নিজেই নিজেকে চালাক মনে করা বড্ড বোকামি।

in আমার বাংলা ব্লগ9 months ago

আজ--১১ অগ্রহায়ণ | ১৪৩০ বঙ্গাব্দ | রবিবার | হেমন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে একটা জেনারেল রাইটিং পোস্ট টা শেয়ার করব। আমি এই পোস্টের মাধ্যমে বাস্তব ধর্মী কিছু কথা তুলে ধরব, বর্তমান প্রেক্ষাপটে মানুষ আসলে নিজেকে যা ভাবে সেই ব্যাপারেই নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশা করছি এই পোস্টটা আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • নিজেকে চালাক মনে করা বড্ড বোকামি।
  • আজ-১১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • রবিবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে। আর এই অনেক ধরনের মানুষের চলাফেরা চিন্তাভাবনা ধ্যান-ধারণা সবকিছুই একে অপরের থেকে ভিন্ন। পৃথিবীতে হয়তোবা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষ গুলো একে অপরের সঙ্গে হুবহু মিল রয়েছে। হ্যাঁ চেহারার মিল হয়তো বা থাকতে পারে তাই বলে একে অপরের সঙ্গে যে চলাফেরা আচার-আচরণ কথাবার্তা এ সকল কিছু মিল থাকবে তা কিন্তু নয়। আমি হুবহু একই চেহারার মানুষ দেখেছি কিন্তু সেই মানুষগুলোর চলাফেরা কথাবার্তা ধ্যান-ধারণা সম্পূর্ণ একে অপরের থেকে আলাদা। এ থেকেই বোঝা যায় যে মানুষ কেউ কারো মত নয়। মানুষ আসলে তার নিজের মত আর কেউ কখনো তার নিজেকে অন্যের মতো করে গড়ে তুলতে পারবে না। বর্তমানে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো নিজেদেরকে অনেক বেশি চালাক এবং চতুর মনে করে। এতটাই বেশি চালাক চতুর মনে করে যে সেই মানুষগুলো ভাবে আমি যেটা বুঝি সেটা হয়তোবা আমার পাশের মানুষটা কিছুই বুঝতে পারে না। কিন্তু সে হয়তো বা এটা জানে না যে পৃথিবীতে শুধুমাত্র সে নিজেই চালাক কিংবা চতুর তা নয়।

পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো একে অপরের সঙ্গে মিলেমিশে চলাফেরা করে। হয়তোবা তারা সহজ সরল হয়তোবা এই মানুষগুলো বোকা বোকা হয়ে থাকতে পছন্দ করে। হয়তোবা কিছু মানুষের কথা কান দিয়ে শুনে কিন্তু সেটার বিপরীতে কোন কথা বলে না, আবার হয়তোবা কিছু জিনিস তারা চোখ দিয়ে দেখে কিন্তু মুখ দিয়ে কোন কিছু বলে না। এর মানে এই নয় যে সেই মানুষটা কিছুই বোঝে না। আপনি যেটা করছেন সেটা বলছেন যেটা করতে চাচ্ছেন অপর পাশের মানুষটা ঠিকই বুঝতে পারে। আর আপনি যে বোঝাতে চাচ্ছেন যে অপর পাশের ওই মানুষটা কিছু বলছে না এটা সম্পূর্ণই আপনার মনের উপর নির্ভর করে। আপনি নিজে মনে মনে ভাবছেন যে আমি যেটা করছি সেই মানুষটা হয়তোবা কিছুই বুঝছে না আপনি এটা মনে মনে ভেবেই নিয়েছেন যার কারণে আপনার মন মানসিকতা এমন হয়ে গিয়েছে।

অপরদিকে লক্ষ্য করলে দেখা যায় যে আপনার পাশে থাকা মানুষটা আর আপনার মন মানসিকতা কিন্তু একরকম নয়। আপনি মনে মনে ভাবছেন যে সে কিছু বলছে না কিন্তু অপর পাশের মানুষটা মনে মনে ভাবছে যে আমি সকল কিছু বুঝছি। এর থেকে কি বোঝা যায়..? এর থেকে বোঝা যায় যে,আমরা যাই করি না কেন এটা মানুষ কেমনভাবে নেবে সেটা নির্ভর করে তার নিজের উপর। সে নিজেকে নিজের মনের মধ্যে যেরকম ভাবে গড়ে তুলবে সে ভাববে অপর পাশের মানুষটা হয়তোবা ঠিক তেমনভাবেই বুঝছে। কিন্তু ব্যাপারটা লক্ষ্য করলে দেখবেন যে পুরো ঘটনাটাই মুদ্রার এপিঠ এবং ওপিট।

business-7284184_1280.png

source


খুব বেশি চালাক এবং বুদ্ধিহীন এই দুইয়ের মাঝে পার্থক্য ও করলে আমরা এটাই বুঝি যে, যার বিবেক নেই যে কখন কি করছে এটা তার মাথায় থাকে না সে বুদ্ধিহীন। আর চালাক হচ্ছে সেই ব্যক্তি যে অন্যকে নিজের কাছে এমন ভাবে উপস্থাপন করে এবং নিজেকে অন্যের কাছে এমন ভাবে উপস্থাপন করে যে সে ভাবে আমি যেটা মনে করছি সে হয়তো বা সেটা ভাবতেই পারছেনা একে বলা হয় চালাক। যদিও চালাকের আরো অনেক সংজ্ঞা আছে সেদিকে আমি আর না যাই। আসল কথায় ফিরে আসি, আসল কথাটা হচ্ছে নিজেকে চালাক ভাবার মানুষগুলোই দিনশেষে বোকা হয়ে যায়। দিনশেষে তারা এজন্যই বোকা হয়ে যায় তারা যেটা ভাবে অপরপাশের মানুষটা সেটা যখন বোঝে যায় তখন অপরপাশা টাই মানুষটা হয়তোবা এমন একটা ভাব করে যেন সে কিছুই বলছে না। আর যে তাকে বোকা ভাবছে সে মনে মনে আরও বেশি সুখ লাভ করে যে আমি যেটা বুঝিয়েছি সে হয়তোবা সেটা বুঝতে পারিনি।

তো তাহলে লক্ষ্য করলে দেখুন যে এখানে দিন শেষে বোকা কে হয়ে গেল..?? যাকে কোন কিছু বুঝতে দেওয়া হচ্ছে না সে..!! নাকি যে বুঝেও না বুঝার ভান করছে সে..??অবশ্যই এখানে সেই ব্যক্তিটি অনেক বেশি বোকা যে অন্যকে বোকা ভাবছে। এক্ষেত্রে যদি আমি আমার কথা বলতে যাই তাহলে ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে, এটা আমার ছোটবেলার একটা অভ্যাস আমি খুব ছোটবেলা থেকেই এটা অনুধাবন করতে পারি। কেউ আমাকে কোন ইঙ্গিত দিয়ে কথা বলছে কোন ব্যাপারটা নিয়ে সে আমার সঙ্গে কথা বলবে তার কথা শুরু থেকেই আমি বুঝতে পারি। কথাটা যদি অন্যরকম ভাবে বলা যায় তাহলে কথাটা এমন হয়ে দাঁড়াবে, যখন কেউ আমাকে বাঁশ দেওয়ার উদ্দেশ্যে কোন কথা বলবে সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পারি সেটা আমি একটু হলেও অনুধাবন করতে পারি।

false-98375_1280.jpg

source


কিন্তু আমি তাকে কিছু বলি না। আমি তাকে কিছুই বুঝতে দিই না। বুঝতে দেই না এটা ভেবে যে দেখি সে সামনে আরো কি করতে চায়। কিন্তু বাস্তবিক অর্থে এই মানুষগুলো আমার মন থেকে অনেক দূরে সরে যায় কোন একটা সময়। এই মানুষগুলোকে আমি এতটা বেশি দূরে ঠেলে দেই, তাদেরকে আমি আর আমার মনের মধ্যে দ্বিতীয়বার জায়গা দেই না। আসলে জানি না যে এটা আমার খুব খারাপ অভ্যাস নাকি ভালো অভ্যাস। তবে এই অভ্যাসটা থাকার কারণে অনেক মানুষকেই চিনতে পেরেছি। অনেক মানুষকেই বুঝতে পেরেছি যে আসলে তারা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।

দিনশেষে নিজেকে অনেক বেশি চালাক মনে করা মানুষগুলোই অন্যের কাছে ঠকে যায়। নিজেকে অনেক বেশি চালাক মনে করার কিছু নেই। ছোট্ট একটা জীবন, আর এই ছোট্ট জীবনের সময়গুলোকে নষ্ট না করে উপভোগ করতে শিখুন।

এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে...!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়নিজেই নিজেকে চালাক মনে করা বড্ড বোকামি
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

কথায় আছে অতি চালাকের গলায় দড়ি।আসলে সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারা শুধু নিজেকেই চালাক ভাবে।আশেপাশের সবাইকে বোকা ভাবে।ঠিক কথা বলেছেন আপনি একই চেহারার মানুষ হয়তো পাওয়া যায় কিন্তুু একই আচরণ হয় না।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্ট করার জন্য।

 9 months ago 

ব্যক্তিগতভাবে আমিও সেটাই মনে করি একই চেহারার মানুষ থাকলেও তাদের আচরণটা বরাবরই ভিন্ন হয়ে থাকে। এক এক মানুষ একেক রকম কেউ কারো নতুন নয় আচরণ চলাফেরা সবকিছুই ভিন্ন। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

এরকম নিজেকে চালাক চতুর ভাবা লোক পৃথিবীতে অনেক আছে। তবে তারা যেটা ভাবে সেটা আমরা আগেই বুঝে যাই। এটা তাদের ব্যর্থতা যে নিজেকে চালাক ভেবে অন্য সবাইকে বোকা ভাবা। সুন্দর একটি পোস্ট করেছ পোস্টটি পড়ে অনেক কিছু বুঝতে ও শিখতে পারলাম।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমি আপনার কথার সঙ্গে একমত পোষণ করছি এমন অনেক মানুষ আছে যারা অন্যকে বোকা ভাবে। অন্যকে বোকা ভাবলেই কি আর সেই মানুষটা বোকা হয়ে যায়..? কখনোই সম্ভব নয় এটা। যাই হোক সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমার জানা মতে,পৃথিবীতে একই দেখতে মোট সাতজন মানুষ হয়।আর চালাক মানুষ নিজেকে কখনোই চালাক মনে করে না।আপনার পোষ্টের বিষয়টি সুন্দর যদিও পড়ে তেমন একটা বুঝতে পারিনি।ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আমি শুধুমাত্র চেষ্টা করেছি নিজের মনের কথাগুলো তুলে ধরার, সবাইকে আসলে বোকা ভাবাটা উচিত নয় কারণ সবাই সবার জায়গা থেকে একটু হলেও চালাক এবং চতুর। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমি মনে করি নিজেকে যে বেশি চালাক মনে করে তার চেয়ে বড় বোকা আর নেই। কারন পৃথিবীতে কম বেশি সবাই চালাক মানুষ। সেটা সময় সুযোগ বুঝে হয়তো কেউ প্রকাশ করে। আবার অনেকেই সেটা প্রকাশ করে না। কিন্তু অনেকে দেখে যে সেটা প্রকাশ করে না সেটার মানে এই নয় যে আপনার চালাকি গুলো বুঝেনা। তাই নিজেকে বেশি চালাক মনে করা এবং অন্যকে বেশি বোকা মনে করে সেটা এক ধরনের বোকামি। আপনার গুরুত্বপূর্ণ লেখা গুলো পড়ে খুব ভালো লাগলো।

 9 months ago 

আমি আপনার কথার সঙ্গে একমত পোষণ করছি এই পৃথিবীতে সকলেই কম বেশি চালাক, তাই অন্যকে কখনো বোকা ভাবা উচিত নয়। এক এক জন এক এক জায়গা থেকে অনেক বেশি চালাক হয়ে থাকে আর অনেক মানুষ নিজেকে এটা বোকা মনে করে। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54260.52
ETH 2284.10
USDT 1.00
SBD 2.30