অনেকদিন পরে আপুর বাসায় যাওয়ার অনুভূতি (গাংনী টু কুমিল্লা ট্রাভেল)।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আপনাদের মাঝে শেয়ার করব দির্ঘ দিন পর আপুর বাসায় যাওয়ার অনুভূতি শেয়ার করব আপনাদের মাঝে। আমি একা না আমার আম্মুও ছিল আমার সাথে। আমার আপুর বাসা মূলত কুমিল্লায় আমি থাকি মেহেরপুর জেলা গাংনীতে গাংনী টু কুমিল্লা ট্রাভেল।

1663029642703.jpg

আমাদের গাড়ি ছিল বিকেল ৫:৩০ এর সময় এর আগে যতবারই কোন জায়গায় গেছি গাড়ি সময়ের থেকে একটু দেরিতে আসে এই প্রথমবার আমাদের গাড়িটা ১০ মিনিট আগেই চলে আসে তখন আমরা গাড়িতে উঠে পড়লাম।

একটু যাওয়ার পর দেখলাম দুই সাইডে মাঠ দেখতে খুব সুন্দর লাগছে তাই একটু ভিডিও করলাম।

আমি আপুর বাসায় মূলত দুই বছর আগে একবার গিয়েছিলাম তখন অন্য একটা বাসায় ছিল এখন আরেকটা বাসায় এবার আমি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি আবার মামা হতে চলেছি এছাড়া আমার দুইটা ভাগ্নি আছে একজনের নাম হ্যাপি আরেকজনের নাম তামিম।

এবার আবার গাড়িতে ফিরে আসা যাক। গাড়িতে ওঠার শুরুতে হালকা আনইজি ফিল মানে শরীর খারাপ হচ্ছিল কারণ অনেক দিন পরে আবার বাসে উঠেছিলাম তবে পরে ঠিক হয়ে গেছিল।

আমরা গাড়িতে যাচ্ছিলাম তো সামনে দেখতে পারলাম লালন শাহ চত্বর লালন শাহ চত্বর যেহেতু দেখেছি তারমানে লালন শাহ ব্রিজ বা সেতু সামনে আছে আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম ভিডিও করার জন্য তো সেই মোতাবেক যখনই লালন শাহ ব্রিজের কাছাকাছি চলে আসলাম তখনই ভিডিওটা চালু করলাম। লালন শাহ ব্রিজ পার হতে আমাদের প্রায় দেড় মিনিট সময় লেগেছে।

তারপর অনেকদূর যাওয়ার পর আমি গুগল ম্যাপ দেখতে দেখতে আসছিলাম তাই দেখতে পারলাম সামনে যমুনা সেতু ভাবলাম এটার একটা ভিডিওগ্রাফি করা যায়। যে কথা সেই কাজ যমুনা সেতুর কাছে এসে আবার ভিডিও চালু করলাম। যমুনা সেতু পার হইতে আমাদের প্রায় ছয় মিনিট সময় লাগছে।

যমুনা সেতুর আমার যেটা ভালো লাগছে এটার লাইটিং গুলা খুব সুন্দর ভাবে লাইট গুলো জ্বলছিল দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমরা যখন যাচ্ছিলাম তখন পাশ দিয়ে একটা ট্রেনও যাচ্ছিল।

এরপরে আমরা আরও একটা সেতু পাই এটা মেঘনা সেতু কিন্তু এটাতে অতটা লাইটিং করা ছিল না তবে নদীর তীরে অনেকগুলো লাইটিং ছিল সেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল।

আমাদের পুরো জার্নির ভিতরে তেমন কোন ট্রাফিক জ্যামের সম্মুখীন হয়নি ২০ মিনিট মতো এক জায়গায় শুধু আটকে ছিলাম। তবে গাড়িটা প্রচুর থাম ছিল পার্সোনাল কোন কারণে। তার জন্য আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। আমরা গাড়িতে উঠেছিলাম বিকেল ৫:২০ আর পৌঁছেছি পরের দিন সকাল পাঁচটার সময়। পুরো ১১ ঘন্টা ৩০-৪০ মিনিট লাগছে।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাইবোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের ট্রাভেল পোস্ট আশা করি আপনাদের ভালো লাগছে। আবার নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই হাজিরা বা আপনাদের মাঝে ইনশাআল্লাহ। ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে কংগ্রাচুলেশন জানাই মামা হবেন তাই। বাচ্চার মার জন্য শুভকামনা রইল। অনেকদিন পর আপনার বোনের বাড়িতে যাওয়ার অনুভূতি বেশ ভালো ছিল। বেশ লং জার্নি ছিল আপনার খুব কষ্ট হয়েছিল মনে হয়,যদিও বেশ এক্সাইটেড ছিলেন তারপরেও।

 3 years ago 

জি আপু বেশ লং জার্নি ছিল অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম। তবে আগে যতটা টায়ার্ড হইতাম এবার অতটা হয়নি। যাই হোক খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে আর সেটা যদি হয় আপু খালাবাব ফুফু বা নানীর বাড়ি তাহলে তো কোন কথাই নেই শুধু খাওন আর খাওন আদর আর আদর।। ভালোভাবে পৌঁছে যান কুমিল্লাতে আশা করি শুভকামনা রইল

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া একদম ঠিক বলেছেন শুধু খাওয়া আর আদর বিষয়টা চমৎকার। যাইহোক ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথমে আপনার বোন ও তার বাচ্চার জন্য শুভকামনা রইল ভাইয়া। অনেক দিন পর আপনি আপনার বোনের বাসায় বেড়াতে গিয়েছেন শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

পুরো জার্নি আপনি বেশ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং আপনার ভিডিওগুলো দেখে কিছু কিছু বুঝতে পারলাম আপনার জার্নির অবস্থান, খুবই ভালো লাগলো বোনের বাড়িতে যাচ্ছেন এবং আপনি আবার মামা হতে যাচ্ছেন ব্যাপার গুলো বেশ আনন্দের।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার আপুর বাসায় যাওয়া অনুভূতিটি করে অনেক ভালো লাগলো। আপুর বাসায় যাওয়ার পথে অনুভূতিটি শেয়ার করার পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Hi, @johir65,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 118801.82
ETH 4379.85
SBD 0.80