🌿🌿আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-১৫🌿🌿|| প্রকৃতির অপরুপ সৌন্দর্য🌺

in আমার বাংলা ব্লগ11 months ago

আজ--২১ অগ্রহায়ণ | ১৪৩০ বঙ্গাব্দ | বুধবার | হেমন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে করা কিছু সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • সুন্দর ফটোগ্রাফি
  • আজ-২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!



শুভ দুপুর সবাইকে.....!!


বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা যেন সকলের নেশা হয়ে গিয়েছে। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

যাইহোক অনেকদিন পরে আপনাদের মাঝে আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।



ফটোগ্রাফি--০১


IMG20231116152709-01.jpeg

গোলাপ ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

সচরাচর আমরা সকলেই গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি আর গোলাপ ফুল বরাবরই ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এই শীতের মৌসুমে রাস্তার পাশে লক্ষ্য করলে দেখা যায় যে অনেক মানুষ ফুলের চারা নিয়ে বসে আছে সেগুলো বিক্রি করার জন্য। যদিও সেটা হয়তো বা কোন বড় ধরনের নার্সারি নয় তবে সেখানেও ছোট্ট একটা নার্সারি পরিলক্ষিত করা যায় দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। সেদিন হঠাৎ করেই রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় এরকম রাস্তার পাশে ছোট্ট একটা নার্সারি দেখেছিলাম। নার্সারি দেখে সেখানে গিয়ে কিছু ফটোগ্রাফি করেছিলাম তার মধ্যে এই গোলাপ ফুলটা অন্যতম ছিল। বেশ ভালই লেগেছিল সেই সময়টা গোলাপ ফুলের পাশাপাশি আরো অনেক সুন্দর সুন্দর ফুল সেখানে ছিল মনে হচ্ছিল কিনে নিয়ে গিয়ে বেলকনিতে ঝুলিয়ে রাখি।

ফটোগ্রাফি--০২


IMG20231109162804-01.jpeg

কাঁশফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

মানুষের পছন্দের ফুলের মধ্যে অন্যতম আরেকটি ফুল হচ্ছে কাশফুল। যদিও কাশফুল মেয়েরা অনেক বেশি পছন্দ করে কারণ শরৎকালের মাঝামাঝিতে কাশফুল দেখা যায় আর এই কাশফুল নিয়ে ফেসবুকে এত এত ভিডিও দেখি যে হাসতে হাসতে জীবন শেষ হয়ে যায়। এমন অনেক ভিডিওতে দেখেছি যে মেয়েরা কাশফুলের বাগানে যেতে না পেরে বাসায় কান্নাকাটি শুরু করে দিয়েছে এদিকে একজন আবার কাশফুলের দেখা পেয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে হাহাহা। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা ফেসবুকে দেখে থাকি অনেকেই। সেদিন মাঠ ভ্রমণ করতে গিয়ে কাশফুলের অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছিলাম, পদ্মা নদীর পাড়ে বড় একটা কাশফুলের বাগান রয়েছে সেখানে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম সেদিন।

ফটোগ্রাফি--০৩


IMG20231114183934-01.jpeg

মাছ বাজারের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

ব্যক্তিগতভাবে আমি মনে করি গ্রামের মাছ বাজার এবং শহরের মাছ বাজারের মাঝে অনেক পার্থক্য রয়েছে। লক্ষ করলে দেখবেন যে গ্রামের মাছ বাজারে অনেক বড় একটা ঘর থাকে এবং সেই ঘরের মাঝেই অনেকগুলো দোকান বসে কিন্তু শহরের মাছ বাজারের মত এরকম প্রত্যেকটার দোকানে সামনে চার-পাঁচটা করে লাইট নেই। হয়তোবা দুই তিনটা দোকান পরপর অনেক বড় একটা লাইট চালানো আছে আর সেই লাইটের আলোতেই পুরো ঘরটা আলোকিত হয়ে আছে। এটা সত্য যে গ্রামের মানুষজন একদম নদীর টাটকা মাছ খায় কিন্তু শহরের মানুষ খুব একটা টাটকা মাছ পায় না কারণ নদীর টাটকা মাছ প্রথমেই গ্রামের বাজারে ওঠে। সেদিন সন্ধেবেলায় বাজার করতে গিয়েছিলাম কিছু মাছ কেনার জন্য। মাছ বাজারে গিয়ে দেখি সেদিন খুব একটা ভালো মাছের দেখা নেই সামনে কয়েকটা দোকানি মাছ নিয়ে বসে আছে। প্রত্যেকটা দোকানের সামনে এরকম লাইট দেখে বেশ ভালোই লাগছিল। অবশেষে কিছু মাছ কিনে নিয়ে বাসায় ফিরেছিলাম।

ফটোগ্রাফি--০৪


IMG20231109154817-01.jpeg

আগুনের শিখার ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

বর্তমানে শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে অনেক জায়গাতেই আগুনের এরকম শিখা দেখা যাবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানকার মানুষ এই শীতের মৌসুমে কতটা কষ্ট করে। এছাড়া শুনেছে নীলফামারীতে নাকি অনেক বেশি শীতের তীব্রতা দেখা যায় সেখানকার মানুষেরা যে কতটা কষ্ট করে সেটা আমরা প্রত্যেক বছরেই নিউজের মাধ্যমে দেখতে পারি। শীতের সময়ে মানুষের চলাফেরার যে কত কষ্ট সেই সাথে হয়তো বা শীত নিবারণের জন্য তাদের যথেষ্ট পরিমাণ কাপড়-চোপড় নেই যার কারণে তারা এরকম আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে সেখানে বসে থাকে। আর এই সময়টাতে বিশেষ করে বৃদ্ধ এবং ছোটদের অনেক বেশি কষ্ট হয়। সেদিন মাঠে গিয়ে বড় একটা বনের স্তুপ দেখে সেখানে আগুন ধরিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই আগুন ধরে গিয়েছিল আশেপাশে কোন ফসলি জাবি না থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফটোগ্রাফি--০৫


IMG20231114182947-01.jpeg

বাসার সামনে লাইটিং এর ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আমরা সকলেই চাই যে আমাদের নিজেদের বাসাটা একটু সুন্দর হোক কিভাবে নিজের বাসা একটু সুন্দর করা যায় সেটা আমরা সকলেই চেষ্টা করি। যদিও গ্রামাঞ্চলের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এমন অনেক মানুষ আছে যারা বাসার সামনে ছোট্ট একটা বাগান করে এবং সেখানে কিছু ফুল ফলের গাছ লাগায় দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। শহরের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এখানকার মানুষের বাসার সামনে খুব একটা জায়গা থাকে না যার কারণে তারা যতটুকু জমি আছে তার মধ্যে কিছু লাইটিং এর ব্যবস্থা করে রাখে যাতে করে রাত্রেবেলা দেখতে অনেক বেশী সুন্দর দেখায়। এটাও ঠিক তেমন একটাই বাসার সামনের লাইটিং দেখতে বেশ ভালোই দেখাচ্ছিল নীল এবং লাল রঙের লাইটিং একত্রে জ্বলজ্বল করছিল।

ফটোগ্রাফি--০৬


IMG20230614173657-01.jpeg

ডুমুরের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

এই ডুমুরের কথা বললে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় ছোটবেলায় এই ডুমুর দিয়ে অনেক খেলাধুলা করতাম। সেই সময় এটা জানতাম না যে ডুমুর অনেক রকম ভাবেই রান্না করে খাওয়া যায় যদিও আগে তেমন একটা জানতাম না কিন্তু শহরে এসে জানতে পেরেছি যে ডুমুর দিয়েও নাকি অনেক রেসিপি তৈরি করা যায়। আমি যেই বাসায় থাকি সেই বাসার ছাদে ছোট্ট একটা ডুমুর গাছ আছে প্রথমে ছাদে গিয়ে বুঝতে পারিনি যে এটা ডুমুরের গাছ পরে অবশ্য কিছুদিন পরে ডুমুর দেখে বুঝতে পেরেছি। ছোট একটা গাছে খুব একটা ভালো ডুমুর ধরেনি। গাছের ডালে কয়েকটা ডুমুর ধরেছে তবে প্রত্যেকটা ডুমুর অনেক বড় বড় দেখতে ভালই দেখাচ্ছিল।

ফটোগ্রাফি--০৭


IMG20231031171902-01.jpeg

মাছ ধরায় ব্যাস্ত বাচ্চাদের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

ছোটবেলায় নদী থেকে মাছ ধরে নিয়ে এরকম মানুষ হয়ত খুব কমই আছে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছে তারা একদিনের জন্য হলেও নদীতে গিয়ে মাছ ধরেছে। ছোটবেলায় নদী থেকে যে কত মাছ ধরেছি সেটা বলে শেষ করা যাবেনা স্কুল শেষ করেই বরশি নিয়ে চলে যেতাম নদীর পাশে। নদীর পাশে গিয়ে বরশি দিয়ে পুটি মাছ ধরতাম আর সেগুলো বাসায় নিয়ে এসে খেতাম,বেশ ভালই লাগতো। যদিও সেই সময়টা এখন বরাবরই পতিত হয়ে গিয়েছে চাইলেও আর সেই সময় ফিরে যাওয়া কখনোই সম্ভব নয়। সেদিন হঠাৎ করেই ঘুরতে গিয়েছিলাম কোন একটা জায়গাতে সেখানে গিয়ে দেখেছিলাম নদীর কোন শুকিয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় সামান্য পানি রয়েছে আর সেখানে ছোট ছোট বাচ্চারা মাছ ধরায় মেতে উঠেছে। এরকম দৃশ্য দেখে বেশ ভালই লাগছিল আর ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল।



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগফটোগ্রাফি
বিষয়আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-১৫
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

শুভ দুপুর ভাই। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আর পদ্মা নদীর পাড়ের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর লেগেছে। খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি পোস্টে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বা আপনি তো দেখে খুবই চমৎকার একটি মন্তব্য করেছেন। নদীর পাড়ে ফটোগ্রাফি করতে সত্যিই অনেক বেশি ভালো লাগে এর আগেও এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা হয়েছে নদীর পাড় থেকে। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছেন প্রতিটা ফটোগ্রাফি স্বচ্ছ এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সর্বশেষ শেয়ার করা মাছ ধরায় ব্যস্ত থাকা বাচ্চাদের ফটোগ্রাফি টাও কিন্তু অনেক সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ফটোগ্রাফি করার মুহূর্তে যদি ভালোভাবে ক্যাপচার করা যায় তাহলে সেই ফটোগ্রাফি দেখতে সত্যি অনেক বেশি সুন্দর দেখায়। আমার এই ফটোগ্রাফিক পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। বাচ্চাদের মাছ ধরার দৃশ্যটা দেখতে আমারও বেশ ভালো লাগছিল। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনি আপনার বেস্ট ফটোগ্রাফি পর্ব ১৫ আমাদের মাঝে শেয়ার করেছেন, যেগুলো দেখে আমি তো খুব মুগ্ধ হয়ে। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন দেখছি। আসলেই এখন ফটোগ্রাফি করা সবার একেবারে নেশা হয়ে গিয়েছে। সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে এবং আমাদের মাঝে সেগুলো শেয়ার করে। আপনিও খুব সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলোর বর্ণনা শেয়ার করেছেন দেখে আরো ভালো লাগলো।

 11 months ago 

আসলেই বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা সকলের নেশার মতো হয়ে গিয়েছে সকলেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। আমি চেষ্টা করেছি সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি চমৎকার ফটোগ্রাফি করেন। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি ই দারুন লেগেছে।তবে বেশী ভালো লাগলো গোলাপ ফুল, কাশ ফুল আর বাচ্চাদের মাছ ধরার ফটোগ্রাফিটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার তো দেখছি আমার অনেকগুলো ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে বাচ্চাদের মাছ ধরার ফটোগ্রাফি সহ আরো কয়েকটি ফটোগ্রাফি। চমৎকার একটি মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। খুবি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমার এই ফটোগ্রাফি পোস্টগুলোর মধ্যে ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago (edited)

জাস্ট অসাধারণ ভাইয়া। বেশ সুন্দর কিছু অসাধারণ ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করলেন। ফুল ফল আর চোখে লাগার মত অনেক কিছুই আপনি আপনার ফটোগ্রাফিতে স্থান দিয়েছেন। দেখেই বুঝা যাচ্ছে আপনি অনেক পাকা ফটোগ্রাফার। প্রতিটি ফটোগ্রাফিই আমাকে দারুন মুগ্ধ করেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই ফুলের ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি আর ফুলকে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। যদি আমি খুব একটা ভালো ফটোগ্রাফার নই তবে আপনার প্রশংসা শুনে ভালো লাগলো ,ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন । আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি দেখলে প্রত্যেকটি মানুষের কাছে বেশ ভালো লাগে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আগুনের শিখার ফটোগ্রাফি । ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

প্রকৃতি দেখতে আসলেই অনেক বেশি সুন্দর আর প্রকৃতির ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি। কয়েকটি ফটোগ্রাফির মাঝে আপনার কাছে আগুনের শিখার ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে খুশি হলাম। সেদিন আগুন ধরিয়েছিলাম আমরা অনেকেই আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি ক্যামেরা বন্দি করেছেন দেখে আমি তো মুগ্ধ হয়েছি। প্রকৃতির সৌন্দর্য যেন ফটোগ্রাফির মাধ্যমে আপনি ফুটিয়ে তুলেছেন। গোলাপি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল। কাশফুলের ফটোগ্রাফি এবং আগুনের শিখার ফটোগ্রাফি তো অনেক বেশি ভালো লেগেছে দেখতে। অন্যান্য সব ফটোগ্রাফি গুলো ও অনেক দারুন ছিল। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো।

 11 months ago 

যদিও আমি খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে আপনার এই সুন্দর প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। প্রতিনিয়ত চেষ্টা করে যাবে এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার। সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60