাদঁপুর থেকে ঢাকা আসার পথে। নদী ভ্রমন আমার কাছে এত ভাল লাগে যা বলে বুঝাতে পারবো না। নদী ভ্রমনটা পূর্ণ করার জন্য কুয়াকাটা যাওয়া নিয়ত করেছি। সব থেকে বড় লঞ্চ দিয়ে নদী দেখতে দেখতে কুয়াকাটা যাবো। কুয়াকাটা যাওয়ার মূহর্ত গুলো ফটো ঠিক সময়ে পেয়ে যাবেন।
তারিখ : ১৯শে ফেব্রুয়ারি ২০২৩
সময় : বিকাল ৪ টা ৪৫ মিনিট
স্থান : মেঘনা নদী,চাদঁপুর,বাংলাদেশ।
গত কিছুদিন আগে আমাদের বড় ধর্মীয় উৎসব গুলোর মধ্যে একটি উৎসব রমজানের ঈদ গেছে। ঈদ উপলক্ষে শপিং মার্কেট গুলো নতুন ভাবে সেজেছে। ক্রেতা টানার জন্য মার্কেট গুলোতে সাজসজ্জার কোন কমতি ছিল না। একটি মার্কেটে প্রবেশ করার সময় এই ফটোগ্রাফিটা করেছিলাম। মার্কেটে মানুষের কোন কমতি ছিল না।
তারিখ : ১৯শে এপ্রিল ২০২৩
সময় : বিকাল ৮ টা ৩০ মিনিট
স্থান : বঙ্গবন্ধু রোড, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
এই জিনিষটি লঞ্চের সামনের অংশে থাকে। এখানে খুব ভাল করে লক্ষ করলে দেখতে পারবেন একটি ঘন্টা আর রশি দেখা যায়। লঞ্চ ছাড়ার সময় আর লঞ্চ ঘাটে ভিড়ানোর সময় চালক সাউন্ড বাশিঁ বাজিয়ে লাষ্ট সময়ে এই ঘন্টাটি বাজায়। আবার যদি লঞ্চের সামনের অংশে কোন মানুষ থাকে যার জন্য চালকের সমস্যা হয়। সামনে থেকে সেই মানুষকে সরাতে এই ঘন্টাটা বাজানো হয়। অর্থাৎ এটা হলো সতর্কমূলক ঘন্টা।
তারিখ : ১৯শে ফেব্রুয়ারি ২০২৩
সময় : বিকাল ৪ টা ৪৫ মিনিট
স্থান : মেঘনা নদী,চাদঁপুর,বাংলাদেশ।
এই ফটোগ্রাফিটা নিয়ে ছিলাম ঢাকা জগন্নাত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। এখানে অনেক গুলো বিকৃত মানুষের ভাষ্কর্য দেখা যায়। এটা দিয়ে ৭১ এর গণহত্যা বুঝানো হয়েছে। এভাবেই ১৯৭১ সালে গণহত্যা চালানো হয়েছিল। কত জাগায় যে এভাবে মানুষ হত্যা করা হয়েছে সেটার নির্ধারিত করে বলা যাবে না।
তারিখ : ২১শে ফেব্রুয়ারি ২০২৩
সময় : বিকাল ৮ টা ৩০ মিনিট
স্থান : জগন্নাত বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ।
এটি ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রস্তুুতি মূলক ভাষ্কর্য। দেশের মাটির অধিকার রক্ষার জন্য সেই দিন ধর্ম,বর্ণ ভুলে সবাই যুদ্ধের প্রস্তুতি নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। যুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য জগন্নাত বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুটি ভাষ্কর্য বানানো হয়েছে। একুশে ফেব্রুয়ারির দিন এই ফটো গুলো নিয়েছিলাম।
তারিখ : ২১শে ফেব্রুয়ারি ২০২৩
সময় : বিকাল ৮ টা ৩০ মিনিট
স্থান : জগন্নাত বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ।
বন্ধুরা আজকে এ পর্যন্তই। কেমন হলো আমার আজকের আয়েজনটি। অবশ্যই কমেন্ট করে জানাবেন।। আশা করি আপনাদের কাছে অনেক ভাল লাগবে। যদি কোথাও কোন প্রকার ভুল হয়,ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রেডমি নোট-৮ |
শিরোনাম | সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম |
স্থান | ঢাকা |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @joniprins |
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
নিউজটা যদি সত্যি হয় তাহলে তো অনেক ভালো খবর। পড়ালেখার পাশাপাশি যদি ব্লগিং করে তাহলে সবার জন্য ভালো হয়।আপনি খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগলো । বেশি ভালো লাগলো আপনার কাজিনের গায়ে হলুদের ফটোগ্রাফি। অনেক সুন্দর ফটোগ্রাফি গুলো বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেন। এত সুন্দর ফটোগ্রাফি উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
জী ভাইয়া এখন ব্লগিংটাও ফ্রিলাসিংয়ের ভাল একটি অংশ হয়ে যাচ্ছে।
আসলেই ব্লগিং এখন অনেকেই পেশা হিসেবে নিয়েছে। অনেকটা পার্ট টাইম জব করার মত।
আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভাল ছিল ভাইয়া কারণ এক ফটোগ্রাফি পর্বে বিভিন্ন রকম সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
জী ভাইয়া ব্লগিংটা অনেকে পার্ট টাইম জব হিসাবেই নিচ্ছে। ধন্যবাদ ভাইয়া।