বিকেল বেলা প্রকৃতির পরিবেশের মাঝে

in আমার বাংলা ব্লগ10 months ago

আজ - ০৮ কার্তিক | ১৪৩০ বঙ্গাব্দ | মঙ্গলবার | হেমন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে বিকেলবেলা প্রকৃতির পরিবেশের মাঝে কাটানো কিছু সময়ের মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • বিকেল বেলা প্রকৃতির পরিবেশের মাঝে
  • আজ ০৮ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ
  • মঙ্গলবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


Picsart_23-10-24_12-21-44-608.jpg

কভার ফটো তৈরিতে---@jibon47



আবহাওয়া একটা দিনের মধ্যে যে কত বার পরিবর্তন হয় সেটা গতকাল বুঝতে পেরেছিলাম। গতকাল সকাল থেকেই আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল যার কারণে বুঝতেই পারছিলাম হয়তোবা বৃষ্টি হবে কিন্তু সারাদিনে বৃষ্টির দেখা পায়নি। খুব একটা বেশি যে রৌদ্র পড়েছিল তাও কিন্তু নয়। এরকম ভাবেই কেটে যাচ্ছিল দিনটা দুপুরবেলা গোসল খাওয়া-দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল যার কারণে ঘোমটা অনেক বেশি ভালো হয়েছিল। হঠাৎ ফোনের রিংটোনে ঘুমটা ভেঙে গেল ফোন হাতে নিয়ে দেখি রাহুল মামা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে খুব দ্রুতই রাস্তার উপরে আসতে বলল আমি দ্রুত রেডি হয়ে রাস্তার উপরে গিয়ে দেখি সে মোটরসাইকেল নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে এরপরে কথা বলে জানতে পারলাম যে প্রকৃতি পরিবেশের মাঝে কিছুটা সময় কাটাবে।প্রকৃতি পরিবেশের মাঝে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে তাই কোনরকম দ্বিধা ছাড়াই চলে গেলাম মাঠের দিকে।

মাঠের দিকে যখন আমরা যাই তখন প্রকৃতিটা একদমই মেঘলা ছিল মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে।তবুও আমরা সেদিকে কোন কিছুর তোয়াক্কা না করে ভাবলাম যেহেতু মন স্থির করেছে প্রকৃতি পরিবেশের মাঝে সময় কাটাবো তাই আমরা বাইক নিয়ে চলে যায় নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে দেখি নদী থেকে উঠে আসছে স্বশব্দে বাতাস, বাতাস যখন গায়ে এসে লাগছিল তখন অনেক বেশি ভালো লাগছিল। কিছুটা সময় আমরা বাইকটা পাশে রেখে সেখানে বসে গল্প করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম এতটা বেশি ভালো লাগছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।

হঠাৎ করে দেখি মাধ্যমিক স্তরের এক বন্ধুর ছোট ভাই এবং আমার সেই বন্ধু মাঠ থেকে বাসায় যাচ্ছে। যেহেতু অনেকদিন পরে তার সঙ্গে দেখা তাই তার সঙ্গে কিছুটা সময় গল্প করলাম বসে বসে। যখন স্কুলে লেখাপড়া করতাম তখন আমি আর আমার এই বন্ধু একসঙ্গেই প্রতিদিন একই বেঞ্চে বসতাম। আর সকল স্যার এবং ম্যামেরা বলতো যে তোমরা দুজন এক বেঞ্চে কালকে থেকে বসবে না কারণ আমরা একসঙ্গে বসে অনেক রকম ফাজলামি করতাম যার কারণে কোনো স্যার ম্যাম আমাদের একসঙ্গে বসতে দিতে চাইতো না।

IMG20231023165450.jpg

IMG20231023165504.jpg

IMG20231023165428.jpg

IMG20231023165457.jpg

সেখানে যখন বসেছিলাম তখন অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল হঠাৎ করেই মেঘটা কেটে গেল। মেঘ টা যখন কেটে গিয়েছিল তখন ভেবেছিলাম এখানে অনেকটা সময় কাটাবো কিন্তু এতটা বেশি বাতাস ছিল যে প্রচন্ডরকম শীত লাগছিল। যেহেতু এখন গরমটা অনেকটাই শেষ হয়ে গিয়েছে আর শীতের মৌসুম শুরু হয়ে গিয়েছে তাই শীত লাগবে এটাই স্বাভাবিক আমি একটা টি-শার্ট গায়ে দিয়ে গিয়েছিলাম আর ওরা দুজন শীতের পোশাক গায়ে দিয়েছিল তাই আমার একটু বেশি শীত লাগছিল। সেখানে অনেকটা সময় বসে থাকার পরে চিন্তা করলাম যে বাইক নিয়ে আর একটু সামনের দিক থেকে এগিয়ে আসি। যেমন ভাবা ঠিক তেমনি কাজ আমরা আবার বাইক নিয়ে সামনের দিকে যাই আমরা যেখানে বসেছিলাম সেখানে নদীতে তেমন একটা পানি ছিল না কিন্তু সামনের দিকে যতই অগ্রসর হচ্ছিলাম ততই দেখতে পারছিলাম অনেক বড় একটা নদী এবং সেখানে মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে আর দুপাশে নদীর পানি পরিবেশটা রীতিমতো অনেক বেশি চমৎকার এবং সুন্দর ছিল।

যখন আমরা সামনের দিকে অগ্রসর হয়েছিলাম ততক্ষণে আবার আমরা সূর্যের দেখা পেয়েছি কোথা থেকে যেন সুরজি মামা উঁকি দিচ্ছে এবং সূর্যের আলো চারিদিকে পড়ে আবার চারিদিকে অনেক বেশি হাস্য উজ্জ্বল হয়ে উঠেছে। দূরে দেখা যাচ্ছে যে ঘন কালো মেঘে সে গিয়েছে কিন্তু আমাদের মাথার উপরে সূর্য থাকার কারণে কিছুটা দিনের মতোই মনে হচ্ছে সেই সাথে সামনে নদীতে পানি এবং বাতাস সবমিলিয়ে পরিবেশটা যেন অন্যরকম ছিল। এরকম মুহূর্তে এরকম পরিবেশে সময় কাটাতে কেনা মন চায় আপনারাই বলুন...?? এরকম মুহূর্তে বারবার সময় কাটাতে মন চায় এবং বারবার ফিরে যেতে মন চায় এই পরিবেশে।

IMG20231022094930.jpg

IMG20231022094109.jpg

IMG20231022093858.jpg

IMG20230501084034.jpg

কিছুটা দূরে যাওয়ার পরে আমরা আবার বাইকটা থামিয়ে বসে পড়ি এবং দেখতে পাই যে নদীতে নৌকা দিয়ে পারাপার করছে এবং একজন জেলে জাল ফেলে নদীতে মাছ ধরছে। যেহেতু এখন নদীর পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এ সময়ে নদীতে প্রচুর মাছ পাওয়া যায় দেখছিলাম জেলে নদী থেকে খুব দ্রুতই বারবার জাল ফেলছে এবং জাল তুলছে তার মানে বুঝতেই পারছিলাম সে ভালই মাছ আহরণ করছে নদী থেকে। সেখানে অনেকটা সময় কাটানোর পরে সন্ধ্যা লাগার আগ মুহূর্তে আমরা মাঠ থেকে বাসার উদ্দেশ্যে রওনা করি এবং বাইক নিয়ে খুব দ্রুতই বাজারে চলে গিয়েছিলাম।

অনেকদিন পরে প্রকৃতিক পরিবেশের মাঝে সময় কাটিয়ে অনেক বেশি ভালো লেগেছিল যদিও এরকম মুহূর্ত প্রায় প্রতিদিনই কাটানো হয় ভাই ব্রাদারের সঙ্গে। এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়বিকেল বেলা প্রকৃতির পরিবেশের মাঝে
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যেখানে কৃষক ভাইদের পাঠ ধোয়া দৃশ্য পাশাপাশি আকাশের সুন্দর দৃশ্য। সব মিলে বলতে পারি চমৎকার ছিল আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি যেখানে ফটোগ্রাফি গুলো আমাকে কিছুটা হলেও শান্তি দিয়েছে কারণ এটা গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। কারণ এই সৌন্দর্য আমার মা মাটির নিবিড় বন্ধন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

জি ভাইয়া প্রকৃতি পরিবেশের মাঝে সময় কাটাতে অনেক ভালো লাগে আর আবহাওয়া একসময় একেক রকম দেখা যায়। একসময় রোদ একসময় পানি। সবই সৃষ্টিকর্তার ইচ্ছায় ।মাঠের পরিবেশ টা তো আমার কাছে অনেক ভালো লাগছে। কি সুন্দর পরিবেশ এমন পরিবেশে যদি আমার বাসার পাশে হতো। আমি সবসময় বসে থাকতাম। বেশ সুন্দর পরিবেশ। অনেকদিন পর আপনি প্রকৃতির পরিবেশে নিজেকে হারিয়ে ফেলছেন। বেশ ভালই লাগলো। প্রকৃতির ছবিগুলো আমাকে মুগ্ধ করলো বেশ।

 10 months ago 

জাস্ট অসাধারন কিছু প্রকৃতির ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রামের পরিবেশে বিকেলে ঘুরে বেড়ানো গল্প আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন তা পড়ে তো আমারই গ্রামে চলে যেতে মনে চাইছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

আসলে এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে আর কিছু কিছু বৃষ্টিও হচ্ছে। সকাল বিকাল কিছুক্ষণ পর পর বৃষ্টি হয় আবার চলে যায়। বিকেল বেলায় প্রকৃতির মাঝে দেখছি বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলেন। মামার সাথে মোটরসাইকেল নিয়ে গিয়েছিলেন। ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি জায়গাটা অনেক সুন্দর। এরকম জায়গায় গেলে সবার কাছেই খুব ভালো লাগবে।

 10 months ago 

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমরা সকলেই ভালোবাসি। আসলে চার দেওয়ালের মাঝে বন্ধি থাকতে ভালো লাগে না। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিঃশ্বাস নীতে ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন ছিলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

বিকালের সময়টা নদীর পাড়ে দারুণ উপভোগ করেছেন।
আপনার ফটোগ্রাফি এবং লেখাগুলো পড়ে বুঝতে পারলাম ।
আসলে এমন মুক্ত পরিবেশ এবং নদীর পাড়ে ঘুরতে আমারও অনেক ভালো লাগে।

 10 months ago 

বিকেলবেলা প্রাকৃতিক পরিবেশ সত্যি দেখতে বেশ চমৎকার লাগে। সব থেকে বেশি ভালো লাগে যখন সূর্য ডুবতে শুরু করে। তবে শহর থেকে গ্রাম অঞ্চলে এরকম প্রাকৃতিক পরিবেশ গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আপনি বিকেল বেলা নদীর ধারে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছেন ভাইয়া। এত সুন্দর একটি বিকেল আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

পড়ন্ত বিকেলে প্রকৃতি পরিবেশে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রাকৃতিক পরিবেশে সময় কাটতে পারলে বেশ ভালো লাগে। প্রকৃতির মুহূর্ত গুলো অনুভূতি সত্যি বেশ অসাধারণ। এতো চমৎকার কিছু প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

ঠান্ডা আবহাওয়াতে বেশ মজার একটি ঘুম দিলেন। সেই সাথে বিকেল বেলায় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো নিলেন অনেক ভালো লেগেছে। তাছাড়া আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ লাগে সব সময়। অনেক ধন্যবাদ চমৎকার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59347.70
ETH 2534.40
USDT 1.00
SBD 2.47